নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোলাহলপূর্ণ কোন রেলস্টেশনে বসে আছি।
কিংবা বাস টারমিনাল ।
নির্দিষ্ট ট্রেনের জন্য ওয়েট করছি।
কিংবা বাস, কিংবা অন্য কোন বাহন।
অনেক মানুষ, অনেক মুখ, অনেক কোলাহল ।
অসহ্য সময় ...মনে হচ্ছ আমার সময় এতই স্থির যে এরই মাঝে কত বিগ ব্যাং হয়ে কত নক্ষত্র আর জীবনের জন্ম শেষে হয়ে গেছে সমাপ্তি ও।
নির্দিষ্ট গন্তব্যর নির্দিষ্ট বাহনটি তবু আসে না।
মন আর স্থবিরতা মেনে নিতে চায়না।
অবচেতন মন জানে স্থবিরতা মানে মৃত্যু।
ইচ্ছে করে ভিন্ন গন্তব্যে এক্ষুনি ছাড়বে যে ট্রেনটা কিংবা বাসটা তাতেই উঠে পড়ি।
স্থবিরতা থেকে কি তা ভালো নয়?
জীবনের ক্ষেত্রেও এমন হয় নাকি?
হয়তো!
ইচ্ছে করে ঢু মারি অন্য একটা জীবনে!
অন্য একটা সময়ে।
২| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৬
খায়রুল আহসান বলেছেন: যতক্ষণ দেহে প্রাণ আছে, ততক্ষণ দেহ সাময়িকভাবে স্থবির থাকলেও মন চলমান থাকে।