নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত শত সম্পর্ক - পরিচয়
কত হাসি, কত কান্না আমাদের ঘিরে
পৃথিবীর - প্রযুক্তির কত আয়োজন
আলোকবর্ষের হিসেব কষি
ভাবি জমজ দুনিয়ায় কেমন আছে আরেকটা আমি।
টাইম লুপ পেয়ে গেলে কোন জীবনটা বারবার কাটাতাম।
অথচ জীবনটা কতই না ছোট
আনন্দের বাড়ীতে আমি একলা অতিথি
দু:খের দীঘিতেও আমি একলা সাতারু
পৃথিবীর কঠিণ সত্যগুলোকে সবচেয়ে সস্তা ফিলোসফি মনে হয়।
দিনশেষে জীবিত আমি ও একা, যেমনটা কবরে।
মহাবিশ্ব চলবে আপন নিয়মে, আপন রহস্যে।
তবুও ভাবি -
দূরত্ব তো অতিক্রম করার জন্যই
রহস্য তো উম্মোচনের জন্যই।
সেখানে ব্যাক্তি আমির কোন অস্তিত্বই থাকবেনা!
কষ্টটা থেকেই যায়।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।