নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

মডে ইন আমরেকিা এন্ড ভারত পোষাকহীন যৌনতা,নায়কিা সলেব্রিাটদিরে স্বল্প পোষাকী নগ্নতা উদ্দশ্যে দারদ্রি বমিোচন।

২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪

মেড ইন আমেরিকা এন্ড ভারত পোষাকহীন যৌনতা,নায়িকা সেলিব্রাটিদের স্বল্প পোষাকী নগ্নতা উদ্দেশ্য দারিদ্র বিমোচন।

সকল পণ্য বাজারজাতকরণে পণ্যের মোড়কে পণ্যের মুল্য,বি এস টি আই সীল ইত্যাদি থাকতে হয়,ভূয়া হোক সত্য হোক বর্তমান চকচকে মোড়কে তা থাকে।কিন্ত সমস্ত পৃথিবীর দারিদ্রতাকে ঝিমিয়ে ঘুমিয়ে রাখতে নগ্নতা অধার্মিকতা ধার্মিকতা বাজারজাতকরণে সরাসরি এবং পৃষ্ঠপোষকতায় মেড ইন আমেরিকা এন্ড ভারত।সমস্ত পৃথিবী লুটপাট করে লোন নিয়ে আমেরিকা তার নিজের দেশের নাগরিকের নিশ্চয়তা সুবিধা এত বেশী দিয়েছে যে আফগানস্থান,ইরাকে সাধারন নিরীহ মানুষ হত্যা করার পরও বুশ আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়।আমরা বাংলাদেশের সাধারন নাগরিক আমরা বেশীরভাগ গরীব, নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তার জীবন আমাদের। বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস।এখনও পর্যন্ত আমাদের দেশের পরিবর্তিত সরকারগুলো দেশের গরীব নাগরিকের নিশ্চয়তা সুবিধা দেয়নি তাই আমরা বেশীর ভাগ ভোটার যারা গরীব আমরা বলতেই পারি বৈদেশিক লোন দিয়ে নয় আমাদের ধার্মিক ধনী শিল্পপতিদের প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ আছে তা দিয়ে ০-১৮ সকল ধার্মিক গরীব শিশুকে ফ্রি রেশন কার্ড দিন যে রেশন কার্ডের মাধ্যমে সম খাবার সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল ধার্মিক গরীব বৃদ্ধ বৃদ্ধাদের ফ্রি রেশন কার্ড দিন যে রেশন কার্ডের মাধ্যমে সম খাবার সম কাপড়,সমঘর,সম চিকিৎসা খরচ পাবে। ভোটের আগে --দারীদ্রতাকে ঘুম পাড়ানী গান, দারিদ্রতাকে যাদুঘরে পাঠানোর অবাস্তব আপেক্ষিক গল্পের অংগিকার না করে ভোটের আগে লিখিত বাস্তব অংগিকার করুন আমি এবং আমাদের দল জয়ী হলে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে। আরোও অংগিকার করুন আমি এবং আমাদের দল জয়ী হলে ছোট বড় প্রত্যেক ধার্মিক ধনী মালিক শ্রেনী নামাযে পুজায় প্রার্থনায় যেমন ধার্মিক শ্রমিক গরীবের সাথে একই কাতারে দাড়িয়ে বসে নামায পুজা প্রার্থনা করে তেমনি একই মানের খাবার,একই মানের কাপড় একই মানের লেখাপড়া একই মানের ঘরের ব্যবস্থা করবো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:১৬

ইউরো-বাংলা বলেছেন: কিছুই বুঝলাম না :( আরো খোলাশা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.