নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

বাংলাদশে মানবাধকিার কমশিন আমরেকিার দালাল নাকি ভারতরে দালাল ! নাকি র্ধামকি ধনী শল্পিপতদিরে দালাল!

৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

বাংলাদেশ মানবাধিকার কমিশন আমেরিকার দালাল নাকি ভারতের দালাল ! নাকি ধার্মিক ধনী শিল্পপতিদের দালাল! নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় ধার্মিক গরীব শিশুদের ঝুকিপূর্ন কাজ করতে হচ্ছে, ফুটপাতে বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে জন্ম গহন করছে, সমস্ত জীবন এ যুগের কৃতদাস হয়ে শ্রম দিয়ে ধনীর সম্পদ বৃদ্ধি করছে।বিনিময়ে এ যুগের কৃতদাস পাচ্ছে ন্যুনতম সুযোগ সুবিধা বনচিত জীবন এবং মৃত্যু। মানুষ মানবাধিকার সভ্যতা মানে শুধু ধনীদের অভিজাত জীবন যাপন,আর গরীবের নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন নয়। মানুষ মানবাধিকার সভ্যতার সঠিক মানে জনগনকে বলা আমরা যারা পর্যায়ক্রমে দেশ চালিয়েছি আমরা ধর্মিক ধনীক শ্রেনীর প্রতিনিধি,আমরা নিজেদের ও অন্য ধনীদের ধন সম্পদ রক্খা ও বৃদ্ধি করতে কাজ করেছি,করছি,ভবিষ্যতেও করবো,ধর্মিক গরীবের ভালো করার খমতা আমাদের নেই।অথবা ভোটের আগে লিখিত অংগীকার দিন আমরা নির্বাচিত হলে সমস্ত বাংলাদেশের দরিদ্র ব্যাক্তিদের ও সকল জনগনের জন্য ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করবো।স্বাধীনতা যুদ্ধে ধার্মিক ধনী ধার্মিক গরীব সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছিলো।ধার্মিক গরীবরা আশাকরেছিলো স্বাধীন দেশে ধর্ম নিরেপেক্ষ সমাজতন্ত্রের সুবিধা পাবে।স্বাধীনতার ৪২ বছরে যা হয়েছে তাহলো স্বাধীনতার সকল সুফল ধনীক শ্রেনীর পকেটে ঢুকেছে।অন্যদিকে ১ নং মাথাপিছু বৈদেশিক লোন বৃদ্ধি পাচ্ছে ২নং ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৩ নং ফুটপাতে ঘুমানো লোকের সংখ্যা বৃদ্ধি পচ্ছে ৪ নং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে ৫নং হত্যা গোলযোগ ছিনতাই চাদাবাজী বৃদ্ধি পাচ্ছে ৬ নং নির্যাতন ধর্ষন বৃদ্ধি পাচ্ছে ৭ নং সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৮নং যানযট বৃদ্ধি পাচ্ছে ৯ নং বিদুৎ গ্যাস পানি সংকট বৃদ্ধি পাচ্ছে ১০ নং বেশ্যাবৃত্তি বৃদ্ধি পাচ্ছে ১১ নং মাদক চোরাচালান বৃদ্ধি পাচ্ছে ১২ নং ধনীরা এত বেশী ধন সম্পদশালী হচ্ছেন যে মেয়ের হাত খরচ দেন মাসে ১০ লক্ষ টাকা ১৩ নং গরীব আছেন ফুটপাত বস্তি গ্রামের জীর্ণ শীর্ণ অস্বাস্থ্যকর ঘরে ১৪নং ধর্মিক ধনী ধর্মিক গরীবের বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট গলায় ঝুলিয়ে ভিক্ষা করছে। সুজলা সুফলা স্বাধীন বাংলাদেশে মসজিদের দেওয়ালের পাশে বিউটি পার্লারের ডিজিটাল সাইনবোর্ড,মসজিদের ১০০ গজের মধ্যে বৃটিশ আমল থেকে বহমান বেশ্যালয় যা এখন আরোও বড় করে চলমাান। উদ্দেশ্য দারিদ্র বিমোচন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: মানুষ মানবাধিকার সভ্যতা মানে শুধু ধনীদের অভিজাত জীবন যাপন,আর গরীবের নিষ্ঠুরতম কষ্টকর অনিশ্চয়তায় জীবন নয়।

* সমান অধিকার নিশ্চিত হচ্ছে কি না সেটা দেখাই এদের কাজ ছিল কিন্তু কি করছে।

২| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:৩২

রাকীব হাসান বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.