![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অঢেল ধন সম্পদ আড়াল করতে,ভোগ করতে ধর্মকে স্বাক্ষী করে বলা হয়ে থাকে প্রত্যেক ধর্মেই ধনীদের অঢেল ধন সম্পদ এর মালিকানা স্বীকৃত।এবং রাষ্ট্রীয় অনেক কাজে ধর্মীয় গ্রন্থ ছুয়ে শপথ ও করা হয়।কিন্ত নগ্নতা যৌনতা বাজারজাত করনের অনুমোদন কোন ধর্মেই নেই।তারপরও ছন্নছাড়া শয়তান মানবাধিকার লংঘনকরী আমেরিকা ভারতের মদদে আপনারা ধার্মিক ধনীরা নগ্নতা যৌনতা বাজারজাত করছেন। অঢেল ধন সম্পদ আড়াল করতে,ভোগ করতে ধর্মকে ব্যবহার করছেন বলছেন প্রত্যেক ধর্মই মহান,আর নগ্নতা যৌনতা বাজারজাতকরনে ধর্মকে ভূলে যাচ্ছেন এমন কেন করছেন ! নিজেরা অঢেল সম্পদের মালিক হয়ে গরীবদের শান্তনা দিচ্ছেন দুনিয়াতে সম্পদ যার যত কম আখরাতে জবাবদিহিতা তার তত কম।ধর্মকে ব্যবহার করে সম্পদ আড়াল করছেন আর সব্বোর্চ ভোগ করছেন।সকল ধর্মেই গরীব স্বীকৃত,ধনী স্বীকৃত।গরীব কম খেয়ে ভাংগা ঘরে শুয়ে ধৈর্য্যের পরীক্ষা দেবে আর ধনীরা বেশী খাবে সব্বোর্চ ভোগ করবে।ন্যায় অন্যায় এর মূল্যবোধ বিবেচনা করলে গরীব কম খেয়ে ভাংগা ঘরে শুয়ে ধৈর্য্যের পরীক্ষা দেবে আর ধনীরা বেশী খাবে সব্বোর্চ ভোগ করবে তাই ন্যায় মূল্যবোধ হিসেবে স্বীকৃত।আল্লাহ প্রদত্ত সকল সম্পদ সকল মানুষ সমান সমান খাবে,সমান সমান ভোগ করবে তা অন্যায় মুল্যবোধ হিসেবে স্বীকৃত।সকল ধর্মেই ধনীদের বেশী সুযোগ দেয়া হয়েছে।কেউ গরীব থাকবে না সকলে সমান সমান ধন সম্পদ টাকা পয়সার মালিক হবে তা যে পাপ তা ও কোন ধর্মে নেই। আপনারা যারা দারিদ্রতা হ্রাসের বুলি আওড়াচ্ছেন আপনারা দারিদ্রতা বোঝেন ! আপনরা দারিদ্রতাকে ঝিামিয়ে ঘুমিয়ে রেখেছেন নগ্নতা যৌনতা দিয়ে, দারিদ্রতাকে ঝিামিয়ে ঘুমিয়ে রেখেছেন লটারী আর খয়রাতী মানসিকতা তৈরী করে।যার লেটেষ্ট ডি আই ডি সুপার মম্ । আপনাদের পৃষ্টপোষকতায় শিশুরা দেখবে তাদের মারা সারা দুনিয়ার সামনে বুক আর পেটের কাপড় সরিয়ে স্বল্প পোশাকে দ্রুত তালে বুক আর কোমর দোলাচ্ছে।স্বীকৃত বেশ্যালয়ের নিগৃহীত শিশু আর সুপার মম্ দের আদুরে শিশুর মধ্যে পার্থক্য দাড়াচ্ছে গরীব বেশ্যা শিশু আর ধনী বেশ্যা শিশু । যার ফলাফল দারিদ্রতাকে ঝিামিয়ে ঘুমিয়ে রাখা সহজ হচ্ছে।আমরা কি আমেরিকা অনুসারী নাকি ভারত অনুসরী কারন আমেরিকায় অনেক উপাসনালয় আছে প্রচুর যাজক আছে আবার অধর্ম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত— -- কুমারী মাতৃত্ব সমকামী বিবাহ বেশ্যাবৃৃিত্ত অনুমোদিত।আর ইন্ডিয়ায় যা হচ্ছে তা আমাদের অজানা নয় আমাদের মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ভারত নামী দামী নায়িকা ও সেলিব্রেটিদের লাইভশোতে বুক ও পেটের কাপড় সরিয়ে নাচাচ্ছে,নগ্নতা,যৌনতা,অধার্মিকতা অনুমোদিত।সুজলা সুফলা স্বাধীন বাংলাদেশে মসজিদের দেওয়ালের পাশে বিউটি পার্লারের ডিজিটাল সাইনবোর্ড,মসজিদের ১০০ গজের মধ্যে বৃটিশ আমল থেকে বহমান বেশ্যালয় যা এখন আরোও বড় করে চলমাান। উদ্দেশ্য দারিদ্র বিমোচন। একজন সাধারন ধার্মিক গরীব মানুষ স্বাধীন দেশের কর্ণধারদের জন্য মত প্রকাশ করছে,বলতে চাইছে অবশ্যই সংলাপে বসুন এবং জনগণের কাছে অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ০-১৮ বছর বয়স পর্যন্ত সকল শিশুদের ফ্রি রেশন কার্ড দেওয়া হবে যে রেশন কার্ডের মাধ্যমে জন্ম থেকে ১৮ বছর বয়স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিশু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লেখাপড়া,সম চিকিৎসা খরচ পাবে এবং ৬০ উর্দ্ধো সকল বৃদ্ধ বৃদ্ধাদের সকল দায়িত্ব রাষ্ট্রীয় তত্বাবধানে স্বয়ং রাষ্ট্র নিজে সকল বৃদ্ধ বৃদ্ধাদের সম খাবার,সম কাপড়,সমঘর,সম যতœ ,সম চিকিৎসা পরিচালনা করবে। অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই প্রত্যেক নাগরিককে ৩ মাসের সামরিক প্রশিক্ষণের মাধ্যমে সৎ ও দেশপ্রেমিক নাগরিক বানানোর দায়িত্ব সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে দেওয়া হবে।যার জবাবদিহিতা থাকবে সকল জনগনের কাছে। অংগীকার করুন আমরা যে দলই ক্ষমতায় যাই নব্য রাজাকারদের সকল সম্পদ সেনাবাহিনী নৌবাহিনীর তত্বাবধানে ফ্রি রেশন কার্ড এর মাধ্যমে জনগনের নিশ্চয়তা দেওয়া হবে। ১নং-যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে যেমন-হলমার্ক ২নং- যারা হাজার হাজার কোটি টাকা লোন খেলাপী ৩নং-দুর্নীতিগ্রস্থ মন্ত্রী,এমপি,সরকারী কর্মকর্তা,রাজনীতিক,এনজিও কর্তাব্যাক্তি ৪নং ভেজাল,প্রতারনা,রাজস্ব ফাকি দিয়ে যারা ছোট বড় ব্যবসা করছে ৫নং- অপহরণ,খুন,গুম,ধর্ষণকারী ৬নং কালো টাকার মালিক ৭নং-যারা দেশী মুদ্রা ভারতসহ পৃথীবির বিভিন্ন দেশে পাচার করছে যাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে,যারা স্বাধীন বাংলাদেশের ক্ষতি করছে,এরা নব্য রাজাকার।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২২
আতা2010 বলেছেন: শেখ সাহেবর খুনি কারা ????
--------আমাদেরই মহান মুক্তিযোদ্ধারা Click This Link