নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

ভূল সবই ভূল, এ কথা সত্য নয় যে ভক্ষিুকদরে,পততিাদরে,ভবঘুরদেরে র্পুনবাসন কঠনি বা সম্ভব নয়।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

বেশ কিছুদিন ধ্যানে বসে মজনুর প্রতিক্রিয়া হচ্ছে চিন্তা মনন এক জায়গায় স্থির থাকছেনা। দেশ প্রেম জাগ্রতের ধ্যানে আরোও অনেক কিছু বিষয় আসে যাচ্ছে। চিন্তা এক জায়গায় স্থির থাকছেনা।একক ও অভিন্ন পৃথীবির বিশ্ব মুক্ত বাজার অর্থনৈতিক সমৃদ্ধি বড়লোকদের ধন সম্পদও সমৃদ্ধি করছে আর ভোগকে করছে আধুনিক যুগের রাজকীয়। মানুষ ভিক্ষুক হয় কেনো তা নিয়ে গবেষনা না করে ভিক্ষুক পুর্নবাসনের গবেষণায় মনেই হতে পারে ভিক্ষুকদের পুর্নবাসন কঠিন বা সম্ভব নয়। ভারতের আমির খান টেলিভিশন শোতে দেশের মোট সম্পদের পরিমান ও মোট জনসংখ্যার গড় অনুপাত করতে গিয়ে দেখা গেলো প্রত্যেক নাগরিকের গড়ে ৪০লাখ রুপীর মালিকানা পড়ে।শয়তান আমেরিকার হয়ে আমাদের দেশে যারা আমরা দু:খিত আসুন নারীর সমঅধিকার দিই বলে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে থাকেন তিনারা যদি বিজ্ঞাপনের সংলাপে একটু সংশোধন করেন এবং বলেন সকল সম্পদ বড়লোকেরা এতদিন আকড়ে ধরে রাখার জন্য আমরা দু:খিত,আসুন আমরা সকল নারী পুরুষ নাগরিক সকল সম্পদ সমান সমান সমমর্যাদায় বন্টন করি। আর তা করা গেলে নারী পুরুষ সম সম্পদের মালিক হলে আমেরিকার দালালী করা লাগবেনা,নারীর সমঅধিকারের আলাদা বিজ্ঞাপন দেয়া লাগবেনা,ভিক্ষুক ও থাকবেনা,শহরের বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে করো ঘুমানো লাগবেনা, আল্লাহ,ভগবান সৃষ্টিকর্তা কেউই অখুশি হবেননা। আব্বা একটু চটে গেলেন মজনুর উপর ,বলছেন তোরে বলেছি দেশপ্রেমের ধ্যান করতে আর তুই মাথাপ্রতি সম্পদ প্রাপ্তির যোগ বিয়োগ করছিস ! কি করবো আব্বা ধ্যানে চিন্তা মনন এক জায়গায় স্থির থাকছেনা,তাছাড়া দেশ্রপ্রেম জাগ্রতের প্রধান বিষয় অবশ্যই সম্পদ। অধিক সম্পদের মালিক হওয়ার নেশায় মুলত দেশ্রপ্রেম থাকছেনা।(চলবে)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.