নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বুড়ো আলেকক্স

বুড়ো আলেকক্স › বিস্তারিত পোস্টঃ

কালো টাকার মালকিদরে অদশেপ্রমেকি দশেরেশক্রু অথবা নব্যরাজাকার নামকরণ করে

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৫

সমস্ত কালোটকার মালিকর্দে নাম অসৎ অসতীদের নাম ও কলোটাকার পরিমান সকল মিডিয়াতে প্রকাশ করুন।কালো টাকার মালিকদের অদেশপ্রেমিক দেশেরশক্রু অথবা নব্যরাজাকার নামকরণ করে নব্যরাজাকারদের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার করুন।শর্তশাপেক্ষে কলোটাকা সাদা করা দুরে থাক্ সকল কালোটাকা অবৈধ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে এ হবে রাষ্ট্রের প্রথম শর্ত। কিন্তু রাষ্ট্র প্রভাবিত হয়েছে অসৎ ও অসতীদের দ্বারা । সরকার রাষ্ট্রযন্ত্র পরিচালনা করে থাকে ।বর্তমান সরকারের বিরাধীদলে যেমন আছে অসৎ অসতী তেমন আছে কালো টাকার মালিক তাই কালোটাকা নিয়ন্ত্রনে সরকারকে বেগ পেতে হতেই পারে।বর্তমান সরকার জনগণের কাছে মন্দের ভালো এই জন্য যে পূর্বের সকল সরকারই সগৌ রবে কালোটাকা সাদা করেছেন অবৈধ সম্পদের মালিক হয়েছেন রাজকীয় সুখ শান্তি করেছেন করছেন।বর্তমান সরকার অসৎ আর অসতীদের প্রভাবমুক্ত হয়ে কালোটাকা উদ্ধারে দৃঢ় থাকলে সকল গরীবদের তথা দেশের ১৬কোটি মানুষের নিরাপদ ঘর স্বাস্থ্যসম্মত লেট্রিন সুপেয় পানি এবং প্রত্যেক পরিবারকে মাসে ১০হাজার টাকা ভাতা ব্যবস্থা প্রবর্তন করলে কে ভালো কে মন্দ কারে ভোট দেওয়া যায় কারে ভোট না দেয়া যায় জনগণের বিবেচনা করতে খুবই সহজ হতো।কত কিছুই হলেতো ভালো হতো কেউ মুখে খাবার তুলে দিলে গায়ে তেল মাখিয়ে দিলে ভালোতো হতোই। মজনুর সমতার বাণী শুনে খানিকটা রাগেরস্বরে কথাগুলো বললো বন্ধু মাজু। মাজুর ১৫/১৬ বয়সে পিতা হওয়ার কাহিনী জানাজানি হওয়ার পর সারাক্ষণ অখুশী অখুশী ভাবে থাকে।মাজুর ধারনা ঐ বয়সের ঐ কীর্তির কথা ঐ সময় বন্ধু মজনু ছাড়া কেউ জানতোনা।এখন জানাজানি হয়ে যাওয়াতে বউয়ের সামনে ১৮ বছর বয়সী মেয়ের সামনে দাড়াতেই পারছেনা মাজু। মজনু বরাবরই উৎসাহ দিয়ে যাচ্ছে কত উদাহরণ দিচ্ছে বলছে রাশিয়াতে ১৩/১৪ বছর বয়সেই ছেলেমেয়েরা মিলিত হতে পারে যাতে মাজু সাহস পায় বউ মেয়ের সামনে গিয়ে দাড়াক স্বাভাবিক জীবন যাপন করুক। বাংলাদেশে শুনেছি ভূমি মন্ত্রী ভূমি ব্যাংক গঠন করার কাজ শরু করেছেন,খুবই ভালো উদ্যোগ কে কত ভূমির মালিক তা একজায়গা থেকে জানা যাবে।তেমনি একটি ডিএন এ ব্যাংক খোলার উদ্যোগ নিলে জনগন খুশী হতো।সকল মানুষের ডিএনএ এক ব্যাংকে থাকলে পরিচয়হীন বা জারজ বা নাযায়েজ কিছু থাকতোনা ।কালোটাকার মালিকদের সহ সকলের ইনফরমাল চাইল্ড সংখ্যা জানা যেত। সকলের কথা বলাতে মাজু যেনো একটু খূশী হলো মনে মনে ভেবে প্রীত হলো যাক ডি এন এ মিলালে আরো অনেকের নতুন সম্পর্ক আবিস্কৃত হতে পারে।(চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.