নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ: টিভি ক্যামেরার সামনে মেয়েটি এবং প্রথম আলোকে ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

প্রথম আলো নববর্ষ সংখ্যায় লেখক হাসনাত আব্দুল হাই রচিত ‘ টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ শীর্ষক গল্প প্রকাশের পর থেকেই পাঠকমহলে প্রতিবাদের ঝড় উঠে। পাঠকদের এমন প্রতিক্রিয়া পেযে পত্রিকাটি গল্পটি প্রত্যাহার করে নেয় এবং গল্পটি প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করে। ১৬ এপ্রিল তারিখে পত্রিকাটির চিঠিপত্র কলামে বেশ কয়েকটি চিঠি ছাপানো হয় যা পড়ে গল্পটির বিরুদ্ধে প্রতিবাদের কয়েকটি কারণ তুলে ধরছি:

১. গল্পটি শাহবাগ আন্দোলনের ব্যাপারে প্রতিক্রিয়াশীলদের ভিত্তিহীন অপপ্রচারের ভাষায় রচিত।

২. বাংলাদেশের নারীদের প্রতি মারাত্মক অবমাননাসূচক।

৩. এই গল্প এমন একসময় প্রকাশ করা হয়েছে যখন হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন নারী প্রগতির বিরূদ্ধে অগ্রহণযোগ্য দাবী তুলেছে।

৪. গল্পটি গনজাগরণ মঞ্চের বিরূদ্ধে অপপ্রচারকে আরোও উৎসাহিত করবে।

৫. লেখাটির রচনাভঙ্গির কারনে এটি সুষ্পস্টভাবে সুনির্দিষ্ট নারী রাজনৈতিক কর্মীর প্রতি ইঙ্গিতবাহী।

৬. এই গল্পটি বর্তমান দুঃসময়কে আরো অন্ধকার করে তুলবে।

৭. এই গল্পটিতে সাম্প্রতিক গনজাগরণ আন্দোলনকে খুবই অরুচিকর ও অন্যায্যভাবে আক্রমন করা হয়েছে।

আমার এ লেখাটির প্রয়াস যুক্তিগুলো খন্ডানো:

গল্পটি নিরপেক্ষভাবে পড়লে বুঝা যায় লেখক আসলে আমাদের এ সমাজে ভাল একটা কাজেও একটা মেয়েকে যে কতোটা বন্ধুর পথ অতিক্রম করে আসতে হয় তারই একটা নগ্নরূপ তুলে ধরার চেষ্টা করেছেন। এমন লেখা আমাদের সাহিত্যে এটাই নতুন নয়। যুগে যুগে শত শত কবি সাহিত্যিক তাদের লেখায় বিষয়টা তুলে ধরেছেন। আমরা এদেশের নাগরিকেরা খুব ভাল করেই জানি মেয়েদের পথ আমাদের এ সমাজে আজো কতোটা কঠিন হয়ে আছে। হুমায়ূন আহমেদের এপিটাফ নামের উপন্যাসে আমরা দেখেছি এক মা তার মেয়ের চিকিৎসার টাকা তুলতে নিজেকে তুলে দিয়েছেন তারই এক বিত্তশালী দুলাভাইয়ের হাতে। মিলান ফারাবী নামক এক লেখক তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘একজন তালাকপ্রাপ্তা নারীর আত্মকথা’ বইটিতে বাস্তব উদাহরনের উল্লেখ করে দেখিয়েছেন একজন অভিনেত্রী এক জনপ্রিয় নাট্যকারের নাটকে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিষ্ফল চেষ্টা স্বরূপ খাদ্য হয়েছিলেন সেই নাট্যকারের। নারীর প্রতি চরম অবমাননা সূচক এসব লেখায় খুব ঘৃণ্যভাবেই বাস্তবতাটাকে তুলে ধরা হয়েছিল। এরকম আরো ভুঁড়ি ভুঁড়ি উদাহরন দেয়া যাবে এমন অবমাননার।

লেখক তার গল্পের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছেন গনজাগরণমঞ্চ। আর একারনেই সবাই ভাবছেন এটা নির্দিষ্ট কোন নারী কর্মীকে নিয়ে লেখা হয়েছে। কিন্তু একজন গল্পকারের চরিত্রের নামের সাথে আপনার নামটি মিলে গেলে আপনি যদি মনে করেন সেটা আপনাকে নিয়েই লেখা তবে এ যে ভীষন বোকামী হবে- এটা বোধহয় বলার অপো রাখেনা। অন্যদিকে আমাদের এটাও ভুলে গেলে চলবে না কোন অপপ্রচারে বিহবল হয়ে যদি তুমূল প্রতিক্রিয়া জানানো হয় তখন অপপ্রচারকারীরা আরো শক্তি পায়। হেফাজতে ইসলাম যে দাবী তুলেছে তা এ গল্প প্রকাশিত হবার আগেই তুলেছে। এ গল্প প্রকাশে বা প্রকাশ পরবর্তী প্রত্যাহারে আমার মনে হয় না তাদের মনোজগতে কোন প্রভাব ফেলবে।

কোন বিষয়ে বিরূদ্ধমত থাকতেই পারে। সেই মতকে দলিত করার চেষ্টা করা, সেটাকে প্রকাশিত হওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা নয় বলেই আমি মনে করি।

প্রথম আলোকে ধন্যবাদ বিরূদ্ধ মতকে এভাবে মূল্যায়িত করে দুঃখ প্রকাশ করায়।

ভাবি, এমন মানসিকতা যদি সকলের হতো তাহলে হয়তোবা আজ এ অন্ধকার টানেলে আমাদের পৌছাতে হতো না।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৫

মাক্স বলেছেন: +

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

কয়েস সামী বলেছেন: nijer mot prokash kore khub voye voye achi max. mot prokasher satdhinota aj kothao nai. e oshomoye apnar plus peye kichuta shahosh pelam.

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬

চোরাবালি- বলেছেন: প্রথম আলোকে ধন্যবাদ এ ধরনের বাস্তবধর্মী গল্প প্রকাশের জন্য। লেখায় যদি কারো লেগে যায় তা হলে - সেই বিখ্যাত বাণী- ঠাকুর ঘরে কে রে ---- মতই অবস্থা দাঁড়ায়।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

কয়েস সামী বলেছেন: prothom alo k dhonnnobad diyechi ashole protibade shara diye nijer vul shikar kore dukho prokasher jonno.

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

এম এম কামাল ৭৭ বলেছেন: আমার কাছে গল্পটিতে আপত্তি করার মত কোন উপাদান পাই নাই। যা আছে সব আগে থেকেই আমাদের সমাজে বিদ্যমান ।

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

কয়েস সামী বলেছেন: ঠিক।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার কাছে গল্পটিতে আপত্তি করার মত কোন উপাদান পাই নাই। যা আছে সব আগে থেকেই আমাদের সমাজে বিদ্যমান ।

সহমত।


যা ছাপা হয়ে লাখ লাখ পাঠকের কাছে চলে গেছে তা কি ভাবে কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেয়। ?

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

কয়েস সামী বলেছেন: কিভাবে প্রত্যাহার করল অাসলেই বুঝতেসি না। তবু তারা যে প্রতিবাদের গুরুত্ব দিয়েছে সেটাই ভাল লেগেছে। সরকার কি পারবেন এমন কাজ করতে?

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

শ্রাবণ জল বলেছেন: এমন মানসিকতা যদি সকলের হতো তাহলে হয়তোবা আজ এ অন্ধকার টানেলে আমাদের পৌছাতে হতো না।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৭

উপপাদ্য বলেছেন: খুব চমৎকার করে লিখেছেন।

অনেক ধন্যবাদ

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ উপপাদ্য।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

ভাল্লাগসে।

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কয়েস সামী বলেছেন: আপনার বেসম্ভব ব্যাস্ততা শীঘ্র কাটিয়ে উঠুন।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

মামুন হতভাগা বলেছেন: আমরা সবাই তালেবান,বাংলা হবে আফগান।
ধন্যবাদ,আপনারা আছেন বলেই তো আমজনতা পদে পদে ধোঁকা খায় ধর্ম ব্যবসায়ীদের দ্বারা।চালায় যান ।অচিরেই আপনি সামনে প্রকাশ হতে যাওয়া "হেফাজত বার্তা" এর সাংঘাতিক হিসেবে নিয়োগ নিশ্চিত

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

কয়েস সামী বলেছেন: নিজের মতামতের প্রতিফলন যখন অন্যের মধ্যে না পাই তখনই আমাদের মাথা গরম হয়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। এটাই মনে হয় স্বাভাবিক।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

লেজ কাটা শেয়াল বলেছেন: Cmnt2,3+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.