নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

বৈশাখী উপহার

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

‘একটু উঠে আসবেন মহামান্য প্রেসিডেন্ট? মহামান্য প্রেসিডেন্ট, আমি আপনাকে ডাকছি। একটু উঠবেন প্লিজ?’

দ্বিতীয় ডাকে কাজ হল।

প্রেসিডেন্ট সাহেব চোখ রগড়ে উঠে বসলেন। এতো ভোরে কে ডাকে? ঘুমাবার সময় তো দরজা বন্ধ করেই ঘুমিয়েছিলেন তিনি।

‘অবাক হবেন না, প্রেসিডেন্ট সাহেব। আমি বৈশাখ।’

কণ্ঠ শুনে প্রেসিডেন্ট মাথা ঘুরিয়ে তাকালেন। না, কাউকে দেখা গেল না।

‘আমাকে আপনি দেখতে পাবেন না। আমাকে দেখতে পাবার দরকারও নেই আপনার।’

‘তুমি কে? কেনই বা এসেছো?’

‘বললাম তো, আমি বৈশাখ। আপনার নিশ্চয়ই মনে আছে আজ পহেলা বৈশাখ।’

প্রেসিডেন্ট সাহেব ভুলে গিয়েছিলেন বলে লজ্জা পেলেন মনে মনে। একটু পরেই রমনার বটমূলে যেতে হবে তাকে। বললেন, ‘তুমি কেন এসেছো? তাড়াতাড়ি বল। আমার তাড়া আছে।’

‘আমি এসেছি আপনাদের সবার জন্য নববর্ষের উপহার নিয়ে।’

‘উপহার? কী উপহার?’

‘আপনার ডানে তাকান।’

লাল রঙের র‌্যাপিং কাগজে মোড়া বিশাল একটা ঝুড়ি দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘এটাতে কি আছে?’

‌মহামান্য প্রেসিডেন্ট, এর ভেতর রাখা আছে লোভহীনতা আর উদারতা।’

‘এটা কি আমার জন্য?’ প্রেসিডেন্টের কন্ঠে বিস্ময়।

‌এটা আপনাদের সরকারী দলের সকল রাজনীতিবীদের জন্য। এটা গ্রহণ করলে আপনাদের মধ্যে আর ক্ষমতার প্রতি লোভ থাকবে না। আপনারা উদার ভাবে রাস্ট্র পরিচালনা করতে পারবেন। বুঝেছেন?’

‘হ্যা, বুঝলাম।’ ভ্যাবাচ্যাকা খাওয়া প্রেসিডেন্টের জবাব।

‘এবার বামে তাকান।’ বৈশাখ প্রেসিডেন্টকে অনুরোধ করল।

‘এটা কী?’ নীল রঙের একটা প্যাকেট দেখে প্রেসিডেন্ট জিজ্ঞেস করলেন।

‘এর ভেতর রাখা আছে সহনশীলতা।’

‘এ আবার কাদের জন্য?’

‘এটা আপনি দেবেন বিরোধীদলের রাজনীতিবীদদের। এটা ঠিকভাবে ব্যবহার করলে তারা সহনশীল হয়ে আর জ্বালাও পোড়াও হরতালের ডাক দেবে না।'

উপহারটা প্রেসিডেন্টের খুব মনে ধরল।

‘এবার আপনার সামনে তাকান।’

প্রেসিডেন্টের সামনে এবার সাদা রঙের একটা প্যাকেট।

‘এটা কাদের জন্য?’

‘এটা হচ্ছে হেফাজতে ইসলামীদের জন্য।’

‘কী আছে এটাতে?’

‘এটাতে আছে দেশপ্রেম আর সঠিক ধর্মপ্রেমের চেতনা।’

‘ও তাই বুঝি?’

‘হ্যা, ঠিক তাই। এবার আপনার পেছনে তাকান।’

পেছনে একটা হলুদ রঙের একটা প্যাকেট।

বৈশাখ জানালো ‘এটা হচ্ছে শাহবাগী আর সুশীল সমাজের জন্য।’

‘শাহবাগীদের জন্যেও উপহার?’

‘হ্যা তাদের জন্য আমি নিয়ে এসেছি পরমত সহিষ্ণুতা আর দূরদর্শিতা।’

‘ঠিক আছে বৈশাখ। তোমার উপহারগুলো আজকেই সবার কাছে পৌছে দিতে পারব। আশা করছি রমনার বটমূলে সবার সাথে দেখা হবে।'

‘আরেকটা প্যকেট আছে। আপনি আপনার উপরে তাকান।’

উপরে একটা কালো রঙের প্যাকেট।

‘ওটাতে আছে সত্যনিষ্ঠতা। প্যাকেটটা আপনি আপনার দেশের সাংবাদিকদের দিয়ে দিবেন। আমার সব উপহার দেয়ার পালা শেষ। এগুলা যথাযথভাবে প্রাপকদের কাছে পৌছাতে পারলেই নতুন বছরটা. আপনাদের দেশের বেশ ভাল কাটবে নিঃসন্দেহে। শুভ নববর্ষ।’

প্রেসিডেন্টের কাছ থেকে বৈশাখ বিদায় নিল।

অনেক দেরী হয়ে যাওয়াতে প্রেসিডেন্ট তড়িঘড়ি করে তৈরী হয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলেন। রমনার বটমূলের কাছে এসে গাড়ী থেকে নেমে তার হঠাৎ মনে পড়ল তাড়াহুড়ার কারনে বৈশাখী উপহারগুলা নিয়ে অসতে ভুলে গেছেন তিনি। কি আর করা! পরে একসময় না হয় যথাস্থানে উপহারগুলা পৌছিয়ে দেয়া যাবে- এ ভেবে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: আর এভাবেই উপহার হারিয়ে যায়....পড়ে থাকে হতাশা আর বিদ্বেষ।

ভাল।

+

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯

কয়েস সামী বলেছেন: thnks pather jonno.

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

শ্রাবণ জল বলেছেন: বাহ!
বেশ লাগল গল্প।

উপহার গুলো আর কখনোই পৌঁছানো হয়না!!

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০

কয়েস সামী বলেছেন: ঠিক তাই। তবু আমরা অাশাবাদী। প্রেসিডেন্টের একসময় না একসময় মনে পড়বে বলে আমার বিশ্বাস।

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

হাসান মাহবুব বলেছেন: এটা কাদের জন্য?’
‘এটা হচ্ছে হেফাজতে ইসলামীদের জন্য।’
‘কী আছে এটাতে?’
‘এটাতে আছে দেশপ্রেম আর সঠিক ধর্মপ্রেমের চেতনা।’


ভালু ভালু! হেফাজতী গল্পকার পাওয়া গেল একটা। এখন থিকা ইসলামসম্মত গল্প লিখবেন।

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১

কয়েস সামী বলেছেন: হামা ভাই আমি বুঝতে পারছি না, আমার গল্পটা বুঝতে আপনি ভুল করেছেন কি না। নাকি অামি অাপনার কমেন্ট বুঝতে পারলাম না।
আমি এখানে এই অসময়ে যার মধ্যে যে বোধটার অভাব রয়েছে, যে বোধ থাকলে অামাদের এই বর্তমান সিচুয়েশন থেকে অামরা মুিক্ত পাবো সেগুলোই তুলে ধরতে চেয়েছি। অবশ্য এটা কেবল আমার ব্যাক্তিগত মত।
আপনার সমর্থন না ও থাকতে পারে এতে।
আপনার মন্তব্যটা ক্লিয়ার করেন, প্লিজ।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট।
লেখায় +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো.

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ রোকেয়া।ভাল থাকবেন।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪

উপপাদ্য বলেছেন: হামা যেটা বুঝেছেন আমি সেটার ঠিক উল্টা বুঝেছি।

হেফাজতিরা ধর্মের জ্ঞান ও দেশ প্রেমের অভাব বুঝাতে চেয়েছেন আপনি। সেটা কি ঠিক হলো?

অথবা ঠিক কি করলে আপনার মনে হবে যে এরা ইসলাম বুঝে দয়া করে বলবেন কি?

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৯

কয়েস সামী বলেছেন: হেফাজতে ইসলাম, আহলে সুন্নাহ এরকম আরো ধর্মীয় সংগঠনের ভাবধারায় বিস্তর ফারাক যেটা আসলে ইসলামে মানা যায় না উপপাদ্য। তাই আমি ওমনটা লিখেছি।
হ্যা, আপনি ঠিক ধরেছেন।
ধন্যবাদ
আরেকটা কথা, আমার কাছে যেটা ঠিক আপনার কাছে সেটা বেঠিক হতে পারে। ভিন্নমতকে আমি অবশ্যই রেসপেক্ট করি।
গল্পে যে বক্তব্যগুরা দেয়া আছে সেটা একটা কারেক্টারের কথা। বাংলাদেশে অনেক অনেক মানুষ আছে যারা এমন করেই চিন্তা করছে।আমার কারেক্টার যে আমাকেই রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু নাও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.