![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। আমাদের গর্ব। ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যাসহ বিভিন্ন সংকটাপন্ন মুহুর্তে দুর্গত মানুষের পাশে দাড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সবসময়। সবাই যেখানে ব্যর্থ, সেনাবাহিনী সেখানে শক্ত হাতে হাল ধরে সফলতা দেখিয়ে দেশের মানুষের অকুণ্ঠ ভালবাসা অর্জন করতে সক্ষম হয়েছে বিভিন্ন সময়ে। তেমনিভাবে আন্তর্জাতিক শান্তি মিশনে বিভিন্ন দেশে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তারা। তাদের প্রতি আমাদের অগাধ আস্থা।
সাভার দুর্যোগেও বরাবরের মতো সেনাবাহিনী চালিয়ে যাচ্ছে তাদের উদ্ধার কাজ। এমন একটা ভয়াবহ দুর্যোগে উদ্ধার কাজ চালানোর সময় গত ১ মে রোজ বুধবার উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া সেনা কর্মকর্তা মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী এক সংবাদ সম্মেলন করে আমাদের জানান ঐ মুহুর্তে মৃতের সংখ্যা ৪১১ এবং নিখোঁজের সংখ্যা ১৪৯ (সূত্র: বাংলাটাইমস২৪.কম)। পাশাপাশি তিনি এটাও বলেন যে, অন্যান্যদের করা হিসাবে ভুল আছে, কারণ তাদের লিস্টে একই নাম বেশ কয়েকবার এসেছ। কিন্তু দুঃখজনকভাবে আমরা জানতে পারছি যে, ৬ মে রাত সাড়ে নয়টা পর্যন্ত মোট ৬৬৮ টি লাশ উদ্ধার করা হয়েছে (সূত্র: প্রথম-আলো.কম)। লাশের সংখ্যা অনেক- এ ব্যাপারটা অবশ্যই দুঃখজনক। তবে এটাও কষ্টদায়ক যে আমরা যারা সেনাবাহিনীর দেয়া তথ্যকে সঠিক বলে ধরে নিয়েছিলাম, তারা জানতে পারলাম সেনাবাহিনীর সেই তথ্যটি মোটেও সঠিক ছিল না। ১ তারিখে ১৪৯ জন নিখোঁজ রয়েছে বলে ঘোষণার পর আরো ২৫৭ টি মৃতদেহ উদ্ধার হয়েছে! ব্যাপারটা কষ্টদায়ক অথবা আশ্চর্যজনক হতো না, যদি আমরা আমাদের সেনাবাহিনীকে অদক্ষ ভাবতাম। আমাদের দৃষ্টিতে এমন দক্ষ একটা বাহিনী, যাদের উপর নির্ভর করছে আমাদের দেশের সার্বভৌমত্ব তারা যদি ছোট একটা কাজে এতোটা অদক্ষতার পরিচয় দেয় তখন আমরা ভীষনভাবে মুষড়ে পড়ি। মনে প্রশ্ন জাগে, তাদের হাতে আমাদের সার্বভৌমত্বের নিশ্চয়তা কতোটুকু?
©somewhere in net ltd.