![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, আমি যথেষ্ট বুঝে শুনে উপরের আহবান জানাচ্ছি। আজ প্রথম আলোর জনমত জরিপে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য উঠে এসেছে। গনজাগরণ মঞ্চের পক্ষে রায় দিয়েছে মাত্র ২৩.৪% এবং বিপক্ষে ৫৭.৫%। ব্যাপারটা কেবল আশ্চর্যজনক নয়, দুঃখজনকও বটে। যে আন্দোলন শুরু হয়েছিল আপামর জনগণের অংশগ্রহনে, সেই আন্দোলনের আজ এই অবস্থা দেখে যারা প্রধান উদ্যোক্তা তাদের নিশ্চয়ই আরো খারাপ লেগেছে। যে আন্দোলনের ছোঁয়ায় আমাদের গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল এক সময়, সেই আন্দোলন আজ এভাবে আমাদের মন খারাপ করার কারন হবে তা কল্পনাও করা যায়নি।
সময় এসেছে প্রশ্ন করার- ‘কেন এমন হল?’
আমরা চোখ কান বন্ধ রেখে আন্দোলন শুরু করেছিলাম। আমরা পূর্বাপর না ভেবেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে উদাত্ত আহবান করেছিলাম- আসুন, আমাদের সাথে যোগ দিন। কিন্তু দেখলাম সরকারপক্ষীয় রাজনৈতিক দলগুলো ছাড়া আর কেউ যোগ দেয়নি আমাদের সাথে। ফলে দিনকে দিন সরকারি প্রটেকশান ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকলেও, কমতে থাকল জনগণের সমর্থন। আমরা ভুলে গেলাম একটা আন্দোলনে সরকারি প্রটেকশানের চাইতে বেশি গুরুত্বপূর্ণ জনসমর্থন। ভুলে গেলে চলবে না জনসমর্থন যেদিকে আল্টিমেটলি সরকারও সেদিকেই যায়।
আমরা ভাবলাম দেশের সব জনগণ আমাদের পক্ষে। অথচ একসময় সৃষ্টি হল হেফাজতে ইসলাম নামক এক তান্ডবের। আমাদের দেশের অবস্থা হয়ে গেল চরম খারাপ। দ্বিধান্বিত মনে প্রশ্ন জাগে এখন, গণজাগরণ মঞ্চ না থাকলে কি আসলেই আজ আমাদের দেশের অবস্থা এতোটা খারাপ হতো?
আজ প্রথম আলোর জনমত জরিপে গণজাগরণ মঞ্চের জন্য চরম হতাশার একটি বিষয় ফুটে উঠল। আমাদের সমর্থিত একটি পত্রিকার জরিপ নিয়ে অবিশ্বাস আসতেই পারে। তবু বলছি, আমাদের সমর্থন ২৩ থেকে ১০০ তে তুলতে হলে দরকার তাৎণিক সচেতনতা এবং বর্তমান সুচিন্তিত দিক নির্দেশনা। যদি চোখ কান বন্ধ করে আগের মতোই ভাবতে থাকি- এ জরিপ সমগ্র জনতার মতামত হতে পারে না, তবে কিন্তু অচিরেই অবস্থা আরো খারাপ হতে পারে।
Sense of security is men's biggest enemy.
১১ ই মে, ২০১৩ রাত ৮:১৫
কয়েস সামী বলেছেন: গণমানুষের যেকোন যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে এসেছি সবসময়। সমর্থন করি গণজাগরণ মঞ্চের মূল আন্দোলনের বিষয়টাকে। এরকম একটি কার্যকর অান্দোলনকে ধরে রাখতে হলে দরকার নেতাদের বিচক্ষণতা এবং অবশ্যই রাজনৈতিক দলমুক্ত একটি আন্দোলন।
২| ১১ ই মে, ২০১৩ রাত ৮:০৯
উপপাদ্য বলেছেন: "থাক না ওরা আর কটা দিন।
খাক না কিছু বিরিয়ানী
মিডিয়া যদি সাথেই থাকে
কিসের এতো চুলকানী।"
ধন্যবাদ
কয়েস সামী
১১ ই মে, ২০১৩ রাত ৮:১৫
কয়েস সামী বলেছেন: গণমানুষের যেকোন যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে এসেছি সবসময়। সমর্থন করি গণজাগরণ মঞ্চের মূল আন্দোলনের বিষয়টাকে। এরকম একটি কার্যকর অান্দোলনকে ধরে রাখতে হলে দরকার নেতাদের বিচক্ষণতা এবং অবশ্যই রাজনৈতিক দলমুক্ত একটি আন্দোলন।
৩| ১১ ই মে, ২০১৩ রাত ৮:১০
মোমের মানুষ বলেছেন: পুতুল নাচল বহু দেখলাম আর না, জনগন ত্যক্ত বিরক্ত হয়ে উঠছে.........।
হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন তারা কেবল মাদরায় ছিল এবং এ সরকারের ৪ বৎসর পর্যন্ত মাদরাসতেই ছিল। যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও তাদের কোন মাথা ব্যাথা ছিল না, ঠিক তেমনি মাথা ব্যাথা ছিল না তত্তাবাধায়ক নিয়েও। গনজাগরনের গনবিরোধী কাজ কর্মের কারনে ৪ বৎসর পর্যন্ত মাদরাসায় থাকা এ অরাজনৈতিক সংগঠন মাঠে নামল। অনেক রক্ত ঝড়ল। অনেক প্রান ঝড়ে গেল। এ শক্তিকে বিরোধী অনেক রাজনৈতিক দল ব্যবহারের চেষ্টাও করল। কি লাভ হল?
১১ ই মে, ২০১৩ রাত ৮:১৫
কয়েস সামী বলেছেন: গণমানুষের যেকোন যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে এসেছি সবসময়। সমর্থন করি গণজাগরণ মঞ্চের মূল আন্দোলনের বিষয়টাকে। এরকম একটি কার্যকর অান্দোলনকে ধরে রাখতে হলে দরকার নেতাদের বিচক্ষণতা এবং অবশ্যই রাজনৈতিক দলমুক্ত একটি আন্দোলন।
৪| ১১ ই মে, ২০১৩ রাত ৮:১৩
অমৃত সুধা বলেছেন: ‘খালেদার বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে’, হুমকি স্বরাষ্ট্রমন্ত্রীর
- See more at: Click This Link
১১ ই মে, ২০১৩ রাত ৮:১৬
কয়েস সামী বলেছেন: রাজনৈতিক বিষয় আসলেই আমার মাথায় ধরে নারে ভাই। তাই চেষ্টা করি দূরে থাকতে।
৫| ১১ ই মে, ২০১৩ রাত ৮:৪৭
কয়েস সামী বলেছেন: গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি।
৬| ১১ ই মে, ২০১৩ রাত ৮:৫৮
নয়ামুখ বলেছেন: @অমৃত সুধা: খালেদা জিয়া সংসদ ভবন ভেঙ্গে দেয়ার জন্য পিলার ধরে নাড়া চাড়া করেছিলো নাকি।
১১ ই মে, ২০১৩ রাত ১০:৩৫
কয়েস সামী বলেছেন: গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি।
৭| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৩৪
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনি গণজাগরণ মঞ্চ নিয়া লিখছেন? আপনার বাপ বোধহয় রাজাকার আছিলো।
যাই হোক, যে দেশের প্রধানমন্ত্রী 'ইমরান' সরকারের কথায় পতাকা উঠায় নামায়, সংসদ অধিবেশনে বিরতি দিয়ে সব এমপি, স্পিকার, প্রধানমন্ত্রী বাইরে এসে মোমবাতি জ্বালায়, সারা দেশে যার কথায় স্কুল খোলে-বন্ধ হয়---- আপনি সেই ইমরান সরকারের গণজাগরণ মঞ্চ নিয়া কথা বলেন? সাহস তো কম না!
---------------------------------------------
যতদিন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, ততদিনই গণজাগরণ মঞ্চের আবেদন ছিল। সংসদে অপরাধ ট্রাইবুনাল বিষয়ক আইন সংশোধনের পর এই আন্দোলনের মূখ্য উদ্দেশ্য হয়ে উঠেছিল, আওয়ামীলীগের পদলেহন করা।
আর খালেদা জিয়া শাহবাগে ভিড়তে না পেরে, মতিঝিল নাটকের অবতারণা করতে শুরু করেছিলেন।
আল্লাহর অশেষ রহমতে জাতি শাহবাগ আর মতিঝিল থেকে মুক্তি পেল।
১১ ই মে, ২০১৩ রাত ১১:০৬
কয়েস সামী বলেছেন: WE WANT PEACE. PEACE is the supreme of all public demand.
৮| ১১ ই মে, ২০১৩ রাত ১০:৩৭
খাটাস বলেছেন: একটা আন্দলনের বিষয়ের সাথে আন্দোলন কারী নেতাদের সম্পর্ক প্রশ্ন বিদ্ধ হউয়ার পড়ে ও যথাযথ প্রতি উত্তর না দেয় জন সমর্থন কমে যাওয়ার একটা কারন হতে পারে। একটা কথা কেও বলে না যে, জামাত, হেফাজত এ অনেক সমর্থক আছেন, যারা ইসলামের কথা শুনে তাদের সমর্থন দিচ্ছে, সেই সংখ্যা গরিষ্ঠ এত বেশি জানে না দেশের রাজনীতি সম্পর্কে। তারা আপনার আমার মত বাঁশ ঝাড়, গন জাগরনের এত আপডেট চাইলে ও পায় না। হয় সামর্থ্য নেই, না হয় শিক্ষা। তারা শুধু অন্নের দ্বারা বেবহার হচ্ছে। মারা পরছে। অন্য কে উস্কানি দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা সরকার, বি এন পি, জামাত, হেফাজত- যেই করুক, ব্যাপারটা অসম্ভব ও হাস্যকর।
১১ ই মে, ২০১৩ রাত ১০:৪৫
কয়েস সামী বলেছেন: প্রথম আলোর জরিপ সেই নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠের মধ্যেই কেবল করা হয়নি। তারপরও বলি, সকলের কাছে পৌছাতে হবে আমাদের। সবাইকে বুঝতে হবে। মানুষ কি চায় এটা বুঝতে পারাই সত্যিকারের নেতার সার্থকতা।
৯| ১১ ই মে, ২০১৩ রাত ১১:২৭
এনজামান বলেছেন: আমি এটাকে গণজাগরণ মঞ্চ বলেছি মাত্র ১০দিন, তার পর থেকে আর গণজাগরণ মঞ্চ বলিনি, বলছি লীগ মঞ্চ, কারন আমার বাপের জন্মেও দেখেনি সরকারি খাবার খেয়ে নেছে গেয়ে আনন্দ উল্লাস করে কোন আন্দোলন করতে, আমাদের আন্দলনের অতীত ইতিহাস আছে ৪৭, ৫২, ৬৯, ৭১ এর মুক্তি যুদ্দ ,৯০এর গণআন্দোলন, এসব আন্দলন ফলাও কোর্মা আর সেরা টনে গুমিয়ে হয়নি, যতদিন এই লীগ মঞ্চ মুক্তিযুদ্দের চেতনা বলতে শুদু মাত্র রাজাকাদের বিচারকেই বুজবে ততদিন পর্যন্ত গণজাগরণ মঞ্চে পরিণত হতে পারবে না
১২ ই মে, ২০১৩ সকাল ৭:০৩
কয়েস সামী বলেছেন: কি করতে হবে সেটা বলেন।
১০| ১২ ই মে, ২০১৩ বিকাল ৪:১৪
এনজামান বলেছেন: শুযুগ সব সময় আসেনা, এখন তেমন কিছু করা যাবে বলে মনে হয়না ,
কারন পানিটা অনেক অনেক বেশি গোলা হয়ে গেছে , এখন বস্তা বড়া ফিটকারী ডেলে দিলেও সেই পানি পরিস্কার করা যাবে না, কারন মানুষ বিশ্বাস করবে না, যা অত্যন্ত কষ্টের বিষয় ।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ রাত ৮:০৯
প্রািন্ত বলেছেন: এরা নিলর্জ। এরা বোঝে না। এরা বেশ আরাম আয়েশেই রয়েছে। ইনকাম না করেও রুপসী বাংলা হোটেলে শাহবাগীদের থাকা খাও ফ্রি। অথচ আমার মত লোকের ঐ হোটেলে একরাত থাকতে হলে হয়তো একমাসের ইনকামের পুরোটাই দিয়ে দিতে হবে। এরা আওয়ামী ব্যর্থতার উলঙ্গ পশ্চাৎদেশ ঢাকতেই এই দালালী শুরু করেছে। আমি ব্যক্তিগত ভাবে সকল যুদ্ধাপরাধির সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু এদের দালালী বন্ধ হোক এটাও চাই।