নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

ঘটনা ও ঘটনা থেকে উৎসারিত গল্প-২: অনুধাবন

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

ঘটনা: সেদিন অফিসে আমার এক দুঃসম্পর্কের চাচীর সাথে দেখা। তার ছেলে মেয়ে দুজনই প্রবাসে স্যাটেল্ড। চাচা-চাচী উভয়ই বয়োবৃদ্ধ। বৃদ্ধ বয়সে ছেলেমেয়েকে কাছে পাচ্ছেন না বলে চাচী দুঃখ প্রকাশ করলেন।

গল্প:

আমার এক চাচা মাসুদ রানা সিরিজের এতোটাই ভক্ত যে ছেলের নাম রেখেছেন রানা আর মেয়ের নাম পপি। তারা দুজনই বিদেশে থাকে। পপি আপা ইংল্যান্ডে থাকেন আর রানা ইটালী গিয়ে ফিনল্যান্ডের এক মেয়েকে বিয়ে করে এখন ওখানেই বসবাসরত। আমিও ডিভি পেয়ে আমেরিকা চলে গিয়েছিলাম। এখনো আমেরিকাতেই আছি। ঈদ উপলক্ষে দেশে আসলাম দুদিন আগে। পরিচিত সবার সাথে দেখা করছি ধীরে ধীরে। যাদের সাথে পারছি না তাদের সাথে মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগের এক পর্যায়ে কল দিলাম সেই মাসুদ রানা ভক্ত চাচাকে। চাচার বয়স এখন অনেক। চাচীও নিশ্চয়ই বুড়িয়ে গেছেন। তাদের খোঁজ নেয়া এমনিতেই নৈতিক দায়িত্ব। তার উপর আবার রানা আমার ফ্রেন্ডের মতো ছিল। যদিও অনেক দিন কোন যোগাযোগ নেই।

হ্যালো চাচা। আমি সফিক। গত পরশু দেশে এসেছি।

কোন সফিক? আমেরিকার?

জ্বি চাচা। ঈদ করতে দেশে চলে আসলাম। আপনি কেমন আছেন চাচা?

এই আছি কোন রকম। বয়স হয়ে গেল। এটা সেটা অসুস্থতা তো সবসময় লেগেই আছে।

চাচী? চাচী ভাল আছে তো?

নারে বাবা, কোমরে ব্যাথায় বিছানা থেকে ঊঠতে পারে না। সারাক্ষণ বিছানাতেই পরে থাকে।

চাচা, রানা কি আসছে?

রানা? (কিছুক্ষণ নিরবতা) ও হ্যা, হ্যা বাবা। রানা পপি দুজনই আছে।

কি বলেন চাচা! দুজনই আছে। তবে তো আমার ভাগ্য খুবই ভাল। দুজনের সাথেই দেখা করা যাবে।

হ্যা বাবা। দেখা করতে পারবে। চাইলে এখনো কথা বলতে পারো। নে রানা। ধর। ফোনে কথা বল।

সত্যি বলতে কি রানার সাথে আমার ঘনিষ্টতা ছিল খুব। কতো দিন পরে তার সাথে কথা হচ্ছে!

হ্যালো রানা! কবে আসলি তুই?

জ্বে ভাইজান?

আরে ভাইজান ভাইজান করতেছিস কেন? আমি সফিক।

জ্বে সফিক ভাই।

কি ব্যাপার! তোর কণ্ঠও তো দেখি চেঞ্জ হয়ে গেছে! আমাকেও ভুলে গেছিস!

ও পাশে নিরবতা! কিছুক্ষণ পর চাচার কণ্ঠ।

রানা মনে হয় লজ্জা পেয়েছেরে। তুই বরং পপির সাথে কথা বল।

জ্বি অবশ্যই।

হ্যালো। ওপাশ থেকে মেয়ে কণ্ঠ।

হ্যালো, পপি আপা! তোমার বয়স তো দেখি আরো কমে গেছে। কণ্ঠ তো দেখি একদম বাচ্চাদের মতো। (সত্যি কণ্ঠ অনেক মিহি বলে মনে হচ্ছিল)

ওপাশ থেকে খিল খিল হাসি! এ হাসি তো পপি আপার না! সবাই কি চেঞ্জ হয়ে গেল! হবে হয়তোবা । দীর্ঘ পনের বছর তাদের সাথে দেখা নাই।

পপি আপা, তুমি কেমন ... লাইনটা কেটে গেল। মনে হয় চার্জ ফুরিয়ে গেছে। থাক। যাবার আগে একদিন তাদের বাসায় গিয়ে দেখা করে আসবো।

আমেরিকা যাবার কয়েকদিন আগে সেই চাচার বাসায় গেলাম। চাচা দরজা খুলে ড্রয়িং রুমে বসতে দিলেন। কি যে অবস্থা চাচার! বয়সের চাইতেও অনেক বৃদ্ধ বলে মনে হচ্ছে তাকে। ভর দেয়ার জন্য লাঠি ব্যবহার করছেন। চাচীকে ডেকে আমার আগমন সংবাদ দিলেন। চাচী পাশের রুমে শুয়েছিলেন। বিছানা ছেড়ে উঠতে পারবেন না জানতে পেরে কাছে গিয়ে সালাম করলাম। জিজ্ঞেস করলাম রানা আর পপি আপাকে দেখছি না কেন? তারা কোথায়? চাচা জানালেন তারা রান্না ঘরে। বলেই রানাকে ডাকলেন। হাফ প্যান্ট পরা ছোট্ট যে ছেলেটি ভেতর থেকে বের হয়ে এলো, সে কিছুতেই রানা হতে পারে না। চাচা পরিচয় করিয়ে দিলেন, এই হচ্ছে রানা। আমার থতমত অবস্থা কাটিয়ে উঠার আগেই ফ্রক পরা একটা মেয়ে আসলে চাচা তাকে পপি বলে পরিচয় করিয়ে দিলেন। আমি কিছুই বুঝতে পারছি না দেখে চাচা বুঝিয়ে বললেন, এরাই এখন আমাদের রানা, পপি। নিজ ছেলে মেয়েদের তো কাছে পাই না। তাই এই দুজনকে রানা আর পপি নামে ডেকে মনটাকে শান্তি দিতে চাই। তবু পারি না বাবা। কি যে করবো, বলো? তাদের কতো করে বললাম, আমার তো অনেক আছে। দেশে চলে আসো। না। তারা কিছুতেই আসবে না।

চাচা চাচীর কষ্ট স্বচক্ষে অনুভব করতে পেরে নিজের কথা মনে হল। আমিও তো আমেরিকা থাকি। দু-তিন দিন পর চলে যাবো। আমার বাবা-মাও কি এভাবেই আমাকে মিস করেন? তারাও কি একসময় অন্য কোন ছেলেকে সফিক নামে ডাকবেন? না, এটা কিছুতেই হতে দেয়া যাবে না।

মন্তব্য ৩৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

ভাইটামিন বদি বলেছেন: .......নাহ্ এটা কিছুতেই হতে দেয়া যাবে না। আসলই কি পারা যায়???

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

কয়েস সামী বলেছেন: কি জানি! হয়তো যায়, হয়তো যায় না!

২| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

অজানাবন্ধু বলেছেন: নাহ্ এটা কিছুতেই হতে দেয়া যাবে না ।

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

কয়েস সামী বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

বাংলার হাসান বলেছেন: হুমম

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯

কয়েস সামী বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:১০

মামুন রশিদ বলেছেন: ঘটনা ও ঘটনা থেকে উৎসারিত গল্প- আইডিয়াটা চমৎকার । এবারের গল্পও ভালো হয়েছে । +

০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১

কয়েস সামী বলেছেন: আইডিয়াটার কথা এই প্রথম কেউ বলল! ধন্যবাদ তাই। আসলে এ ব্যাপারটার কথা কেউ বলুক এ অপেক্ষাতেই ছিলাম।

৫| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬

শান্তির দেবদূত বলেছেন: ভাল লাগল। এই গল্পগুলো যেন কখনও সত্যি না হয়!

০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

কয়েস সামী বলেছেন: এই গল্পগুলো যেন কখনও সত্যি না হয়!

৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনার গল্প পড়ছি আর মুগ্ধ হচ্ছি। এরকম মানবিক গল্পগুলো খুব ভালো লাগে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:১৫

কয়েস সামী বলেছেন: আমি আরো লিখছি অার ভাবছি গল্পগুলো কারু ভাল লাগবে কি না। ধন্যবাদ প্রিয় লেখক অনুপ্রেরনা দেবার জন্য।

৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

চমৎকার আইডিয়াটিক গল্পে ++++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৩

কয়েস সামী বলেছেন: কান্ডারীকে ধন্যবাদ। শুভ রাত্রি।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অবশ্যই +++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৪২

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ। শুভ রাত্রি।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

টুম্পা মনি বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ।

১১| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

অলওয়েজ ড্রিম বলেছেন: Valo hoyece. Apni r o Onk valo korte parten ei golpotakei. Plotta osadharon. Pore bujhlam totota shrom denni. Keno jeno mone holo kicuta ojotno-sadhito. Amr vul o hote pare.
Ja hok apnr mathay osadharon golpo jonmo nebe nisondehe kintu apnr hate valo golpo folbe kina seta proman apnakei korte hobe.

০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০২

কয়েস সামী বলেছেন: ঠিক বলেছেন। আমি অাসলে একটানে লিখে ফেলি। পরে এডিটও করি না। তাই। ধন্যবাদ।

১২| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা অনেক ভালো লাগল। অন্তনির্হিত বক্তব্যও ভালো লাগল।

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২

জুন বলেছেন: আমার ঘনিষ্ঠ এক আত্মীয়র একাধিক সন্তান আমেরিকা আর অস্ট্রেলিয়া বসবাস করে। ঈদের দিন গেলাম দেখি স্ট্রোক আক্রান্ত মামা আর আলঝেইমার আক্রান্ত মামী সস্ত্রীক গৃহকর্মীর উপর নির্ভরশীল।
বল্লো 'জানিস ওরাই আমাদের ছেলে মেয়ে'।
ভালোলাগলো আপনার গল্প কয়েস সামী।
+

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।ধন্যবাদ।ধন্যবাদ।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

বোকামন বলেছেন:
হূম ...

অনুধাবনে অনেক ভালোলাগা রইলো।।

১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২৯

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।ধন্যবাদ।

১৫| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই গুরুত্বপূর্ন একটা বিষয়ে কথা বললেন। আমার বড় ভাই ডিভি লটারীতে জয়ি হয়েছেন, স্বপ্নের আমেরিকায় হাবুডুবু খাচ্ছিলেন। তর সইছে না, এখনই চলে যাবেন। বাধ সাধলেন আব্বু আর আম্মু। আব্বু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমাকে মেরে তারপর যা, আর দেখা লাগবে না, তোকেও আর দেখতে চাই না
ভাইয়া এ কথা শুনার পর আর যেতে পারে.............?

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

কয়েস সামী বলেছেন: আপনার ভাইয়ের ভাগ্য ভাল যে তিনি ইচ্ছায় বা অনিচ্ছায় হোক যাননি। কিন্তু আমাদের অসংখ্য ভাই ও বোনেরা বাবা মা কে একা রেখে চলে গেছেন। বাবা মাকে বৃদ্ধ বয়েসে একা ফেলে রাখা যে কতোটা নিষ্ঠুরতার কাজ এটা বলা বাহুল্য।

১৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১১

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই গুরুত্বপূর্ন একটা বিষয়ে কথা বললেন। আমার বড় ভাই ডিভি লটারীতে জয়ি হয়েছেন, স্বপ্নের আমেরিকায় হাবুডুবু খাচ্ছিলেন। তর সইছে না, এখনই চলে যাবেন। বাধ সাধলেন আব্বু আর আম্মু। আব্বু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমাকে মেরে তারপর যা, আর দেখা লাগবে না, তোকেও আর দেখতে চাই না
ভাইয়া এ কথা শুনার পর আর যেতে পারে.............?

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো ভাইয়া। এরকম দূর্ভাগ্য যেন কোন বাবা মায়ের বা হয়। আপনার অনেক গুলো গল্প পড়া বাকি আশা করি ধীরে ধীরে পড়ে ফেলব।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১

কয়েস সামী বলেছেন: শুভ পাঠ। ভাল থাকুন।

১৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

মাক্স বলেছেন: আপনার অনেক লিখাই বোধহয় মিস করে গেসি :(
ভালো লাগলো গল্পটা!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২

কয়েস সামী বলেছেন: হু। অনেক লেখাতেই আপনাকে পাইনি। এমনকি যে গল্পে আপনার নামের ভুল বানান করেছিলাম সেটাতেও!

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

আরজু পনি বলেছেন:

নিজ ছেলে মেয়েদের তো কাছে পাই না। তাই এই দুজনকে রানা আর পপি নামে ডেকে মনটাকে শান্তি দিতে চাই।
......... :(

আইডিয়াটা আর মেসেজটা খুব ভালো লেগেছে সামী ।



-------
অকারণে কোন পোস্টে একাধিক মন্তব্য করতে ইচ্ছে করে না, তাই পেছনের পোস্টে আসতে হলো ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

কয়েস সামী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপি। ঝামেলার কারনে নিয়মিত হতে পারছি না। ভাল থাকবেন। আপনার একটা মন্তব্য পেলেই মন ভাল হয়ে যায়, একাধিক হলে তো কথাই নেই! অকারণ একাধিক মন্তব্য পাবার অহর্নিশ প্রতিক্ষায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.