নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা অামার তৃষ্ণার জল

কয়েস সামী

i m nothing in this huge world...

কয়েস সামী › বিস্তারিত পোস্টঃ

দুই জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি গল্প ও কিছু কথা

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১২

রফিকের সাথে তপাকে দেখতে পেয়ে আমরা সবাই একেবারে বাকরূদ্ধ হয়ে গেলাম।

এমন হবার যথেষ্ট কারণ আছে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে আমাদের কেউ রফিককে কখনো দেখেনি। তথাকথিত ছাত্রনেতারা যেমন হয় ছাত্রনেতা রফিককে সেরকম বললেও কম বলা হবে। ক্যাম্পাসে গুন্ডামি করে বেড়ানো তার একমাত্র কাজ ছিল। আমরা যারা তার বন্ধুস্থানীয় ছিলাম তারা সবাই জানতাম তার সাথে সবসময় অস্ত্র থাকতো। তাই আমরা তাকে এককথায় এড়িয়েই চলতাম।

রফিককে যেভাবে আমরা এক নামে চিনতাম, তপাকেও চিনতাম। সে আমাদের এক সেমিস্টার জুনিয়র ছিল। মুখে তপার নাম শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম:

তপার মতো মেধাবী স্টুডেন্ট কখনো দেখিনি।

তপার মতো এতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন্ বিতার্কিক কখনো এ বিশ্ববিদ্যালয়ে আর হবে না।

ছাত্রী হিসেবে তপার কোন তুলনাই হয় না। ইত্যাদি ইত্যাদি...

সেই অনন্য সাধারন ছাত্রী তপা রফিকের সাথে ঘুরে বেড়াচ্ছে, রফিকের সাথে প্রেম করছে- এটা কারু বিশ্বাস হবার কথাও না।

একদিন কৌতুহল ধরে রাখতে না পেরে রফিককে জিজ্ঞেস করলাম, কিরে, তপাকে পটালি কিভাবে?



পটবে না? এই রফিকের জন্য কাউরে পটানো কোন ব্যাপার নাকি? হাসালি আমারে... হাহাহা...



কী এমন করলি যে সে তোর প্রেমে পড়ে গেল? রফিকের হাসি শেষ হবার আগেই আবার প্রশ্ন করলাম।



কি করলাম? হাছাই জানবার চাস? তোরা তো সবাই দেখছিস তপা ভাসিটিতে আসার দিন থাইকা তার পিছে লাইগ্যা আছি। কোন কিছুতেই যখন কিছু হইতেসিল না, তখন তারে হুমকি দিলাম, আমার সাথে প্রেম না করলে তোমার ছোট ভাইকে আর জীবনেও দেখোন লাগবো না। ঐ ডোজেই কাম হইলো। হাহাহাহা...



কি বলছিস তুই? আমার অবাক প্রশ্ন।



হ, ঠিকই তো কইছি। রফিক একটা কিছু চাইসে আর সেইটা সে পায় নাই এমন হয় নাই কোন দিন।



কিন্তু এটাকে তো প্রেম বলেনা। তুই তো তার সাথে ব্ল্যাকমেইল করছিস।



এইটারে ব্ল্যাকমেইল ক্যামনে কয়। যা হাছা তাই কইসি। ও আমার সাথে না আইলে, হাছাই তো ওর ভাইটারে শেষ কইরা ফালাইতাম।



ঠিক আছে ঠিক আছে। কিন্তু এইভাবে কয়দিন তাকে তোর সাথে প্রেম করতে বাধ্য করবি?



কয়দিন প্রেম করুন মানে? আমি ওরে বিয়া করুম। আমি ওরে হাছাই ভালা পাই।



প্রেমে রাজী হয়েছে কিন্তু সে কি বিয়েতেও রাজী হবে। এটা তোর আকাশ কুসুম কল্পনা।



আমারে বিয়া করবো না মানে? ওর মলম তো আমি জানি। ওর ভাইটারে ও খুব ভালবাসে। কোলেপিঠে কইরা মানুষ করসে তো। বিয়া না করলে তার ভাইটারে তুইলা নিয়ে গেলেই হইবো। বাপ বাপ কইরা বিয়া করবো।



বুঝলাম রফিক প্রেম ভালবাসার মানেটাই জানে না। জোরজবরদস্তি করে সাময়িক লাভ হয়তোবা হয়, কিন্তু পরিনামে ভাল কিছু যে হয়না, এটা সে বুঝে না। এ প্রসঙ্গে তার সাথে কথা বলা অবান্তর।



ভার্সিটি থেকে বেরুবার কয়েক মাসের মাথায় রফিক-তপার বিয়ের খবর পেলাম। তারপর কাজে কর্মে ব্যস্ততার কারনে তাদের কথা একসময় বেমালুম ভুলে গেলাম।



এক বছর পর হঠাৎ একদিন রফিকের সাথে দেখা। ভুত দেখার মতো অবাক হলাম। আমাকে পেছন থেকে ডেকে রফিক যদি নিজের পরিচয় না দিতো তবে হয়তো তাকে চিনতেই পারতাম না। মুখে দাড়ি-গোঁফ গজিয়েছে, স্বাস্থ্য ভেঙে গেছে, পোশাকের দারিদ্র চোখে পড়ার মতো, মুখের ভাষাও দেখি বদলে গেছে!

কুশল বিনিময়ের পর তপার কথা জিজ্ঞেস করতেই সে বলে উঠল,

নারে দোস্ত, তপাকে ধরে রাখতে পারলাম না। তুইই ঠিক বলেছিলি।্র জোর করে কোন কিছু ধরে রাখা যায় না। বিয়ের কয়েক মাসের মধ্যেই তপা মারা যায়।

জিজ্ঞেস করলাম, কী হয়েছিল? জটিল কোন রোগ?

না, সে সুইসাইড করেছিল। ভয় দেখিয়ে তাকে বিয়ে করেছিলাম ঠিকই, কিন্তু আমাকে ভালবাসাতে পারিনি। তোর কথা যদি আগে বুঝতাম!

রফিকের পরিবর্তন ও কষ্ট দেখে খুব খারাপ লাগলো। তাই কথা না বাড়িয়ে তার থেকে বিদায় নিলাম।



কিছু কথা:

বিরোধী দলকে বলছি, হরতালে মানুষ-জন বাড়ির বাইরে বের হয় না । রাস্তা-ঘাট খালি থাকে। আপনারা আপনাদের বাড়িতে বসে টিভিতে খালি রাস্তা-ঘাট দেখে তৃপ্তির ঢেঁকুর তুলেন। বলেন, জনগন হরতাল স্বতষ্ফুর্তভাবে পালন করছে। কিন্তু আমরা সবাই জানি, আমরা কোন কাজে বের হই না, স্বপ্রণোদিত হয়ে নয়। আমরা বের হই না ভয় থেকে। নিজের জান বাঁচানোর জন্য হাজারো কাজ থাকলেও কেউ ঘরের বাইরে হই না। আপনারা ককটেল,বোমা, পিকেটিং করে আমাদের মনে ত্রাসের সঞ্চার করে বাধ্য করেন ঘরে বসে থাকতে। তাই এ হরতাল দ্বারা আপনারা যা কিছু অর্জন করবেন তা দ্বারা হয়তো সাময়িকভাবে লাভবান হবেন। দীর্ঘমেয়াদে ক্ষতিটা কিন্তু আপনাদেরই হবে। ঠিক রফিকের মতো।



সরকারী দলের নেতানেত্রীদের বলছি। আপনারা এককভাবে নির্বাচন করলে অবশ্যই নির্বাচনে জিতবেন, ক্ষমতা পাবেন। সাময়িকভাবে হয়তোবা লাভবান হবেন। কিন্তু পরিণামে ক্ষতিটা কিন্তু আপনাদেরই হবে। জনগন আপনাদের ছেড়ে যাবে। ঠিক তপা যেভাবে চিরতরে রফিককে ছেড়ে গেছে।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

Saeen বলেছেন: Sohomot.....
Pore khub valo laglo....!!!

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

কয়েস সামী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

বোকা ছেলে ৯৮৯ বলেছেন: সহমত

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

ডনস ইব্রাহিম বলেছেন: অসাধারন লিখেছেন

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

কয়েস সামী বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

ধূর্ত উঁই বলেছেন: সহমত। সুন্দর লিখেছেন। গণতান্ত্রিক ও সুষ্ঠু সমাধান কাম্য।

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

কয়েস সামী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

জনাব মাহাবুব বলেছেন: পুরোপুরি সহমত

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭

মামুন রশিদ বলেছেন: খুব চমৎকার ভাবে বিষয়টি উপস্থাপন করেছেন । যদিও এটা 'অরন্যে রোদন'!

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০

কয়েস সামী বলেছেন: আমরা তবু আশায় বুক বাঁধি!

৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

হাসান মাহবুব বলেছেন: প্রথমে মনে হলো খুব সাধারণ একটা গল্প। কিন্তু মেসেজটা চমৎকার ভাবে দিয়েছেন।

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

কয়েস সামী বলেছেন: মেসেজটার জন্যই গল্পটা লেখা, তাই গল্পের দিকে খুব একটা মনোযোগ দেইনি। ধন্যবাদ হামা।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন আমাদের বর্তমানের বাস্তবানুগ পরিস্থিতি আর ভবিষ্যতের ঘন তমসার দিনগুলোর কথা......

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ নিঃসঙ্গ অভিযাত্রি।

৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সহমত। জোর জবরদস্তি করে অন্যায় ভাবে কোন কিছুর স্থায়ী দখল পাওয়া যায় না। শুভকামনা রইলো।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০১

কয়েস সামী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর একটি দিনের সূচনা হবে এই প্রত্যাশায়....

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

কয়েস সামী বলেছেন: সহমত ও ধন্যবাদ।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৫

উপপাদ্য বলেছেন: বেশী বেশী নিরপেক্ষ B:-/ B:-/

মেসেজটা ভালো লেগেছে। ধন্যবাদ

১৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

কয়েস সামী বলেছেন: নিরপেক্ষ বলতে কি বুঝতে চাইলেন বুঝিনি। উভয়ের বিরূদ্ধে বলাটাই কি নিরপেক্ষতা?
ধন্যবাদ উপপাদ্য।

১২| ২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন বলেছেন! সহমত জানিয়ে গেলাম।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

কয়েস সামী বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

অপ্রচলিত বলেছেন: খুব সুন্দর ছোট শিক্ষণীয় গল্প। এরকম রফিকদের বেঁচে থাকার কোন যোগ্যতাই নেই সমাজে।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

কয়েস সামী বলেছেন: thik tai. thanks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.