![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ যেন ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’।
আব্বা-আম্মা ছয় মাস অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন আগামীকাল।
আমার ছোট বোন অস্ট্রেলিয়া থাকে। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে গিয়েছিলেন। ছয় মাসের ভিজিট ভিসার মেয়াদ শেষ করে অবশেষে তারা দেশে ফিরছেন।
সবাই আজ খুব আনন্দে আছে। আমার ছোট ছেলে ঘরময় দৌড়াদৌড়ি করছে আর সুর করে গাইছে, দাদু আসবে.. দিদা আসবে.. কতো মজা হবে...
বাবুর মা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে ব্যস্ত। তারা এসে যেন বলতে না পারেন তাদের অবর্তমানে ঘর-দোরের খেয়াল রাখা হয় নি।
ভাবী ভাইয়াকে বাজারে পাঠিয়েছেন আব্বা-আম্মার প্রিয় খাবার-দাবার কিনে আনার জন্য।
ভাতিজা-ভাতিজি ফুলের মালা তৈরী করছে। তাদের দাদু-দাদিকে নাকি ফুল দিয়ে বরণ করা হবে।
পাশের বাসা থেকে চাচা কিছুক্ষণ পরপর এসে খোঁজ-খবর নিচ্ছেন। তার একমাত্র ভাইটির ফ্লাইট কখন, কোন এয়ার লাইন্সে আসছেন, মালয়েশিয়ান এয়ার বাছাই করা ঠিক হয়নি, আজ সকালেই নাকি এই এয়ার লাইন্সের একটা বিমান বিধ্বস্ত হয়ে যাত্রীরা সবাই মারা গেছে- এমন নানা রকমের প্রসঙ্গে তার উত্তেজনা ও খুশি উভয়ই সুস্পষ্ট।
আর আমার কথা? আম্মার হাতের রান্না ছাড়া আর কোন কিছুই আমার মুখে রুচে না। সকালে অফিসে বের হবার সময় আম্মার হাতের নাস্তা, অফিস থেকে ফিরে আম্মার হাসিমুখ- সবকিছুই ভীষন মিস করেছি এ কদিন। আর আব্বার উপস্থিতি ছাড়া নিজেকে কেমন যেন এতিম এতিম লাগছিল। আব্বার না থাকার কারনে পারিবারিক অনেক ঝামেলাই আমাকে একা পোহাতে হয়েছে। তাই তাদের ফিরে আসাতে আমার মনেও এক ধরনের ভাল লাগা ছড়িয়ে গেছে।
এসব যখন ভাবছি তখন স্কাইপ থেকে ছোট বোনের কল। সে এতোক্ষণে নিশ্চয়ই তাদের সি-অফ করে বাসায় পৌঁছেছে। তাড়াতাড়ি কল রিসিভ করে তাকে জিজ্ঞেস করলাম তারা ঠিকঠাক মতো প্লেনে উঠেছেন কি না।
ও মা! দেখি বোনের চোখ থেকে যেন বৃষ্টি নেমেছে! সে চোখ মুছতে মুছতে জানালো সব ঠিক আছে। তারা প্লেনে উঠে গেছেন।
জিজ্ঞেস করতে গেলাম এমন খুশির দিনে কেন কাঁদছে সে। তখনই বুঝলাম, আনন্দ আর বেদনা আসলে যুগপৎ ঘটে থাকে।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮
কয়েস সামী বলেছেন: ভাল থাকুন।
২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২০
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৮
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ সুমন।
৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২
বেলা শেষে বলেছেন: I know the Situation very well. Tehy touch me...
১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ বেলা শেষে!
৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:০০
মামুন রশিদ বলেছেন: ভাল লাগল আনন্দ বেদনার যুগপৎ অনুভুতি ।
১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৬
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ!
৫| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন: +
১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৭
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ হামা! আমার আগের লেখাটা মিস করসেন!
৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৭
মোঃ ইসহাক খান বলেছেন: একজন একই সাথে হাসছে আর কাঁদছে, এর মত সুন্দর দৃশ্য কমই আছে!
ভালোলাগা রইলো।
১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৭
কয়েস সামী বলেছেন: আপনার বইটা অর্ডার করলাম!
৭| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
জিজ্ঞেস করতে গেলাম এমন খুশির দিনে কেন কাঁদছে সে। তখনই বুঝলাম, আনন্দ আর বেদনা আসলে যুগপৎ ঘটে থাকে।
একটা ব্যাপার একজনের কাছে খুশির, আরেকজনের কাছে বেদনার হতে পারে। মা-বাবার বিদায়ে বোনের চোখ ভেঙে বৃষ্টি পড়ছে, অথচ তাঁদের আসার কথা শুনে বাসায় ‘আনন্দ ভুবন বহিছে।’
চমৎকার।
১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৮
কয়েস সামী বলেছেন: আমার আগের লেখাটা মিস করসেন বোধহয়।
৮| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮
মোঃ ইসহাক খান বলেছেন: কৃতজ্ঞতা রইলো।
৯| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। আনন্দ ও কষ্ট পাশাপাশিই থাকে।
২১ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৭
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ কা_ভা।
১০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৫
এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২
ভাইটামিন বদি বলেছেন: অাহারে.....আপনার ছোট বোনটার বেদনা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি....এমনটা আমারো হয়েছে (:-