![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জান্নাত সম্পর্কে পবিত্র কোরানে অনেক কিছু বলা আছে:
৭৪:১৫ পরহেযগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে, তার সাদৃশ্য (مَثَلُ) নিম্নরূপঃ তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর যারা স্বাদ অপরিবর্তনীয়, পানকারীদের জন্যে সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। তথায় তাদের জন্যে আছে রকমারি ফল-মূল ও তাদের পালনকর্তার ক্ষমা। পরহেযগাররা কি তাদের সমান, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি অতঃপর তা তাদের নাড়িভূঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে?
৩২:১৭ কেউ জানে না তার জন্যে কৃতকর্মের কি কি নয়ন-প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে।
১৫:৪৭ তাদের অন্তরে যে হিংসা ছিল, আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মত সামনা-সামনি আসনে বসবে।
৭৫:২২-২৩ সেদিন অনেক মুখমন্ডল সুখি হবে। তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
৭৬:১৯ তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।
জান্নাত হলো চিরস্হায়ী । তার নায-নেয়ামত, ভোগ-বিলাস ও সকল মন্জিল মুমিনের জন্যে প্রতিদান স্বরূপ । বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা (রা.) বলেন, নবী করিম (সা.) ইরশাদ করেছেন, জান্নাতের দেওয়াল স্বর্ণ ও চান্দি দ্বারা নির্মিত , মাটি জাফরান ও মিশকের ।
এক হাদীসে আছে, একজন সাধারণ বেহেশ্তী যে স্হান লাভ করবে , তা সমগ্র দুনিয়া ও দুনিয়ার দশগুন স্হানের সমান হবে । -মুসলিম, মেশকাত ।
জানিনা, পরকালে জান্নাত প্রাপ্তি হবে কি না। তবে মহান করুনাময় আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এই পৃথিবীতেই তিনি আমাকে জান্নাতের নিয়ামতসম কিছু উপহার সামগ্রী দিয়েছেন। শুক্র আর শনিবার এই দুই ছুটির দিনে তিনি আমাকে আমার ঘরে সবার সাথে সময় কাটনোর সুযোগ দিয়েছেন। আম্মা-আব্বা, বোন, বউ, ছেলে - এদের সাথে গোটা দুইটা দিন সময় কাটানোর আনন্দ আর কিছুতে মনে হয় না পাও্য়া যায়।
“Home is the nicest word there is.”
― Laura Ingalls Wilder
২| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সহমত পোষন করছি, এবং শুকরিয়া জানাচ্ছি আপনার মতই ...
ভালো কিছু কথা বলেছেন এবং চমৎকার ভাবে মনে করিয়ে দিয়েছেন ...
৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: জ্ঞানগর্ভ পোস্ট ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার সাথে আমিও এই ফাঁকে শুক্রিয়া আদায় করে নিলাম।