![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলা একটু হাটতে বের হয়েছিলাম। পথিমধ্যে হঠাৎ মাঝ বয়েসী এক ভদ্রলোক সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কবি সাহেব না?
সাধারণত সবাই আমাকে বিশ্ববিদ্যালয়ের লেখালেখি ডিপার্টমেন্টের শিক্ষক হিসাবে স্যার সম্বাধন করে। তাই হঠাৎ কবি সম্বোধনে বেশ তৃপ্তি বোধ করলাম এবং পাশেই তার বাড়িতে তাৎক্ষণিক চায়ের নিমন্ত্রণ না রেখে পারলাম না।
বাড়িতে ঢুকেই লোকটি হুলুস্থূল অবস্থা শুরু করে দিলেন। সবাইকে এতো উচ্চস্বরে ডাকাডাকি করতে থাকলেন যে কর্তার এহেন উত্তেজনার পেছনের কারন জানার জন্য বাড়ির সবাই বিছানা ছেড়ে ড্রইংরুমে ছুটে আসতে বাধ্য হল।
এই যে দেখ, কে এসেছে। গতকাল রাতে তোমাদের ইনার কথাই বলেছিলাম। কবি সাহেব। খুব উঁচুদরের মানসম্পন্ন কবি। দেখেছো, সৃষ্টিকর্তা সহায় থাকলে সবই সম্ভব। বলেছিলাম না, উনাকে যদি একবার পেতাম? সৃষ্টিকর্তা ঠিকই আজ সকালেই উনার দেখা পাইয়ে দিলেন। এতোদিন তো কেবল রেডিও টিভিতে দেখেছি। আজ সামনা সামনি দেখলাম। সালাম করো, সালাম করো।
ছোটরা যারা যারা সামনে ছিল সবাই দেখি পায়ে ধরে সালাম করতে এগিয়ে আসল।
এমন কবিভক্ত পরিবার পেয়ে বেশ ভাল লাগা শুরু হল।
বাড়ির সবার সাথে একে একে পরিচিত হলাম।
ভদ্রলোকের দুই ছেলে, এক মেয়ে। বড় ছেলে ডাক্তারি পড়ছে। মেজো মেয়ে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে এখন ভর্তির অপেক্ষায়। ছোট ছেলে ক্লাস নাইনে। স্ত্রী একটা এনজিওতে চাকরি করেন। আর ভদ্রলোক নিজে একটা ব্যবসার সাথে জড়িত। নিউমার্কেটে কসমেটিক্সের ছোটখাটো একটা দোকান আছে।
পরিচয় পর্ব শেষে গৃহিনী কাজের মেয়েকে নিয়ে চা বানানোর উদ্দেশ্যে ভেতরে চলে গেলেন। খুশীতে গৃহিনীর চোখগুলোর চকমক করা দৃশ্য চোখে পড়ল। বাড়ির গৃহিনীও কবি মানুষেদের এতো সম্মান করেন দেখতে পেয়ে আনন্দিত হলাম। অথচ একটা সময় ছিল একসময় যখন কবিকে কাকের সাথে তুলনা করা হতো।
কবিভক্ত ভদ্রলোকটি তারা বাচ্চা-কাচ্চা সহ আমাকে ঘিরে ধরে বসলেন।
কবি সাহেব, যে কারনে আপনাকে এভাবে নিয়ে আসলাম সে কথাই বলি সবার আগে, কী বলেন?
আমি অনুমান করলাম, নিশ্চয়ই তার পরিবারকে নিয়ে কবিতা লেখার আবদার হবে। আগে এক সময় এমন হতো। কবিদের তাৎক্ষণিকভাবে পরিচিতদের নিয়ে কবিতা লিখে দিতে হতো। সেই কবিতা আবার ফ্রেম করে দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। কালচারটা আবার ফিরে আসছে। এটা ভাল। বললাম, অবশ্যই বলেন।
আমার এই যে মেয়েটা, এরে আপনি একটু দেখবেন।
হু, দেখলাম। একটু কেন? চাইলে একটু বেশিও দেখতে পারি। কবিরা সুন্দরের পূজারী হয়। মেয়েটা দেখতে শুনতেও যথেষ্ট সুন্দরী।
না, কথাটা মনে মনে বললাম। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে এমন মন্তব্য করতে পারি না কখনো- এটা আমি খুব ভাল করে জানি।
কিছু না বলে তাকিয়ে আছি দেখে ভদ্রলোক বুঝিয়ে বললেন, সে আসলে আপনার বিশ্ববিদ্যালয়ে লেখালেখি সাবজেক্টে ভর্তি হতে চায়। মাত্র ২৫ টা সিটের জন্য যা কম্পিটিশন! বলেন, এতো কম্পিটিশন হলে চলবে? লেখালেখি বিষয়ে এখন তো সবাই ভর্তি হতে চাইবেই। আপনাদের সিট আরো বাড়ানো উচিত।
ভদ্রলোক ভুল বলেলনি। লেখকদের এতো রমরমা অবস্থা চারদিকে যে ভাল লেখক তৈরীতে বিশ্ববিদ্যালয়গুলো এখন লেখালেখি নামে একটা বিভাগ খুলতে বাধ্য হয়েছে। প্রথম প্রথম হওয়ায় সিট সংখ্যা খুব কম, তাই এতো কম্পিটিশন।
কবি হিসেবে এ বাড়িতে আমার মর্যাদার কারন বুঝতে পেরে মনটা খারাপ হয়ে গেল। কোন রকমে বললাম, ঠিক আছে দেখা যাবে। ওকে বলেন ভাল করে পড়াশুনা করে ভাল করে পরীক্ষা দিতে।
জ্বি না, কবি সাহেব। এভাবে দেখলে হবে না। আপনি একটু ভাল করে দেখবেন প্লিজ। ওর খুব ইচ্ছা লেখক হবার। কিরে, তুইই বল না। ভদ্রলোক তার মেয়ের দিকে তাকালেন।
স্যার, স্যার, স্যার প্লিজ একটু হেল্প করেন। আমাকে আপনার সাবজেক্টে একটাবার ভর্তি করিয়ে দেন। দেখবেন আমি অনেক ভাল লেখক হবো। ঠিক আপনার মতো।
মা, তুমি পরীক্ষা দাও আগে। পরীক্ষায় ভাল করলে তো এমনিতেই সুযোগ পাবে। আর তাছাড়া এই বিষয়েই যে ভর্তি হতে হবে এমন তো কোন কথা নাই। দেখো না তোমার ভাইয়া ডাক্তারি পড়ছে। তুমিও চাইলে ডাক্তার হতে পারো।
থু! ডাক্তার এখন মানুষ হয় নাকি? ওটা একটা পঁচা প্রফেশন।
বল কী তুমি! তোমার ভাই তো ঠিকই পড়ছে।ও তো ঠিকই ডাক্তার হতে চায়।
এবার মেয়ের ভাই মুখ খলল, না স্যার। চাই না। এখন আমি মোটেও ডাক্তার হতে চাই না । আগে চেয়েছিলাম। ওটাই ভুল করেছিলাম। ডাক্তারি একটা প্রফেশন নাকি এখন!
কী বলছো তুমি বালক? ডাক্তারি মানে কি তুমি বুঝো না? কতো কতো মানুষের সেবা করতে পারছো তুমি। কতো কতো মানুষের জীবন বাঁচাবে।
সেবা করে কী হবে স্যার। এমবিবিএস পাশ করার পর তো কোন রোগীই আসবে না আমার কাছে। এমবিবিএসই কেন, কতো কতো এফসিপিএস পড়ে আছে আনাচে কানাচে। কয়জন রোগী তাদের খবর রাখে? কয় টাকাই বা তারা রোজগার করে? ডাক্তার হলে তো পাশাপাশি আমাকে ভিক্ষাবৃত্তি প্রফেশনটাকেও বেছে নিতে হবে বেঁচে থাকার জন্য।
ইশ! ছেলেটার পেছনে কতোগুলা টাকা শুধু শুধু খরচ হয়ে গেল। প্রাইভেট মেডিকেলের খরচ তো বুঝতেই পারছেন কবি সাহেব। এতো খরচ তুলতে গেলেও ছেলের সারা জীবন লেগে যাবে।
এদের কথা শুনে আমি অবাক হচ্ছি। আসলে সারাদিন কবিতা চর্চায় মগ্ন থাকলে আশেপাশের মানুষের চিন্তা ভাবনা থেকে কতোটা দূরে চলে যাওয়া হয় তা আমি অক্ষরে অক্ষরে বুঝতে পারিছ। এরা তাহলে টাকা রোজগারের জন্য ডাক্তার হতে চায়!
গৃহিনী চা-নাস্তা নিয়ে এলেন। বললেন, এখনতো স্যার লেখকদের জয়জয়কার। একটা পত্রিকার পাতায় একটা গল্প লিখলেই পাঁচ হাজার টাকা সম্মানী। ব্লগে লিখলে তিন হাজার। একটা কবিতা লিখলেও পাঁচ-ছয় হাজার টাকা সম্মানী পাওয়া যায়।
পত্রিকায় কলাম লিখলে দেয় দশ হাজার টাকা। আপনি যদি সপ্তায় সাতটা পত্রিকায় লিখেন তবে আপনার সাপ্তাহিক আয় সত্তর হাজার টাকা! ভাবা যায়!
ছোট ছেলের অংকের হিসেবে আমিও কিছু ভেবে উঠতে পারলাম না।
তবু কিছুটা বুঝাবার চেষ্টা করলাম,
শুধু লিখলেই তো হবে না, ভাল মানসম্পন্ন লেখা লিখতে হবে। তবেই না পত্রিকায় প্রকাশ।
আলবৎ লিখলেই হবে স্যার। মেয়েটি যুক্তি দেখাতে চাইল। আপনি হিসেব করে দেখুন। বাংলাদেশে কয়টা পত্রিকা? গোটা বাংলদেশ জুড়ে অন্তত পঞ্চাশ হাজার পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর সংখ্যা আরো বাড়ছে। ১০ হাজারটা বাংলা ব্লগ এখনি দাঁড়িয়ে গেছে। এতো সব পত্রিকা, ব্লগ লেখা কোথায় পাবে? সবগুলো লেখাই কি মানসম্পন্ন হবে?
কিন্তু লেখক কিংবা কবি তো জোর করে হওয়া যায় না। ভেতরগত প্রতিভাও থাকতে হয়ে। বিশ্ববিদ্যালয়ে আমরা তো কেবল লেখালেখির কৌশলগলো শিখিয়ে দেই। যারা ভর্তি হচ্ছে তারা সবাই কি লেখক হতে পারবে?
পারবে স্যার, অবশ্যই পারবে। বিশ্ববিদ্যালয় থেকে লেখালেখি ডিগ্রি নিয়ে নিলেই নামের আগে লেখক শব্দটা লাগানো যাবে। ভদ্রলোক বুঝাতে চাইলেন।
আব্বু! দেখো না, সাকিব ভাইয়া থার্ড ইয়ারে উঠলো কেবল, তাতেই উনার বাসার সামনে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে,
লেখক সাকিব হুসেন
বি. এ অনার্স (ঢাবি) (চলমান)।
উফ স্যার আমিও একদিন লেখবো, লেখক সামিনা চৌধুরী (বি.এ অনার্স, এম. এ, ঢাবি)। বাবা, আমিও কিন্তু বাসার সামনে সাইনবোর্ড ঝোলাবো। লোকে রাস্তা দিয়ে হেটে যাবার সময় পড়বে আর ভেবে অবাক হবে এ বাড়িতে একজন লেখক আছে! উফ! ভাবতেই মজা লাগছে।
ঝোলাস মা, ঝোলাস। ভর্তি হয়ে গেলেই তোর নামে একটা নেমপ্লেট বানিয়ে দেব সোনা। বাবা মেয়েকে আশ্বাস দিলেন।
প্লিজ স্যার, আমাকে ভর্তির সুযোগটা কেবল করে দিন। দেখবেন আমি কবি চে গুয়ভারাকেও হার মানিয়ে দেব।
চে গুয়েভারা তো মা কবি ছিলেন না। বিপ্লবী ছিলেন। মেয়ের ভুলটা ধরিয়ে দিলাম।
ওই হল স্যার। কবি আর বিপ্লবী কি আলাদা কিছু। কবিরাই বিপ্লব ঘটায়। মেয়ের সুন্দর যুক্তিতে আমি আনন্দিত হলাম।
প্লিজ কবি সাহেব, আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দিন। আমাদের মেয়ে তো এখন থেকেই লেখালেখি শুরু করে দিয়েছে। যা তো মা, গতকাল যে কবিতাটা লিখলি ওটা এনে একবার পড়া তো।
বাবার নির্দেশে মেয়ে দৌড়ে চলে গেলে খেয়াল হল চা এতোক্ষণে ঠান্ডা হতে চললো। অথচ বাড়ির কেউ আমার হাতে চায়ের কাপ তুলে দিল না কিংবা তুলে নিতে বললও না। অগত্যা নিজেই তুলে নিলাম সেটা। একটা বিস্কিটও নিলাম সাথে।
মেয়ে চলে এসেছে ততোক্ষণে।
স্যার পড়ে শুনাই?
শুনাবে? ঠিক আছে। শুনাও। আমি শুনি।
গগনে গরজে মেঘ ঘন বরষা
গরুদল বসে আছে নাহি ভরসা।
রাশি রাশি দা-রশি ঘরবাড়ি সারা
পালাবার পথ খুঁজে পায়নাতো তারা।
মেয়ের কবিতা পড়া শেষ হলে বাবা বললেন, দেখেছেন কবি সাহেব। কোরবানীর গরুর মানসিক অবস্থা আমার মেয়ে কিভাবে তার কবিতায় তুলে ধরেছে। রবীন্দ্রনাথ থেকেও ভালই টুকলিফাই করেছে। প্রতিভা দেখেন! এই চরনগুলো যে কোন পরীক্ষায় ব্যাখ্যা করার জন্য ব্যবহার করা যেতে পারে নিঃসন্দেহে।
হ্যা বাবা, চাইলে টুকলিফাই করে করেই অনেক কবিতা লেখা যায়। কবিতা লেখার জন্য নিয়মকানুন শিখতে হয় নাকি? খালি একটা সার্টিফিকেটের জন্যই স্যার আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার ইচ্ছা। প্লিজ স্যার একটু দয়া দেখান। আমরা জানি আপনার হাতেই সবকিছু।
(মাঝখানেই শেষ করে দিলাম। আপনাদের মতামত জেনে পরের অংশ লেখার চেষ্টা করবো।)
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৯
কয়েস সামী বলেছেন: সেই দিন আসবেই প্রিয় লেখক। আমরাই আনবো সেই দিন, সম্ভব না?
২| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫
এম এম করিম বলেছেন:
মামুন রশিদ বলেছেন: শুধু লেখালেখি করেই সপ্তাহে সত্তোর হাজার! এই দিন কবে আসবে মাইরি..
++++++++
১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০০
কয়েস সামী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩
বাকের ভাই রিটার্ন বলেছেন: লেখালিখি কি এতই সোজা নাকি।এইরকম গবেট ফ্যামিলি এখনও এই দেশে আছে নাকি।
১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৮
কয়েস সামী বলেছেন: গল্প পড়ে তো মনে হয় এমন ফ্যমিলি এখনও আছে! যেমন টা বাস্তবে আছেন সেই বাকের ভাই!
৪| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২০
কলমের কালি শেষ বলেছেন:
আমার ধারনা সকল কাজ টাকাপয়সার হিসেবে হলেও লেখালেখির কাজটা হয়না । এতে মনস্তাত্বিক একটা বিষয় জড়িত থাকে ।
লেখায় ভাল লাগলো । পরের অংশ লিখে যান ।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০০
কয়েস সামী বলেছেন: গল্প পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ ভ্রাতা।
৫| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৪
আরিফ রুবেল বলেছেন: ব্লগার অমুক, ব্লগার তমুক ব্যাপারটা এর মধ্যে বাজারে চালু আছে (কেমন একটা কমরেড কমরেড ভাব )। এখন আলাদা করে লেখালেখি বিভাগ খুলে নামের আগে 'লেখক' লাগানো গেলে খারাপ হয় না; ডাক্তার ইঞ্জিনিয়ার, এডভোকেট, ব্যারিস্টার লাগানো গেলে লেখক কেন না !
প্রফেশন বেছে নেয়ার ক্ষেত্রে জ্ঞানার্জন কিংবা মানব সেবা অনেক আগেই উঠে গেছে। লেখালেখিকে প্রফেশন হিসেবে এখনও হয়ত বেছে নেয়া হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে লেখালেখিও প্রফেশন হয়ে উঠেছে এবং আরো ব্যপকভাবে উঠবে। তখন হয়ত বিপুল চাহিদাকে সামনে রেখে পাঁচ তারকা বিশ্ববিদ্যালয়গুলো থেকে কর্পোরেট লেখক বের হবে।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০১
কয়েস সামী বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে ভাল লাগা।
৬| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০২
সুমন কর বলেছেন: অথচ একটা সময় ছিল একসময় যখন কবিকে কাকের সাথে তুলনা করা হতো।
বেশ মজাই লাগছিল পড়তে। লিখে ফেলুন পরের অংশ।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০২
কয়েস সামী বলেছেন: অনুপ্রেরণা পেলাম। ধন্যবাদ।
৭| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগছে পড়তে।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩
কয়েস সামী বলেছেন: আহ! শান্তি পেলাম! বড় টেনশনে ছিলাম।
৮| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৩
জাফরুল মবীন বলেছেন: খুবই ভাল লেগেছে চালিয়ে যান প্লিজ...
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ।
৯| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২১
অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা +
ইন্টারেস্টিং গল্প পরের পর্বের অপেক্ষায় ।
ভালো থাকবেন
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮
কয়েস সামী বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ। একটু কনফিউশনে আছি, এটাকে আরো দীর্ঘায়িত করব, কি করব না- এ নিয়ে। দেখা যাক। পাশে থাকবেন।
১০| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২২
অন্ধবিন্দু বলেছেন:
উঁচুদরের মানসম্পন্ন কবি ! হাহ হাহ হা।
সামী,
সার্টিফিকেট তো একটা লাগে দেখছি
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০
কয়েস সামী বলেছেন: নিয়ে নেন না একখানা সার্টিফিকেট। নামের আগে লাগিয়ে দেন লেখক! আসুন না একটা কালচার তৈরি করি, লেখক শব্দটাকে একটু সম্মান দেই।
১১| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩২
নাসরিন চৌধুরী বলেছেন: বেশ আগ্রহ নিয়েই পড়লাম। পড়ছি আর অবাক হচ্ছি। লেখালেখিকে প্রফেশন হিসাবে নিতে চায় তাইলেই হইসে!!!আজব পরিবারের কাহিনী!
পরের পর্ব দিন তাড়াতাড়ি---- সাথে আছি।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১
কয়েস সামী বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা যাক। মাথায় খালি গল্প ঘুরে। একটা শেষ করার আগেই আরেকটা গল্প চলে আসে। বড় সমস্যায় আছি আপি, বড়ই সমস্যা!
১২| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভালো লাগছে! চলুক!
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২
কয়েস সামী বলেছেন: সাথে থাকুন। দেখা যাক।
১৩| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১
আমি তুমি আমরা বলেছেন: আহ, সত্যিই যদি লেখকদের এত সুদিন আসত আর একটা ব্লগ লিখেই হাজার তিনেক টাকা পাওয়া যেত। তাহলে প্রতি ঘন্টায় পোস্ট প্রসব করতাম
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৫
কয়েস সামী বলেছেন: আমি ভাই প্রতি মিনিটে করার চেষ্টা করতাম!! হাহাহা!
১৪| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪
ওয়্যারউলফ বলেছেন: রবীন্দ্র টুকলিপাইটা দারুন।সাইনবোর্ডে নামের আইডিয়া আরও দারুন।
লেখকরাও সাইনবোর্ডে নামের আগে "লেখক" অবশ্যই লিখতে পারে। দলিল লেখকরা সেই কবে থেকেই লিখা শুরু করেছে,অন্য লেখকরা লিখলে দোষ কি?
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯
কয়েস সামী বলেছেন: না দোষ নাই। সেটাইতো বলতে চাইলাম। আসেন শুরু করে দেই, লেখক ওয়্যারউলফ।
১৫| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৬
নাসরিন চৌধুরী বলেছেন: মাথায় খালি গল্প ঘুরে। একটা শেষ করার আগেই আরেকটা গল্প চলে আস
বেশ ভাল কথা --মাথায় খালি গল্প ঘুরে আর আমি মাস ভাইবাও একটা প্লট বাহির করতে পারিনা----
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
কয়েস সামী বলেছেন: যেই সব প্লট বাহির করেন, বাপরে! লাস্টের গল্পটাতো দারুন হইসে!
১৬| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪
কাজী রায়হান বলেছেন: চমৎকার লেখা । পড়ে খুব আরাম পেয়েছি । চালিয়ে যান কবি সাহেব । তবে পরিনতীটা জানার খুব ইচ্ছে হচ্ছে । শুভকামনা
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২২
কয়েস সামী বলেছেন: দেখা যাক পরিণতি কি হয়। সাথে থাকুন।
১৭| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৮
ব্ল্যাক পাইরেট বলেছেন: কেউ আমারেও ইমুন একটা সার্টিফিকেটের খোজ দেননা, আমিও একখান সাইনবোর্ড ঝুলামো বাসার সামনে
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২
কয়েস সামী বলেছেন: ঝুলাই নেন না রে ভাই। কতজন কত রকমের সাইনবোর্ড ঝুলায়। আপনি না হয় নির্দোষ একটা সাইনবোর্ড ঝুলালেন।
১৮| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বিরাট কাববার..... লেখক/ব্লগারদের জন্য ইউটোপিয়া। সেই দিন কবে আসবে, কবি সাহেব?
আপনার লেখাগুলো নিরাশাবাদি লেখকদেরকে আশার আলো দেখাক।
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৪
কয়েস সামী বলেছেন: সেই ইউটোপিয়ার অপেক্ষায় আছি রে ভাই। অপেক্ষায় আছি সেদিনের যেদিন আমার পত্রিকায় বিখ্যাত লেখক মাঈনউদ্দিন মইনুলের লেখার জন্য যথাযথ সম্মানি দিতে পারব।
১৯| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫৯
দ্য ইলিউশনিস্ট বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত অগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছেন। খুব মজা পাইসি। কোন গল্প পড়ে হাসলাম অনেক দিন পর। আপনার লেখার সহজ সরল ভাবটা ভাল লাগে। গল্পের থিমটাও বেশ ইন্টারেস্টিং। পরের পর্ব লিখে ফেলেন।
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২১
কয়েস সামী বলেছেন: আপনার মন্তব্যে গল্পটি চালিয়ে যাবার উৎসাহ পেলাম। ধন্যবাদ ভাই।
২০| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯
শান্তির দেবদূত বলেছেন: আপনার অনেক গল্প পড়েছি কিন্তু নিঃসন্দেহে বলতে পারি এটা আপনার বেষ্ট। যেমন কাহিনী, তেমন হাস্যরসে ভরপুর, তেমন গতিশীল বর্ননা; এক কথায় অসাধারন। আহা! কবে যে ইউনিতে লেখালেখি সাব্জেক্ট খুলবে
২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩১
কয়েস সামী বলেছেন: আহ! আপনার মন্তব্যে পড়ে কি যে ভাল লাগছে! অনেক দিন পর আপনাকে পেলাম। থ্যাংকস্ এ লট!
২১| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮
ডি মুন বলেছেন: হা হা হা বেশ মজার, হাস্যরসে ভরপুর।
ইন্টারেস্টিং গল্প। লেখককে শুভেচ্ছা।
২২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
মাহমুদ০০৭ বলেছেন: হাহা হা এত মজা পাইছি বলার বাইরে । কবে যে সেই দিন আইব ।
বাজি গল্পটার পর আপনার এই গল্পটা ভাল লাগল । আমি বলব আপনার বাজি
গল্পটাই বেস্ট ।
দুর মাঝপথে শেষ কইরা দিলেন কেন ?<
এইবার বলেন এই গল্প কি ধারাবাহিক লেখার ইচ্ছে আছে ? নাকি এখানেই
শেষ ? ( ধারাবাহিক গল্প সঙ্কলনে বিবেচিত হয় না )
ভাল থাকবেন ভাই ।
০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৩
কয়েস সামী বলেছেন: আপনার সংকলনে ঠাঁই নেয়ার জন্য ধারাবাহিক বাদ দিলাম!
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৫
মামুন রশিদ বলেছেন: চরম পুলকিত, আহ্লাদিত, চমকিত (ধুর, আর কোন শব্দ মনে আসছেনা!) বোধ করছি । শুধু লেখালেখি করেই সপ্তাহে সত্তোর হাজার! এই দিন কবে আসবে মাইরি..