![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সংখ্যালঘু বলে সংখ্যাগরুদের অভিযুক্ত করছিনা,
আমি বাংলাদেশের নাগরিক তাই
ন্যায় বিচার চাই
বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম
রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা নির্মল
সেন লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ।
আজ বৃটিশ ভারত নেই,নেই পাকিস্তানি হানাদার,আজ
প্রিয় স্বাধীন বাংলাদেশে
স্বাভাবিক জন্মানোর গ্যারান্টি চাই।
ফেনীতে সংখ্যালঘু গ্রামে স্থানীয় যুবলীগ
নেতার ইকবলের নেতৃত্বে হামলা আহত ১০ জন
২০ বছর বয়সী তুলসী রানী ৭ মাসের
অন্তসত্ত্বাকে লাথি মেরে গর্বপাত মৃত সন্তান
প্রসব।
মাতৃগর্ভে সুরাইয়াকে গুলি করে হত্যায় ব্যার্থ
যুবলীগ এবার লাথি দিয়ে সফল হয়েছেন,
এরা যুবলীগ নয় এরা জামায়ত থেকে
অনুপ্রবেশকারী,ভাগ্য ভালো এমন মহান উক্তি
এখন পর্যন্ত কোন মন্ত্রী মহোদয়ের
থেকে শুনতে পাইনি।
স্বামী সন্তানের সামনে গৃহবধু ধর্ষন, এখানেও আওয়ামীলীগ সভাপতির ভাই এই জঘন্য অপরাধ করেছেন,সারা দেশে আওয়ামীলীগ নেতারা হিন্দুদের বাড়ি ঘর ভাংচুর লুটপাট,জমি দখল চাঁদাবাজি, তরুনী গৃহবধু ধর্ষন,অপহরণ দেশ ছাড়ার হুমকি,আর প্রতি নিয়ত মন্দির প্রতিমা ভাংচুর চলছেই চলছে,তাও আবার সংখ্যাঘরিষ্ট আওয়ামীলীগের ব্যানারে।
আওয়ামীলীগের হিন্দু থাকলে ভোট পাবেন চলে গেলে জমি পাবেন এই স্লোগানের বাস্তবায়ন করছেন।
প্রথম আলোতে প্রকাশিত ২৪ দিনে প্রায় ৩২৯ মত মন্দির ভাংচুর, বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত আগামী ২০ বছরে বাংলাদেশ হিন্দু শুন্য হয়ে যাবে,,
অনেকের মন্তব্য যাদুঘরে পাওয়া যাবে,আমার মনে হয় সেটাও অসম্ভব,আজকাল যাদুঘর ও নিরাপদ নয় বাংলাদেশে,কারণ প্রশাসনের নাকের ডগায় চড়ে হিংস্র মানসিকতার প্রকাশ ঘটায়,প্রসাশনের নিশক্রিয়া সমর্থন যোগায়।
আর ওলামা লীগ নামধারী জঙ্গি তো পোষে চলছেই সরকারের পৃষ্টপোষকতায়,তারা চায়না এদেশে হিন্দু থাকুক,
তারা বিরোধিতা করেন একজন হিন্দু কি করে বিচারপতি হয়,তাদের আপত্তি থাকে সংসদে পুজা বন্ধের জন্য যা কিছু করা দরকার সব করেছে,
হিন্দুদের যাতে সরকারি চাকরি না হয় সে ব্যাপারে সা তৎপর তারা,
তাদের ধারণা হিন্দুদের কোন জ্ঞান নেই ,তারা ইতিহাস দেখেনা,এখন নতুন করে শুরু হয়েছে হিন্দু লেখকদের বই যেন নিষিদ্ধ করা হয়,ব্যানার টাঙিয়ে আন্দোলন করছেন,মাঝে মাঝে নিজেদের মধ্যে মহিলাদের মতো চুলাচুলিও করেন সহী ভাবে।
কিন্তু হিন্দুর অনুবাদকরা বই পড়তে মানতে কোন সমস্যা হয় না তাদের,
তৃণমুল লীগ গাছের গোড়া কাটলেও কেন্দ্রীয় লীগ সভানেত্রী আগায় পানি দিয়ে জিইয়ে রাখছেন,
নির্বাচনে ভোট তো পাওয়া যাবে।
দেশে অপরাধ হবে এটা স্বাভাবিক কিন্তু সরকার ন্যায় বিচার করছেনা,
মাতৃ গর্বে সুরাইয়া গুলিবিদ্ধ হলে আসামীকে ক্রস ফায়ার দিলে ও,
মাতৃগর্বে থেকে লাথি দিয়ে গর্বপাত মৃত বাচ্চা প্রসব,তুলসী রানীর জীবন হুমকির মুখে পড়লেও,
প্রশাসন মামলাই নিতে চায় নি,
সুরাইয়ার ঘটনা ছিল দুর্ঘটনাবশত অথচ ফেনীর তুলসী রানীর ঘটনা ইচ্ছাকৃত,অথচ তিনি মাতৃত্বের খমতা হারিয়ে পেলেন।
অপরাধ তারা হিন্দু
না হয় এতো তফাৎ কেন,
বাংলাদেশের কোন সরকার হিন্দুদের জন্য
নিরাপদ নয়,
ব্যাবহার করছে পরে ছুড়ে ফেলে দিবে।
লোক শ্রুতি,
একদিন মাহাদেব এক জলার ধারে ত্রিশূল উল্টো
করে ধরে দাড়িয়ে বিশ্রাম নিচ্ছিলেন । ত্রিশুল টি
ব্যাঙ্গের পিঠে গেঁথে যায় । ব্যাঙ কোন শব্দ
করেনি ।মহাদেব যখন খেয়াল করলেন তখন
ব্যাঙকে জিজ্ঞেস করলো ' তুমি কিছু বললে না
কেন আমায় ?'মহাদেব খুব অনুতপ্ত হলেন ।
তখন ব্যাঙ বলল যখন অন্যেরা কষ্ট দেয় তখন বলি
ভগবান রক্ষা কর । কিন্তু ভগবান যখন নিজেই কষ্ট
দেয় তখন কাকে ডাকবো?
আমাদের আজ আস্থার জায়গাটুকু নেই।
©somewhere in net ltd.