নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সব দিক দিয়ে সাধারণ মানুষ\n

কাকন মজুমদার

কাকন মজুমদার › বিস্তারিত পোস্টঃ

তোরা বেহেস্থে যাবি যা ,দেশটা নরক বানানের কি দরকার

০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৫:২৬

জঙ্গীবাদ বর্তমান পৃথীবির প্রধান সমস্যা এতে কোন সন্দেহ নেই###এ যাবত কালের সবচেয়ে ভয়াবহ শক্তিশালী জঙ্গি সংঘটন isis###তারা পৃথীবি জুড়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্যে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিচ্ছেন হত্যা করছেন নিরপরাধ সাধারণ মানুষকে###জঙ্গীবাদ বেহেস্তে যাবার এক ভয়াবহ বিকৃত লোভ তারা মনে করেন যদি এভাবে আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করেন এটা শহীদি সম্মানের মৃত্যু তাদের জন্যে বেহেস্ত নিশ্চিত যা একজন মানুষ সারজীবন ধর্ম পালন করেও নিশ্চয়তা নেই সেখানে এটা সহজ লোভনীয় সুযোগও বটে এক্ষেত্রে তারা শিকার হয় ব্রেইনওয়াশের সমাজে উচ্চশিক্ষিত ধনী পরিবারে আধুনিক জীবন যাপন করা তরুনরা পর্যন্ত এ মগজধোলাই এর শিকার###গত কয়েক বছরে জঙ্গী হামলার সংশ্লিষ্টরা বেশীর ভাগই উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তান ভালো ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহলে এই ভায়বহ পথে তারা কেন কিভাবে প্রবেশ করেন,###জঙ্গীরা সভ্য সমাজে একটা ঘৃনিত পশু ওদের মাঝে বেহেস্তের হুরের বাসনা সেক্স আর সেক্স ওরা নিজেদের পরিবার থেকেও বিছিন্ন থাকে,###না হয় আধুনিক জীবন যাপন করা ছেলে মেয়েরা জঙ্গীবাদের দিকে ঝুক্রচে ঝুকছে অবাধ যৌন চাহিদা ৭২ হুর মরার পরের বিলাশী কাল্পনিক জীবন, তার জন্যে মানুষ মারতেও সামন্যতম সংকোচবোধ হয়না জানোয়ারের বাচ্ছাদের,,জানোয়ার

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের পরিবারের সদস্যদের প্রতি আরো অনেক বেশী সতর্ক থাকতে হবে

২| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০১

নীলাকাশ ২০১৬ বলেছেন: বেহেস্তে যাওয়া ওদের টার্গেট না, দেশকে নরক বানানোটাই ওদের উদ্দেশ্য।

৩| ০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৩

চিন্তিত নিরন্তর বলেছেন: সন্ত্রাসীকেকে বোঝানো যায়, কিন্তু জংি কে বোঝানো যায়না, কারন ওরা মাতাল। মরার নেশায় পেয়েছে। কেন মরছে সেটাই ওরা যানেনা। মাঝে আমাদেরকে নিয়ে মারছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.