নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাকঁন

আমি যে শুদুই আমি

কাকঁন › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় ভাই-বোনদের অনেক ভালোবাসি...

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:১৫





আমার বুবুমনি আমার মায়ের মতোন। আমার বুবুমনির সারাদিন এক চিন্তা ছোট বড় ভাই-বোনেরা কেমন আছে? ভাই-বোনরা সবাই নিজ নিজ সংসার নিয়ে সুখী আছে তার পরও...বুবুমনির চিন্তার শেষ নাই।

সব সময় আমাদের ছোট বড় সব কিছু নিয়ে চিন্তা। আমাদের কিছু হলে এটা নিয়ে বুকে ব্যথা। আমাদের খুশিতে বুবুমনির আনন্দের সীমা নাই। আমি যখন প্রথম রান্না শিখি বুবুমনি সবাইকে বলে বেড়াইছিল...আমি রান্না জানি। মনে হয়েছিল যেন ৫-৬ বছরের মেয়ে রান্না শিখেছে। ছোট বড় ভাই-বোনরা সবার রাগ-অভিমান সব কিছু বুবুমনির সাথে। আমাদের একটু মন খারাপ হলে কল দেই বুবুমনিকে। বুবুমনি কি সুন্দর হাসি হাসি কথা বলে আমাদেরকে বুঝায়। ভাই-বোনদের প্রতি বুবুমনির এত ভালবাসা। তাদেরকে নিয়ে কত রকমের স্বপ্ন দেখা সব সময় ভাই-বোনদের এটা ওটা চাওয়া গুলো পুরন করা। এখনো আমাদেরকে ভালো-মন্দ বুঝায়। সবাই বলি বুবুমনি আমরা এখন আর ছোট না। বুবুমনি রাগ করে বলে বড় হয়েছো কিন্তু বুঝতো বড় হয়না।

আমার বিয়ের পর প্রথম যখন বুবুমনি আমার শুশুর বাড়ী আমাকে দেখতে আসে তখন বুবুমনি আমার গলায় জরিয়ে ধরে কি কান্না। মনে মনে আমি অবাক কি হল...? বুবুমনি কাদঁছে কেন..? মা বাবা ভালতো...? কোন খারাপ কিছু হয়নি তো...? বুবুমনি এমন করে কাদঁছে কেন...? অনেক কেন নিয়ে প্রশ্ন আসছে মনে কিন্তু বুবুমনিকে ও জিজ্ঞাস করতে পারছিনা...দূর বুবুমনি কি ভাববে। কোনদিন জিজ্ঞাসও করিনি কেন কেদেঁছিলে ? তবে আমি জেনে গেছি আমার ছোট বোনের যখন বিয়ে হল। ছোট ভাই-বোনদের বিয়ে দেওয়া কি যে কষ্ট বিয়ের আলাপ শুরু হবার পর থেকেই ওদেরকে নিয়ে চিন্তা মনে হয় ওরা বাচ্ছা ওরা কি বুঝবে।

আমার বুবুমনির ভালোবাসা। আমার ভাই-বোনদের ভালোবাসা ......ওদের ভালোবাসার কথা আমি লিখে শেষ করতে পারবনা। আমার ভাই-বোনরা আমার প্রিয় বন্ধু।

যখন যা ইচ্ছে বলতে পারি

যখন যা ইচ্ছে চাইতে পারি

যখন যতো ইচ্ছে রাগতে পারি

যখন যতো ইচ্ছে হাসতে পারি

আমার প্রিয় ভাই-বোনদের অনেক ভালোবাসি।































মন্তব্য ৮২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:২৯

তিতাস একটি নদীর নাম বলেছেন: ভালোবাসার কথা আমি লিখে শেষ করতে পারবনা। আমার ভাই-বোনরা আমার প্রিয় বন্ধু।
যখন যা ইচ্ছে বলতে পারি
যখন যা ইচ্ছে চাইতে পারি
যখন যতো ইচ্ছে রাগতে পারি
যখন যতো ইচ্ছে হাসতে পারি
আমার প্রিয় ভাই-বোনদের অনেক ভালোবাসি

ভাল লেগেছে। আমারো প্রিয় সবাই।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৯

কাকঁন বলেছেন:
ধন্যবাদ আপনাকে:)

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৪৩

অন্তরন্তর বলেছেন: এমন একটা টপিকস নিয়ে লিখেলন যে ইমোশনাল হয়ে গেলাম। আপনার মত সবাই তার ভাই বোনদের ভালবাসুক এই কামনা করি। নিজের কথা বলতে চেয়েছিলাম কিন্তু পারলাম না লিখতে। ভাল থাকুন অনেক অনেক।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২২

কাকঁন বলেছেন:
হুম...ভাই বোনদের ভালবাসা:)
নিজের কথা লিখতে চেয়েছিলেন কিন্তু লিখেনি...কেন?
তাড়িতাড়ি লিখেন:)

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:০২

শিশিরের শব্দ বলেছেন: Amar vai boner katha mone pore gelo..Oderke onek onek valobashi :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৬

কাকঁন বলেছেন:
আমি ও আমার ভাই বোনদের কে ভালবাসি।
ভাই বোনের ভালবাসা অন্যরকম:)

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০৭

ত্রাতুল বলেছেন: :)

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৭

কাকঁন বলেছেন: /:)

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৩৯

ঈষাম বলেছেন: হুম ++

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৮

কাকঁন বলেছেন: :)

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৪৩

তানভীরসজিব বলেছেন: খুব ভালো লাগলা আবেগে ভরা পুরোটা লেখা ।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৩৭

কাকঁন বলেছেন:
আপনার ভালো লাগলো শুনে আমার ভাল লাগলো:)

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:১২

ভিয়েনাস বলেছেন: অটুট থাকুক এই ভালোবাসা...

০১ লা মার্চ, ২০১২ ভোর ৪:১০

কাকঁন বলেছেন:
হুম....:)

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২০

অনাহূত বলেছেন:

ভাই-বোনদের প্রতি এত আবেগনিয়ে একটা লেখা পড়ে সত্যিই ভাল লাগলো। এই আবেগ অম্লান থাকুক আজীবন।

০১ লা মার্চ, ২০১২ ভোর ৪:১২

কাকঁন বলেছেন:
ধন্যবাদ আপনাকে:)

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৭

নিমা বলেছেন: বড় ভাই বোনরা মনে হয় এমনি হয়
আমার কিছু হলে আমার আপুদের চিন্তা দেখে আমি চিন্তায় পরে যাই:(
সবাই দুঃচিন্তা করলে ও মাঝে মাঝে ভিতরে ভিতরে করে
আমাকে দেখায় না
কিন্ত ছোট আপুর হইচই চিন্তা দেখে আমি ভয় পেয়ে যাই মাঝে মাঝে!! হায় হায় কিছু যদি হয় তাহলে এই মেয়ে কি করবে
তবে মজাই লাগে আমার :) কোন কিছুর ভাবনা আমার করতে হয়না ওরাই করে ফেলে
দেখা যায় ভাবনা আমার অতচ আমি অনেক ফুর্তিতে আছি আর ওরা চিন্তা করতে করতে বুকে ব্যাথা ধরিয়ে ফেলছে ;)
হিঃহিঃ আল্লাহ কে ধন্যবাদ জানাই আমার কোন ছোট ভাই বোন নাই B-) B-) B-) :P :P

০১ লা মার্চ, ২০১২ ভোর ৪:২৯

কাকঁন বলেছেন:
আল্লাহ কে ধন্যবাদ জানাই আমাকে ছোট ভাই বোন দিয়েছেন কারন...
আমি আমার ছোট ভাই বোনদের কে সব সময় দমক দিতে পারি :P :P

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

বড় বিলাই বলেছেন: ভাই-বোনের এই ভালোবাসায় কেউ কোনদিন ভাগ বসাতে পারবে না। :)

০২ রা মার্চ, ২০১২ রাত ১:৪৩

কাকঁন বলেছেন:
হুম....ভাই বোনদের ভালবাসার কথা কি বলি:)

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৭

রেজোওয়ানা বলেছেন: নি:স্বার্থ চিরন্তন এক ভালবাসা ......

০২ রা মার্চ, ২০১২ রাত ১:৪৬

কাকঁন বলেছেন:

নি:স্বার্থ চিরন্তন এক ভালবাসা :)

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৮

আকাশ মামুন বলেছেন: অগ্রজ আর অনুজের প্রতি ভালবাসা জায়গাটা সবার জন্যই এমন হয় বুঝি

০২ রা মার্চ, ২০১২ রাত ৩:২২

কাকঁন বলেছেন:
ভালবাসা এমনি হয়:)

১৩| ০১ লা মার্চ, ২০১২ রাত ১:৫১

জোবায়ের নিয়ন বলেছেন: প্রিয় মানুষদের প্রতি ভালোবাসা লিখে প্রকাশ করা যায় না।

এই ভালোবাসা চিরন্তন বয়ে যাক হৃদয়ে,এই কামনাই রইলো।

০২ রা মার্চ, ২০১২ রাত ৩:২২

কাকঁন বলেছেন:
ধন্যবাদ আপনাকে:)

১৪| ০১ লা মার্চ, ২০১২ রাত ৩:০৮

ফারজুল আরেফিন বলেছেন: ভাললাগার কথা আমি লিখে শেষ করতে পারবনা। /:)

+++++

০২ রা মার্চ, ২০১২ রাত ৩:২৩

কাকঁন বলেছেন:
:)

১৫| ০১ লা মার্চ, ২০১২ ভোর ৫:১৮

শোশমিতা বলেছেন: অনুভূতির প্রকাশ অনেক সুন্দর হয়েছে আপু।
আপু তোমার বুবুমনির মতো আমার একটা ছোট বোন আছে, সারাক্ষন সে চিন্তা করতেই থাকে সবাই কে নিয়ে।চিন্তা করতে করতে ওর মাথা গরম হয়ে যায়।ওর এসব দেখে আমরা মাঝে মাঝে খুব রাগ করি ওর সাথে, আবার মাঝে মাঝে অনেক হাসি পায়, কিন্তু অবাক হই ওর ভালোবাসা দেখে।
আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এই কারনে, মায়া-মমতায় ভরা আর বন্ধুর মতো আমাদের ভাই-বোনদের সম্পর্ক।বিপদে, আপদে, সুখে, দুঃখে একজন আরেক জনের সাথে সব কিছু শেয়ার করতে পারি।
ভাই বোনের সম্পর্ক আসলেই অন্যরকম। মায়া-মমতায় ভরা আর বন্ধুর মতো ভাই ,বোনদের সম্পর্ক।
ভাই বোনের সম্পর্ক ভালোবাসায় আর উচ্ছল খুনসুটিতে ভরপুর থাকুক সারা জীবন।

০২ রা মার্চ, ২০১২ ভোর ৬:৩২

কাকঁন বলেছেন:
আমি ও নিজেকে খুব ভাগ্যবান মনে করি,

বিপদে, আপদে, সুখে, দুঃখে একজন আরেক জনের সাথে সব কিছু শেয়ার করতে পারি আমরা ও।

মায়া-মমতায় ভরা আর বন্ধুর মতো আমাদের ও ভাই-বোনদের সম্পর্ক।

ভাই বোনের সম্পর্ক আসলেই অন্যরকম।


ধন্যবাদ জিলাপি আপু:)

১৬| ০২ রা মার্চ, ২০১২ ভোর ৫:৩৫

টানজিমা বলেছেন: আমাকে নিয়ে কেউ অহেতুক চিন্তা করলে আমার যথেষ্ট বিরক্ত লাগে। X((

০২ রা মার্চ, ২০১২ ভোর ৬:৩৩

কাকঁন বলেছেন:
আমার খুব ভালো লাগে হি হি হি:)

১৭| ০২ রা মার্চ, ২০১২ বিকাল ৩:৫৭

amenakhatun বলেছেন: ভাল লাগল অনেক।

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

কাকঁন বলেছেন:
অনেক ধন্যবাদ:)

১৮| ০৩ রা মার্চ, ২০১২ রাত ২:৫৬

টানজিমা বলেছেন: এই জন্যেই তুমাকে নিয়ে আমার এত চিন্তা নানি... :P

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০২

কাকঁন বলেছেন:
ভাল চিন্তা করা ভাল...আমার জন্য বেশি বেশি চিন্তা কর নানাজি:)

১৯| ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৩:২৩

সায়েম মুন বলেছেন: আপনার ভাই-বোন এবং আপনার জন্য অনেক শুভকামনা।

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৩

কাকঁন বলেছেন:
ধন্যবাদ:)

২০| ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৫:৩১

আবু সালেহ বলেছেন: যখন যা ইচ্ছে বলতে পারি
যখন যা ইচ্ছে চাইতে পারি
যখন যতো ইচ্ছে রাগতে পারি
যখন যতো ইচ্ছে হাসতে পারি
আমার প্রিয় ভাই-বোনদের অনেক ভালোবাসি।.....

এভাবেই থাকুক....জীবন চলুক....

০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৪

কাকঁন বলেছেন:
এভাবেই থাকুক....জীবন চলুক....দোয়া করবেন:)

২১| ০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১৮

নীল-দর্পণ বলেছেন: ভাই-বোনদের ভালবাসা....অন্যরকম একটা কিছু....

সারাদিন ভাইয়া বাসায় থাকে না, রাতে ১০টার পরে ফিরে তারপরও শান্তি। কিন্তু কয়েকদিনের জন্যে কোথাও গেলে মনে হয় কি জেনো নাই...ফাকা লাগে সব

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১২:৩২

কাকঁন বলেছেন:
প্রতি সপ্তাহে শনি বা রবিবার ভাইয়াদের গরে যাই,
এক সপ্তাহ যদি না যাই এইতো ভাইয়া রাগ করে বসবে:)

হুম.... ভাই-বোনদের ভালবাসা....অন্যরকম একটা কিছু....

২২| ০৩ রা মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

টানজিমা বলেছেন: আহারে... :(( :((

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১২:৩৪

কাকঁন বলেছেন: নানাজি :-B

২৩| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১:১৬

ইসরা০০৭ বলেছেন: আমার ভাই-বোন আমার প্রিয় বন্ধু।
যখন যা ইচ্ছে বলতে পারি
যখন যা ইচ্ছে চাইতে পারি
যখন যতো ইচ্ছে রাগতে পারি
যখন যতো ইচ্ছে হাসতে পারি
আমার প্রিয় ভাই-বোনদের অনেক ভালোবাসি।

আপু তোমার লেখায় মন ছোঁয়ে গেল। সুন্দর অনুভূতি। অনেকগুলো প্লাস।

আমার ভাই-বোন আমার কাছে পৃথিবীর সেরা। আমার বুঝ হওয়ার পর থেকে মনে হয় পাখী যেমন তার ছানাগুলোকে আগলে রেখে তেমনি আমিও রেখে দেই। কখনও যেন কোন কষ্ট ওদের ছোঁতে না পারে। ভাই-বোনের কষ্ট দেখলে মনে হয় যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসে। ওদের সাথে আমার দেখা হয় তিন,ছয় কি বছর ক্ষানেক পর পর। তবুও মনে হয় ওরা সারাক্ষন আমায় ঘিরে আছে।

সত্যি ভাই বোনের সম্পর্ক আসলেই অন্যরকম। যাদের ভাই-বোন নাই একা ওদের জন্য আমার কষ্ট হয়। না জানি ওদের কি রকম কষ্ট।:(

সবার ভাই-বোনের সম্পর্ক ভালোবাসায় আর উচ্ছল খুনসুটিতে ভরপুর থাকুক সারা জীবন।

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ২:৪৭

কাকঁন বলেছেন:

হুম... ভাই বোনের সম্পর্ক আসলেই অন্যরকম।
মায়া-মমতায় ভরা আর বন্ধুর মতো ভাই বোনদের সম্পর্ক।

ইসকা আপু অনেক ধন্যবাদ:)

২৪| ০৪ ঠা মার্চ, ২০১২ রাত ৯:৫০

শায়মা বলেছেন: ভাইবোনদের ভালোবাসার তো তুলনা হয়না.....

বিশেষ করে ছোটবেলায় .....

০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৪

কাকঁন বলেছেন:
হুম..... ভাই বোনদের ভালোবাসা তুলনা হয়না।

২৫| ০৫ ই মার্চ, ২০১২ ভোর ৬:৩৮

নিশাচর ভবঘুরে বলেছেন: ভাই-বোনের ভালোবাসা ভাবী-দুলাভাইরা দখল করে নেয় :(

তবে, ভালোবাসা কখনো হারায়না :)

০৫ ই মার্চ, ২০১২ রাত ১১:১২

কাকঁন বলেছেন: আমার ভাবী-দুলাভাইরা ও আমার ভাই-বোনদের মতো।
প্রতি সপ্তাহে শনি বা রবিবার ভাইয়াদের গরে যাই কিন্তু আমার ভাবীর ভালবাসা কি বলি....বেশি বেশি ভালবাসা,মাজে মাজে রাগ কেরে ভাবীকে বলি আর আসবনা তোমাদের গরে,বেশি বেশি কিছু ভালো লাগেনা।

২৬| ০৭ ই মার্চ, ২০১২ দুপুর ২:২৩

~মাইনাচ~ বলেছেন: বুবুমনি আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো

০৭ ই মার্চ, ২০১২ বিকাল ৩:০৮

কাকঁন বলেছেন:
ধন্যবাদ আপনাকে :)

২৭| ০৮ ই মার্চ, ২০১২ রাত ৩:৫৮

ঘুমকাতুর বলেছেন: ভাল লেগেছে চাচী

১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৩৮

কাকঁন বলেছেন: ধন্যবাদ চাচাজী

২৮| ০৮ ই মার্চ, ২০১২ ভোর ৪:১২

কামরুল হাসান শািহ বলেছেন: এধরনের পোষ্টে আমার মন খারাপ হয় কেন আমার একটা বড় বোন নাই। তারপর মনরে শান্তনা দেই, থাকলে তো দূরে থাকার কষ্টও থাকতো।

আপনার ভাই বোন ও শশুর বাড়ির মানুষদের নিয়ে আপনার ভাবনা আমার ভালো লাগা। সারা জীবন এমনই থাকেন সে দোয়া রইলো

১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৪৬

কাকঁন বলেছেন:
হুম...নিজ নিজ মনে শান্তনা দেয়া ভালো:)

ধন্যবাদ আপনাকে।

২৯| ১০ ই মার্চ, ২০১২ রাত ৮:৪৮

নাআমি বলেছেন: ভাই-বোনদের নিয়ে অনেক সুন্দর করে লিখেছ, মনটা ছুঁয়ে গেল......এবার দেশে সবাই একসাথে হয়েছিলাম, বার বার সে দিন গুলির কথা মনে হলো........আমিও অনেক ভালবাসি আমার ভাই বোনদের.......।

ভাল থাক, সুন্দর থাক.....।

১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৫

কাকঁন বলেছেন:
আপু
আমরা প্রতি সপ্তাহে শনি বা রবিবার ভাই-বোন সবাই এক হই,
তখন কি যে ভালো লাগে...।

ভাই-বোনদের ভালবাসা:)

৩০| ১১ ই মার্চ, ২০১২ রাত ১২:২৯

সৈয়দ নাসের বলেছেন: ভালোলাগা রইলো কাঁকন । কেমন আছেন ? শুভেচ্ছা

১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৭

কাকঁন বলেছেন:
ধন্যবাদ ভাইয়া
আমি ভালো:)
আপনি?

৩১| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনার ভাইবোন এবং আপনার প্রতি রইল অনেক অনেক ভালবাসা

১১ ই মার্চ, ২০১২ রাত ৯:৫৮

কাকঁন বলেছেন:
ধন্যবাদ আপনাকে অনেক অনেক:)

৩২| ১১ ই মার্চ, ২০১২ রাত ১০:৪১

আকাশটালাল বলেছেন: আপু, কেমন আছো? নম্বর বন্ধ নাকি তোমার :(

১১ ই মার্চ, ২০১২ রাত ১১:৪৪

কাকঁন বলেছেন:
হুম....ভালো আছি লাল ভাইয়া,
তুমি কেমন?

৩৩| ১২ ই মার্চ, ২০১২ দুপুর ১২:২৫

লেখোয়াড় বলেছেন:
নতুন লেকা দিন। কাঁকন।

১৩ ই মার্চ, ২০১২ রাত ১২:১৪

কাকঁন বলেছেন: আচ্ছা।

৩৪| ১৯ শে মার্চ, ২০১২ ভোর ৫:১৯

আবদুর রহমান (রোমাস) বলেছেন: নি:স্বার্থ ভালবাসা ভাইবোনদের কাছ থেকেই পাওয়া যায়।

২০ শে মার্চ, ২০১২ রাত ২:৫০

কাকঁন বলেছেন:
নি:স্বার্থ ভালবাসা ভাইবোনদের কাছ থেকেই পাওয়া যায়।

৩৫| ১৯ শে মার্চ, ২০১২ ভোর ৫:৪১

চাঙ্কু বলেছেন: আইচ্ছা :)

২০ শে মার্চ, ২০১২ রাত ২:৫২

কাকঁন বলেছেন: আইচ্ছা কি দেবর মিয়া #:-S

৩৬| ২০ শে মার্চ, ২০১২ রাত ৩:০১

রাতুল_শাহ বলেছেন: আমার প্রিয় ছোট ভাই-বোনদের অনেক ভালোবাসি ,

আর ছোট বোন সেই সুযোগে আমাকে আচ্ছা মত শাসন করে।

ভালই লাগে।

২২ শে মার্চ, ২০১২ রাত ৩:১৬

কাকঁন বলেছেন:
ছোট বোন সেই সুযোগে আমাকে আচ্ছা মত শাসন করে....
আমার ছোট বোনটা ও এমন:)
হুম...ভালই লাগে।

৩৭| ৩১ শে মার্চ, ২০১২ ভোর ৪:০১

সৈয়দ নাসের বলেছেন: কি খবর কাঁকন কেমন আছেন ? শুভেচ্ছা রইলো ।

২৮ শে এপ্রিল, ২০১২ রাত ৩:০৬

কাকঁন বলেছেন:
ভালো আছি :)
আপনি কেমন?
ধন্যবাদ আপনাকে।

৩৮| ০২ রা এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৬

সু-হৃদি বলেছেন: আমার প্রথম পোষ্টের প্রথম মন্তব্য টি ছিল আপনার , মন্তব্য করার সুযোগ পেয়েছি তাই আমার প্রথম মন্তব্য টি ও আপনার পোষ্টে । ধন্যবাদ ।

২৮ শে এপ্রিল, ২০১২ রাত ৩:০৮

কাকঁন বলেছেন:
আচ্ছা :)
ধন্যবাদ আপনাকে।

৩৯| ০৭ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:১২

আকাশটালাল বলেছেন: আমি যে শুদুই আমি

শুধু বানানটা যেটা লিখছেন, ওটা কি সিলেটি বানান নাকি!!!!

১৩ ই মে, ২০১২ বিকাল ৪:৩৪

কাকঁন বলেছেন: লাল ভাইয়া বানানটা শুদু লিখি আর শুধু লিখি,তোমার বোঝার দরকার আসল কথা হলো তুমিতো বোঝতে পেরেছ

৪০| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ৮:০৪

ইহতিশাম আহমদ বলেছেন: নবীন লেখক সমাবেশ ২০১২-তে পুস্তক প্রর্দশনী ও বিক্রয়ের জন্যে যোগাযোগের আহবান

১৩ ই মে, ২০১২ বিকাল ৪:৩৪

কাকঁন বলেছেন: :)

৪১| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০১

অরুদ্ধ সকাল বলেছেন:
সুন্দরম তব কথা

১৩ ই মে, ২০১২ বিকাল ৪:৩৫

কাকঁন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.