নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিক\'টা কালা, মন\'টা ধলা !!

কালা মনের ধলা মানুষ

জীবন এত ছোট ক্যানে...

কালা মনের ধলা মানুষ › বিস্তারিত পোস্টঃ

বই রিভিউ : মিনিমালিস্ট - মাশুদুল হক : ইতিহাস আর থ্রিলারের এক অবিশ্বাস্য অভিযাত্রা

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯



মিনিমালিস্ট
মাশুদুল হক

শুধু একটা দীর্ঘ ঈ কার' এর জন্য এই বইয়ের নায়ক হতে পারলাম না৷ ভেন্ট্রিলোকুইস্টে সে ছিল "রুমী", এর সিক্যুয়েল মিনিমালিস্টে হয়ে গেল "রুমি" !! এ কেমন বিচার? আমার নামের সাথে নায়কের নাম বানান শুদ্ধু মিলে যাওয়ায় ভেন্ট্রিলোকুইস্ট যেমন নায়ক নায়ক ভাব নিয়ে পড়েছি, এই বইয়ে সেই ভাব পুরাপুরি আসলো না !! একটু মারুফ টাইপ এসিসট্যান্ট মনে হচ্ছিল নিজেকে৷

যাই হোক, বইটা শেষ করলাম৷ অন্তরের পরিতৃপ্তির আবেশটা মুখে মুচকি হাসি হয়ে ঝুলে আছে৷ একটা অসাধারন মুভি দেখলে বা একটা দারুন বই শেষ করার পর মনের মধ্যে যে একটা তৃপ্তি অনুভূত হয়, তার কি কোন তুলনা আছে? এই বইটা সেই অনুভূতিটাই ইঞ্জেক্ট করেছে প্রতিটা অক্ষর আর শব্দ দিয়ে৷ লেখককে অনেক ধন্যবাদ৷

ভেন্ট্রিলোকুইস্ট লেখকের প্রথম উপন্যাস ছিল৷ বইটা ভাল হলেও কিছুটা ইম্যাচুরিটি ছিল, মানে আমি ফিল করেছি আর কি ! দ্বিতীয় বই মিনিমালিস্টে লেখক যে ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন তা একেবারে ঈর্ষণীয় ! প্রায় আঠার মত আটকে রাখার মত লেখা৷ এ সময় আমি অন্য কোন রিডিং ম্যাটেরিয়ালেই মনযোগ দিতে পারিনি৷

জিনানের ডায়রী যখন পড়ছিলাম, তখন তো মাথাতেই ছিল না আমি একটা উপন্যাসের মাঝে আছি৷ মনে হচ্ছিল ওপার বাংলার কোন তরুণীর নিজস্ব ঢং এ তার প্রেমে পড়ার গল্প পড়ছি!

স্কুলের বোরিং ইতিহাস বইয়ে সম্রাট আকবরের মোবাইল নাম্বার (জন্মসাল-মৃত্যুসাল) মুখস্ত করার চে বোরিং কাহিনী কি আর কিছু ছিল? মনে হয় না৷ অথচ মিনিমালিস্ট বইটিকে যদি থ্রিলার জনরা বাদে একটা প্রামান্য ইতিহাস বই বলি তাহলে কি ভুল বলা হবে? আর এই ইতিহাস বই'ই কি গোগ্রাসেই না গিললাম !

ঢাবি এলাকার শিখ উপাসনালয় গুরুদুয়ারা থেকে যে ইতিহাসের পরিক্রমা শুরু, তা পাঠককে মোহচ্ছন্ন করে নিয়ে ঘুরে বেড়িয়েছে অমৃতসর, পঞ্চ নদীর পাঞ্জাব, জালিয়নওয়ালাবাগ, রাণীমাতার দেশ ব্রিটেন৷ সেখান থেকে পাঠক আবার নিজেকে আবিষ্কার করেছে ভূ স্বর্গ কাশ্মীরে, লাদাখের প্রত্যন্ত বৌদ্ধ মঠে, কিম্বা কোন এক মহান সাধুর আশ্রমে৷

এই বইটি - একটি ধর্মের উত্থান, তারপর সেই ধর্মের অনুসারি জাতির সংগ্রাম, ত্যাগ আর বঞ্চনার ইতিহাস, অথবা একটি দর্শনের জন্ম আর তার আগ্রাসী বিবর্তনের ইতিহাস৷

কিম্বা বইটি - দুটি মহামূল্যবান রত্নের উপাখ্যান; যারা সাক্ষী মানব ইতিহাসের হাজার বছরের গৌরবের, যুদ্ধের, আত্ম অহংকারের, লুটতরাজের আর রক্তলীলার৷

অথবা বইটি ইঙ্গিত দেয় - এক মহামানবের অবিশ্বাস্য ঐতিহাসিক ভ্রমনের, এক অত্যাশ্চর্য সমাধির আর স্রষ্টার মহান এক দূতের তার জাতিকে নিয়ে এক অবিস্মরণীয় মহাযাত্রার গল্পের দিকে৷

প্রবল বিস্ময়ে একের পর এক পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে গিয়েছি আর আমার সামনে খুলে গিয়েছে এক অবিশ্বাস্য ইতিহাসের দরজা৷ এক বিস্ময়কর রোমাঞ্চকর অভিজ্ঞতা !!

তাই মিনিমালিস্ট উপন্যাসটি পড়া আমার জন্য ছিল খুব আনন্দময় একটা অভিযাত্রা৷ লেখককে হ্যাটস অফ৷

এবার কিছু স্পয়লার সমৃদ্ধ সমালোচনা৷ বইটি নিখুত নয়৷ বিশাল আকারের কিছু প্লট হোল বেশ পেইনদায়ক৷

আতিক সাহেবের তিন স্তরের নিরাপত্তা বিশিষ্ট এ আর ভবন কিম্বা রুমির ভাষায় ফোর্টে নওরোজ এত সহজেই ঢুকে পেন্ট হাউস পর্যন্ত পৌছে গেলে আর দূর্গ কিভাবে হল?

জিনানের ঘরে রাহুলের ঠিকানা খুজে পাওয়া যাবেই৷ কারন একটি মেয়ে নাকি অতি অবশ্যই তার স্বামীর ঠিকানা কোথাও লিখে রাখে! এই ফ্যাক্টটি জানার পর আমিও গোপনে নিজের বাসায় তল্লাশী চালালাম আমার বউ আমার ঠিকানা লিখে রেখেছে কিনা দেখার জন্য ! দু:খের বিষয়, পেলাম না! আমার বউ আমাকে আর ভালবাসে না...হায়..

ট্যাভারনিয়ের তার বইয়ে যে হীরার কথা বলেছিলেন তা কোহিনূর ছিলনা, তাহলে তিনি আবার কোহিনূরের অভিশাপের কথা কিভাবে বল্লেন?

জার্নাইল সিং এর ভেতর যে ডাল মে কুছ ব্ল্যাক হ্যায় - তা সঞ্জীব এর মত এক ছোকরা পয়েন্ট আউট করার আগে এত বড় বড় বুজুর্গ্ রা কেউ কিছু বল্লেন না?
হাজার হাজার অস্ত্রধারি খালিস্তানের শিখ প্রহরী, সীমান্তে ভারতীয় সেনাবাহিনী, বিদ্রোহী রাষ্ট্রের জন্ম, নিউক্লিয়ার ওয়ারহেড, গোলাগুলি, খুন - এত এত ক্যাওস ! এরমধ্যে তত্ব আর দর্শন কপচাতে কপচাতে নির্বিকার রুমি মারুফ স্বর্ণমন্দির থেকে বেরিয়ে গেল !!

এইসব বিক্ষিপ্ত ছোটবড় ত্রুটি বিচ্যুতি নিয়েই মিনিমালিস্ট একটি অনন্য সাধারন থ্রিলার উপন্যাস৷ অন্তত আমার পড়া অন্যতম সেরা৷ আমি মুগ্ধ চিকিতসক লেখকের পড়ার ব্যাপ্তিতে আর তার পরিশ্রমের ব্যাপকতায়৷ এর যতসামান্য মূল্য দিতে হলেও বইটি পাঠকদের কিনতে হবে৷

প্রায় বইয়ের সমান (!) প্রতিক্রিয়া লিখে বিরক্ত করায় যারপরনাই (শুধু আপন আছে) টাইপ দু:খিত৷ ধন্যবাদ৷

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: রিভিউ ভালো হয়েছে :)
বইটা পড়ব।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ. পড়ার পর মতামতের অপেক্ষায় থাকবো.

২| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাস আর থ্রিলারের এক অবিশ্বাস্য অভিযাত্রা
............................................... ইতিহাস থেকেই থ্রিলারের সৃষ্টি,
কোন লিন্ক পেলাম না ।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১

কালা মনের ধলা মানুষ বলেছেন: লিংক তো দেই নাই, পাবেন কেমনে?

৩| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

আকতার আর হোসাইন বলেছেন: বেশ ভালো লেগেছে। লিস্টে আছে। পড়বো এক সময় বইটা।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই. পড়ার পর জানাবেন কেমন লাগল..

৪| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার রিভিউ হইছে রুমী!
আমার সত্যি' ই বইটা পড়তে ইচ্ছে করছে ।

বাঈ দ্যা ওয়ে বহুদিন পর পর হলে ও পরিচিত মুখ আনন্দ দেয় :)

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু. আপনার প্রশংসা সব সময়ই স্পেশাল.
বইটা পড়ে ফেলেন. ভাল লাগবে আশা করি, যদি থ্র্রিলার পছন্দ করেন.

৫| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ব্লগে বুক রিভিউ আমাকে শান্তি দেয়।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: মুভি রিভিউ তো অনেক দিলাম, তাই একটু ভ্যারিয়েশন আনার ট্রাই করলাম ভাই !! হাহাহা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.