নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কনফেশন্স
কানায়ে মিনাতো
অনুবাদ - কৌশিক জামান
(স্পয়লার সমৃদ্ধ পাঠ পরবর্তী প্রতিক্রিয়া !!)
নাক বোচা কিন্তু মাথা উচা জাপানিদের সাথে অনেকেরই কাজের অভিজ্ঞতা আছে৷ তারা কি পরিমান সময়ানুবর্তী, পরিশ্রমী, কোয়ালিটি বুভুক্ষু আর রোবোটিক তা অনেকেই জানে৷ হিরোশিমা নাগাসাকির আঘাতের পরও এমনি এমনিতে তো তারা বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়নি !!
তো এহেন নিখুত আর পরিশ্রমী জাতির মস্তিষ্কে থৃল জাগাতে হলে সেই পরিমাণ ডার্কনেস আর শক দরকার৷ চিরাচরিত থৃলে তাদের কাতুকুতু লাগতে পারে!
কনফেশন্স - আমার পড়া প্রথম জাপানী থ্রিলার৷ বইটা শেষ করার পরের অনুভূতি আর কোন কোরিয়ান রিভেঞ্জ থৃলার দেখার পরের অনুভূতি যেনো একই! ঝিম ধরে ভাবতে হচ্ছে, কি হোল ব্যাপার টা !!
জাপানের শিক্ষাব্যাবস্থাকে ধরা হয় বিশ্বের অন্যতম সঠিক গাইডেন্স সমৃদ্ধ শিক্ষাব্যাবস্থা৷ সেই দেশেরই প্রাইমারী লেভেলের শেষ পর্যায়ের একটা ক্লাসের ক্লাস টিচার আর কিছু বাচ্চাকাচ্চাদের নিয়ে আবর্তিত এই বইটার গল্প৷
খুব কিউট আর রূপকথার মত মজার গল্প হবে বলে মনে হচ্ছে, তাই না? আসলেই বইটা যেন কিউট লেভেলের ডার্ক আর রিভেঞ্জের রূপকথা!
ক্লাস টিচার সিঙ্গেল মাদার মরিগুচি আর তার আদরের একমাত্র মেয়ে, চার বছরের মানামি৷ মায়ের বেচে থাকার অবলম্বন৷ একদিন স্কুলের সুইমিং পুলে উপুর হয়ে ভাসতে দেখা গেল বাচ্চা মেয়েটির লাশ৷ কর্তৃপক্ষ দুর্ঘটনা বলে রায় দিলেও মায়ের মন বলে অন্যকথা৷ তিনি ঠিকই বুঝে ফেলেন, তার মেয়ে দুর্ঘটনায় হারিয়ে যায়নি, তাকে কেড়ে নেয়া হয়েছে! কে বা কারা এই নিষ্ঠুরতার জন্য দায়ী, তা বের করতেও সন্তানহারা মায়ের ডিটেক্টিভ হবার দরকার হয়নি৷
সন্তানসম ছাত্র ছাত্রীদের শিক্ষক সত্বা আর প্রতিশোধের নেশায় এক সন্তানহারা মাতৃসত্বা - মরিগুচির দ্বৈত সত্বা মুখোমুখি হয় একে অপরের৷ শেষ পর্যন্ত প্রতিশোধ স্পৃহা জয়ী হয়ে মরিগুচি প্ল্যান করেন দুই ছাত্রের উপর এক নির্মম প্রতিশোধের৷
গল্পটি শুরু হয় মরিগুচির কনফেশনের মধ্য দিয়ে৷
আর তারপর কনফেশন; এক সন্তানস্নেহে অন্ধ মায়ের, যে কোনকিছুতেই সন্তানের দোষ খুজে পায়না৷ এমনকি একটি শিশুকে খুনের পরেও যিনি তাকে আগলে রাখতে চান জীবন দিয়ে৷
কনফেশন; মায়ের প্রত্যাশার চাপ মেটাতে ব্যার্থ এক কিশোরের, যে একটু সফল হবার নেশায় জঘন্যতম এক অপরাধ করে ফেলতেও পিছপা হয়না৷
ক্যারিয়ারিস্ট মা যখন তার শিশু সন্তানকে ফেলে চলে যায় নিজকে প্রতিষ্ঠিত করতে - তখন সেই শিশুটির মনে যে শূণ্যতা আর হাহাকারের সৃষ্টি হয়, তা কি সেই মা কখনো অনুভব করতে পারে? এই কনফেশন, একবার মাত্র হলেও সেই মায়ের নজরে পড়ার, তার ভালবাসা ফিরে পাবার আশায় এক মেধাবী কিশোরের রোমহর্ষক পরিকল্পনার কনফেশন৷
এই বইটি মানুষের মনের গহীনতম এক অন্ধকার অধ্যায়ের কনফেশন, যে অধ্যায়টি লুকিয়ে থাকে ভালবাসার আড়ালে অথবা ভালবাসাহীনতার আড়ালে৷
২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: কিন্তু সময়ের অভাবে আর পড়তে পারেন না !! হাহাহা
ব্যস্ততা আমাকে দেয় না অবসর !!!
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আকর্ষক রিভিউ!
বই পাঠের আগ্রহ জন্মে দিল ।
+++
২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
কালা মনের ধলা মানুষ বলেছেন: রিভিউ পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই,
যদি পড়েন, তাহলে মতামত জানাবেন...
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
ৎঁৎঁৎঁ বলেছেন: এই কাহিনী অবলম্বনে মুভি থাকতে পারে কি? পড়ে মনে হল এরকম সিনেমা কখনো দেখেছি হয়তো।
বইটা পেলে পড়বো, আপনার রিভিউ পড়ে আগ্রহ হল।
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: https://www.imdb.com/title/tt1590089/
২০১০ সালের একই নাম এ একটা কোরিয়ান মুভি আছে।
দেখতে পারেন
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: রিভিউ পড়লে আমার বই পড়ার ইচ্ছা জাগে।