![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
([email protected]) B.Sc. in EEE from BUET আমার নামে ২০০০ আছে, কারণ, আমার জীবনের সেই সময়টাতেই আমার সর্বশেষ ভার্সন মুক্তি পায়। এরপরে আমার আর কোনো উন্নতি দেখি নাই। তবে চেষ্টা করতেছি।
এম্পেয়ার অব দ্যা মোঘলঃ রাইডারস ফ্রম দ্য নর্থ (১ম খন্ড) কে কে পড়েছেন? বইটা একটা খুবই উঁচুমানের ঐতিহাসিক উপন্যাস। বইটা নিয়ে পন্ডিতদের সাথে আলোচনা করার লোভ হচ্ছে। এই কিছুদিনের মাঝে পড়লাম বলে এখন আলোচনার জোস বেশি। আসুন এই নিয়ে একটা আড্ডা হয়ে যাক।
বইটা পড়তে গিয়ে আমি প্রথম যে জিনিষটা খেয়াল করলাম, বাবর নিজের রোজনামচা লেখাতেই তার জীবনী ইতিহাসে রয়ে গেছে এত চমৎকার ভাবে। অবশ্য, প্রথম মোঘল শাষক হিসেবে এমনিতেও হয়ত তার প্রতি ঐতিহাসিকদের আগ্রহ থাকত। কিন্তু, ইতিহাসে ঠাই পাবার জন্য বাবরের নিজের চেষ্টার বলেই সে ইতিহাসে এত সম্মানীত স্থানে ঠাই পেয়েছিল। নয়ত তার প্রাক্তন যাযাবর জীবনের ছিটেফোঁটা হয়ত আমরা জানতে পারতাম, যেটা হত এক বিরাট লস। তার আগের জীবন এর বর্ণনার মাঝে লুকিয়ে আছে তার জীবনের প্রকৃত শিক্ষা। সেই শিক্ষা থেকে আমাদের বঞ্চিত না করার জন্য পাঠক হিসেবে আমি বাবরের প্রতি কৃতজ্ঞ।
দ্বিতীয়ত, ঐতিহাসিক উপন্যাস হবার কারণে এই বই থেকে আমরা জানতে পারি কিভাবে একটা সাম্রাজ্য গড়ে ওঠে। একটা ডাকাত দলের প্রধান এর সাথে একজন সম্রাটের পার্থক্য কোথায়, যদিও দুজনেই সেনাদল সমবেত করেন লুটের মালের লোভ দেখিয়ে। তৈমুর ছিলেন বাবরের অনুকরণীয় আদর্শ। কিন্তু, তৈমুর মাত্র ৩ দিন দিল্লী দখলে রেখে লুটতরাজ শেষে ফিরে যান। বাবর ভারতবর্ষে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আসলে তৈমুর অমর হয়ে ছিলেন সমরকন্দের সুন্দর স্থাপনা দিয়ে। বাবর ৩ বার সমরকন্দ জয় করেও দখলে রাখতে ব্যর্থ হলে তার প্রয়োজন পড়ে নতুন এক শহর, নতুন এক কীর্তি, যা তাকে ইতিহাসে কীর্তিমানদের সাথে স্থান দেবে। মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা না হলে অখ্যাত ফারগানার শাসকের কথা কে মনে রাখত? যদিও ভাগ্যের কারণে তাকে স্বদেশ থেকে বিতাড়িত হতে হয় এবং নিঃসন্তান চাচার উত্তরাধিকারী হিসেবে কাবুলের শাসন গ্রহণ করার সুযোগ পান, কিন্তু ইতিহাসে স্থান পেতে হলে তখনকার অটোমান সাম্রাজ্য আর পারস্যের শাহ এর সাম্রাজ্যের মত একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বাবরের জন্য অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায়।
তৃতীয়ত, বাবরের কাছে সবচেয়ে মূল্যবান কি তবে ছিল এই মোঘল সাম্রাজ্য বা ইতিহাসে কীর্তিমান হিসেবে স্থান পাওয়া? জ্বীনা, এগুলোতো নয়ই, এমনকি কোহ-ই-নূর পর্যন্ত নয়। তার কাছে সবচেয়ে মূল্যবান ছিল নিজের জীবন। এই সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত জিনিষটাই দান করেছিলেন তিনি হুমায়ুন এর আরোগ্য চেয়ে আল্লাহর কাছে। যখন হুমায়ুনকে সুস্থ হয়ে ঘোড়া ছোটাতে দেখেন, তখন বাবর অসুস্থ হয়ে পড়েন। এর থেকে চমৎকার সমাপ্তি যেন আর হতে পারে না এই ইতিহাসের নায়কের জন্য।
সবশেষে, এক নিঃশ্বাসে শেষ করার মত চমৎকার একটা উপন্যাস। বহুদিন পর এরকম ভাল একটা উপন্যাস বাংলায় পড়লাম। ছোটখাট প্রিন্টিং মিসটেক ছাড়া অনুবাদ ভালই হয়েছে। এর পরের খন্ড গুলো পড়া শুরু করেছি। শেষ হলে সেগুলো নিয়েও আলোচনা করার মত ভাল উপন্যাস হবে বলে আশা করি।
২| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
বদনাচোর বলেছেন: PDF বই আছে?
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২২
কালা পাহাড় ২০০০ বলেছেন: বই কিনে পড়া উচিত। তবে পিডিএফ খুজলেই পাবেন।
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২২
কালা পাহাড় ২০০০ বলেছেন: বই কিনে পড়া উচিত। তবে পিডিএফ খুজলেই পাবেন।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
বদনাচোর বলেছেন: PDF বই আছে?
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৪
অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার ++++
পড়তে ইচ্ছে করছে , বইটা সম্পর্কে আরেকটু ডিটেইলস লিখতে পারতেন । বাংলা অনুবাদ কোন প্রকাশনীর ? আর যদি পিডিএফ লিঙ্ক থেকে থাকে , দিলে ভালো হত ।
ধন্যবাদ রিভিউ এর জন্য ।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩১
চুক্কা বাঙ্গী বলেছেন: বইটা কি অনুবাদ?