![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
([email protected]) B.Sc. in EEE from BUET আমার নামে ২০০০ আছে, কারণ, আমার জীবনের সেই সময়টাতেই আমার সর্বশেষ ভার্সন মুক্তি পায়। এরপরে আমার আর কোনো উন্নতি দেখি নাই। তবে চেষ্টা করতেছি।
আমাদের বাংগালি সমাজে প্রচলিত আছে, পশ্চিমা সমাজ অনেক ফ্রি এবং সেখানে কিভাবে পোলাপান মানুষ হয় ... ইত্যাদি ইত্যাদি। আমি পশ্চিমা সমাজ দেখি নাই। আমি পশ্চিমা কিছু মুভি দেখে কিছু সিদ্বান্তে পৌঁছেছি, যা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মতামত জানাতে পারেন এই ব্যাপারে।
প্রথমত, পশ্চিমা মুভিতে একটা ব্যাপার থাকে, সেখানে মুভিতে রেটিং করা থাকে। কিছু থাকে ফ্যামিলি মুভি, যা পরিবারের সব বয়সী সবাইকে নিয়ে একসাথে বসে দেখা যায়। কিছু থাকে, প্যারেন্টাল গাইডেন্স। অর্থাৎ, আপনাকে সংগে বসে মুভি দেখে বাচ্চার কাছে ব্যাখ্যা করতে হবে মুভিটা, যেন সে ভুল ধারণা না পায়। কিছু থাকে, বয়স হিসেবে রেস্ট্রিক্টেড। ১২ বা ১৮ এর উপর বয়স হলে সেসব মুভি দেখা যায়।
এত ফ্রি পশ্চিমা সমাজে যেটা আছে, সেটা আমাদের সমাজে নেই। মা বাচ্চাদের নিয়ে বসে হিন্দী সিরিয়াল দেখেন। বাপ বাচ্চাদের নিয়ে বসে হিন্দী সিনেমার অশ্লীল নাচ দেখেন। এক দীপু নাম্বার টু ছাড়া মনে হয় আমাদের দেশে আর কোন ফ্যামিলি মুভি বের হয়নি। কোন দেশী চ্যানেল পর্যন্ত এই ব্যাপারে এগিয়ে আসেনি। এই ব্যাপারে আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
দ্বিতীয়ত, পশ্চিমা মুভিতে দেখা যায়, ১৫ বছর বয়স হবার আগে মায়েরা মেয়েদের মুখে মেকাপ (লিপিস্টিক থেকে শুরু করে সব) এলাউ করেন না। আমাদের দেশের মায়েরা ৫ বছরের মেয়েকে কড়া করে মেকাপ দিয়ে বিভিন্ন পোজে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। উনারা বাচ্চার নাজুক ত্বকের ক্ষতি করছেন, শুধু তাইনা, বাচ্চাকে ভুল সিগ্ন্যাল দেয়া হয় এতে।
আজকে এতটুকুই। এর থেকে বড় পোস্ট দিলে বাচ্চার বাবা-মায়েরা আর পড়তে ধৈর্য পাবেনা।
০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২৬
কালা পাহাড় ২০০০ বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৩৫
নিয়ামুল ইসলাম বলেছেন: +++
০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২৭
কালা পাহাড় ২০০০ বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:০১
নীল বরফ বলেছেন: সঠিক কথাগুলোই বলেছেন।
০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২৭
কালা পাহাড় ২০০০ বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৩৯
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: +++
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১৯
কালা পাহাড় ২০০০ বলেছেন: ধন্যবাদ
৫| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:৩৭
দূরে থাকা মেঘ বলেছেন: ঠিক বলেছেন ভাই। আমরা তো আমাদের নিজেদের চামড়া ঢেকে দেই কড়া মেকাপ এ। সত্যি বলতে কি, আমি প্রথমদিকে বাংলালিংক এর বিজ্ঞাপন দেখলে তো মেয়েদের একই রকম লাগতো। তারা অবশ্য ১৮ পেরোন। দীঘি মেয়েটা অনেক সুন্দর, কিন্তু ছবিগুলোতে ওকে অনেক সাজিয়ে একেবারে ছোটোখাটো বড়মানুষ করে ফেলা হয়েছিলো।
ভালো লাগলো ভাই, ব্লগে এসে মনের কথা গুলো কারোর লেখায় দেখতে পেলে খুব অাপন মনে হয়।
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২০
কালা পাহাড় ২০০০ বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
মশিকুর বলেছেন:
আমাদের সমস্যা হোল কারও কাছ থেকে ভালটা শিখার আগেই আমারা খারাপটা শিখে ফেলি
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২০
কালা পাহাড় ২০০০ বলেছেন: ঠিক বলেছেন
৭| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
ইফতেখার কাদির বলেছেন: ভালো বলেছেন+++++++++++++
০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:২০
কালা পাহাড় ২০০০ বলেছেন: ধন্যবাদ
৮| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:০২
একে৪৭ বলেছেন: +^১০০০
৯| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:১২
জেনারেশন সুপারস্টার বলেছেন: ইউএসএতে সামাজিকভাবে সব পেশার সম্মান আছে,যদি তা পুলিশ আর আইনের দৃষ্টিতে অবৈধ না হয়।কিন্তু বাংলাদেশে সবপেশার সম্মান নেই।এখানে সম্মনজনক পেশা হাতে গনা যেমন ডাক্তার,ইঞ্জিনিয়ার এবং শিক্ষক তাও যেসকল যুক্তিতে সম্মানজনক বিবেচনা করা হয় তা খুবই নিম্নমানের ও অযৌক্তিক।এমন পরিস্হিতিতে পেশাদার,সৎ,কাজের মানুষ তৈরী করার রাস্তাটা খুবই কষ্টকর।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:১৬
মদন বলেছেন: ++++