![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
বসন্তকালে একদিন ভগবান কৃষ্ণ
সখীদের সাথে লীলা করছিলেন।
এমন সময় স্বীয় পুত্র শাম্ব
এসে উপস্থিত হলেন।
তাই দেখে কিছু সখির
ধৈর্য্যচুত্যি ঘটে। তিনি তাদের
অভিশাপ দিলেন।সেই শাপে তারা
দুস্য কতৃক ধর্ষিত হয়ে।
দলব্য ঋষির কাছে এর বিহিত চাইলেন।
"মুনিবর পূর্বে আমরা ভগবানের সংঙ্গ পেয়ে
এখন কেন বেশ্যা হলাম!
এর বিহিত চাই"
ঋষি বললেন"তথাস্ত"
-যে রবিবারে হস্তা পুর্নবসু
নক্ষত্রের যোগ হবে সে দিন
তোমরা স্নান করে প্রথমে হরির পুজা করবে
অতঃপর এক জন সুঠামদেহী জোয়ান ব্রাক্ষণ
ডেকে এনে শালি ধানের ভাত
খাইয়ে তারসাথে রতিক্রয়ায়
মেতে উঠবে।
তবে হ্যাঁ সেই সময় তাকে
"কামদেব"মনে করবে।
সর্বস্যে উজার করে দিয়ে
বলবে"আমি যেমন কাম আর কেশবের পার্থক্য
করি না হে বিপ্র"
তখন ব্রাক্ষণ সন্তষ্ট হয়ে
হয়ে যদি বলে"তথাস্ত কামই দিল কামই নিল
কামই দাতা কামই গ্রহীতা"।
এর পর ব্রাক্ষনকে
দক্ষিণা প্রদান করতে হবে।
এভাবে ব্রাক্ষণকে যদি তের মাস
সন্তষ্ট করা যায়।
তারপর বেশ্যা বৃত্তি শুরু করা যাবে
এতে কোন পাপ হবে না।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই কিরমানী লিটন
৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৪
কালনী নদী বলেছেন: অনিন্দসুন্দর। দাদা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪
কিরমানী লিটন বলেছেন: নান্দনিক,শুভকামনা রইলো ...