![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
বাউল ধর্ম না দর্শন!
এ নিয়ে অনেক মতভেদ আছে
অনেকে অনেক যুক্তি দেখাতে পারেন।
তবে আমি এতটুকু বলব বৌদ্ধ যদি
ধর্ম হয় তাহলে বাউলও একটি ধর্ম।
এবার আসি
শিরোনাম প্রসংগে।
পৃথিবীর প্রতিটি জাতির যেমন
নিজস্ব ভাষা আছে তেমন
অনেক জাতির নিজস্ব ধর্মও আছে।
আরবদের নিজেদের ধর্ম হল
সেমিটিক ধর্মগুলো
যথাঃ ইহুদী খ্রিষ্টান ইসলাম
।
পরবর্তী যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
হিন্দুস্থানী বা আর্যাবর্তের নিজেদের ধর্ম হচ্ছে হিন্দুধর্ম।
প্রাচীন মগধ(বর্তমান বিহার এবং নেপালের কিছু অংশ)
এবং তিব্বতের নিজ ধর্ম
বৌদ্ধ ধর্ম।
ইরানীদের হচ্ছে পার্সিক ধর্ম।
চায়নিজদের কনফুসিয় বা
তাওবাদ।
জাপানীদের নিজ ধর্ম শিন্টো
আফ্রিকায় যেমন স্থানীয় কিছু সর্বপ্রানবাদী ধর্ম আছে।
বাঙ্গালীরও তেমন নিজস্ব ধর্ম হল বাউল ধর্ম।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই পরিবেশ বন্ধু
মন্তব্য করার জন্য।
বাউলেরা শুধু গান গায় না গানের সাথে পালন করে একটি ধর্মবিশ্বাস।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
প্রামানিক বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
শিক্ষাই ধর্ম
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
কল্লোল পথিক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
দেবজ্যোতিকাজল বলেছেন: বাঙালির নিজস্ব ধর্ম বাউল । বাউল কি কোন ধর্ম ? গানের মধ্যে ঈশ্বরেকে পাবার চেষ্টা । বাউল মতবাদ পন্থি ।যেখানে মন্ত্রহীন প্রার্থণায় ঈশ্বরের কাছাকাছি আসার সহজ মাধ্যম । চৈতন্য দেবই প্রথম সহজিয়া আরধনার প্রবক্তা
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
কল্লোল পথিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
বাউলও একটি ধর্মমত।আমাদের প্রচলিত ধারনা তারা শুধু গানে গানে ইশ্বর খোজে।
এটা ভুল ধারনা, বাউল গানে নয় ইশ্বর খোজে দেহে
অনেকটা সহজিয়াদের মত
আবার এরা সহজিয়াও নয়।
বাউলের আদি গুরু কপিল।
চৈতন্য নয়।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে গেলাম , কমেন্ট গুলিও ।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
কল্লোল পথিক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
গিয়াস উদ্দিন লিটন ভাই।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
রিকেল বলেছেন: বৌদ্ধধর্ম মূলত এক প্রকার দর্শন। বাউল মতবাদের সাথে প্রত্যেক ধর্মের একটা প্রত্যক্ষ সাদৃশ্য রয়েছে।
২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
কল্লোল পথিক বলেছেন: বলেছেন: ধন্যবাদ রিকেল ভাই
আপনার সুচিন্তিত মতামতের জন্য।
সর্বধর্মবাদ বাউল ধর্ম কিন্তু পুরাপুরি বস্তুবাদী
চেতনায় বিশ্বাস করে।
৭| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৮
কালনী নদী বলেছেন: গুরুত্বপূর্ন বিষয়ে অসাধারণ বলেছেন, তবে লেখাটা কম্পিউটারে সরু হয়ে আসছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: বাউল কোন ধর্ম নয় বরং ধর্মের সারবস্তু গানে গানে ফুটিয়ে তুলাই বাউলদের কর্ম।