নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

কলিযুগ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫১

বাবা মায়েরা সব সময়েই নিজেদের
সত্য-যুগের লোক মনে করেন।
আর ছেলে-মেয়েরা সবই কলিকালের।
কিন্তু কলিকাল কাকে বলে?
আর কখন থেকে এর শুরু?
বেদ চতুষ্টয়ের মধ্য একমাত্র অর্থব বেদে কলি শব্দটি আছে।
তাও আবার এটি পাশা খেলার সবচেয়ে খারাপ
চাল হিসেবে শব্দটি ব্যাবহার হয়েছে।
অর্থ্যাৎ কলি মানেই খারাপ কিছু।
আর পুরাণ মতে পান্ডব বংশধর পরিক্ষিতের
সময় থেকে কলির শুরু।
আবার অনেকে মনে করে কৃষ্ণ যখন
ধরাধাম থেকে বিদায় নেয় ।তারপর
থেকে কলির শুরু।
কিন্তু আমরা জানি কৃষ্ণ কলিকালের
মানুষ না হলেও কলির অবতর।
তার মানে দাড়াচ্ছে কলিকালের শুরু খ্রিস্টপূর্ব২০০০বছর আগে।
আমাদের মতে যেটা প্রাচীনকাল।
অথচ ২০০বছর আগেও অনেক মহাপুরুষ তাদের
তাদের পরবর্তী সময়কে কলিযুগ বলে গেছে।
এ থেকে অনুমান করা যায় কলিযুগ হচ্ছে নিত্যবর্তমান।
অর্থ্যাৎ যখন যে মহাপুরুষের কাছে
যেটা খারাপ লেগেছে
অথবা প্রতিবন্ধক মনে হয়েছে
তাকেই কলিযুগের কাজ বলেছেন।
যেমনটা আমাদের বাবা-মায়েরা মনে করেন।
তারা এটা করে নাই
সেটা করে নাই।
তাদের যুগে এটা ছিল না
কলিযুগের ছেলে-মেয়েরা কত কিছু করছে।
আমরাও হয়ত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে
সত্যযুগের মানূষ হব।
আরা তারা হবে কলিযুগের।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০০

বনমহুয়া বলেছেন: কলিকাল বা কলিযুগ গত হয়েছে এখন আর কেউ বলে নাকি? শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের উপন্যাস ছাড়া তো কোথাও আর তেমন দেখিনা শুনিনা।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১১

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বন মহুয়া
আমি কিন্তু অনেক শুনি।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

আজমান আন্দালিব বলেছেন: কলিকালের পোলাপান, বাপেরে কয় হুক্কা আন!

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আজমান আন্দালিব ভাই
আপনার কথটা অনেকটা এরকম
যত দোষ নন্দ ঘোষ
সব দোষ যেন কলি কালের।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: এ থেকে অনুমান করা যায় কলিযুগ হচ্ছে নিত্যবর্তমান।

আপনার কলিযুগ সম্পর্কে কথাগুলা ভাল লাগল। ধন্যবাদ।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: আসলে মা বাবারা সব কিছুতেই সন্তানের চেয়ে অভিজ্ঞ। তাই নিজের অভিজ্ঞতার দ্বারাই সন্তানকে বুঝানোর চেষ্টা করেন।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই
আপনার মত গুনীজনের মুল্যবান মতামতের জন্য।
ভাল থাকবেন সব সময়
আপনার জন্য শুভ কামনা

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


মানব সভ্যতা সবে মাত্র শুরু, 'ফুলের কলি'র মতো; ফুল হবে, ফল হবে!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই
আমিও আপনার মত মনে করি।
ভাল থাকবেন সর্বদা এই কামনা করি।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমরাও হয়ত আমাদের পরবর্তী প্রজন্মের কাছে
সত্যযুগের মানূষ হব।
আরা তারা হবে কলিযুগের।



হা হা হা, নিজের সবই ভালো পরের সবই খারাপ, সুবিধাবাদী মনোভাব।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

তুষার কাব্য বলেছেন: হায়রে কলিযুগ !!!

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০

কল্লোল পথিক বলেছেন: হুম ভাই এই হল কলিযুগ!

১৩| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১০

কালনী নদী বলেছেন: কলিযুগ নিয়ে ভালো ধারণা দিয়েছেন। দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.