নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ নই!কিচ্ছু নই!\nতবুও ভাজঁঁ বিহীন কিছু সময়ের গল্পে আটকে যাই!

কল্লোল পথিক

আমি এক ছন্ন ছাড়া মানুষ।

কল্লোল পথিক › বিস্তারিত পোস্টঃ

আমাদের কোন "কফি হাউস"ছিল না

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১


আমাদের কোন "কফি হাউস" ছিল না।
আমরা শফিকুলের টং চায়ের দোকানে
তিনটা চা পাঁচটা করে পাইলট খেতাম।
রতনের মুখেই আমরা
প্রথম কফির গল্প শুনেছিলাম।
সে বলেছিল
ও জিনিষ খেতে পোড়া পোড়া লাগে
আর স্বাদটা বিটকেলে।

তাই শুনে
শফিকুল বলেছিল
তাহলে"পুড়ে গিয়েছিল বুঝি"!

হাসতে হাসতে সে দিনের আড্ডা
শেষ হয়েছিল।
কত রাজা উজির মেরে মধ্য রাতে
বাড়ী ফিরতাম।
বেনসন তখন আমাদের কাছে
স্বপ্ন ছোঁয়ার মত
সস্তা ব্রিষ্টল সিগেরেটে
নিজেকে ম্যাকগাইভার মনে করতাম।

"চে গুয়েভারা" তখনও স্টাইল আইকন হয়ে উঠেনি
রীতিমত বিপ্লবী।
আলম বলেছিল
লাল পতাকারা এদিকেও আসছে।
আমি বলেছিলাম "সিরাজ শিকদার" নয় "চে গুয়েভারা।
ও বলেছিল একই ব্রান্ড আলাদা প্রোডাক্ট।

কি ছিল না!
সেই আড্ডায়।
মাধুরী দীক্ষিত থেকে অক্ষয়।
আমজাদ খানের "শোলে"
"বেদের মেয়ে জোস্না"
থেকে পাড়ার মেয়ে সখিনা।
আমাদের সুজনতো "সুজন সখি"
দেখেই এখন চার সন্তানের গর্বিত পিতা।

সেদিন শুনেছি শফিকুলের ছেলে নাকি ওখানেই
"কফি হাউস" বানাবে।
আমি হয়তো আমার খোকার
মুখেই আড্ডার গল্পটা শুনব।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

ধূসর সপ্ন বলেছেন: অসাধারন বণ্ধু ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বণ্ধু

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

কেউ নেই বলে নয় বলেছেন: বেশ ভালো কন্সেপ্টের কবিতা। পড়তে ভালো লাগছিলো। উঠে নাই এর বদলে উঠেনি/ওঠেনি ব্যবহার করলে হয়তো ভালো হবে। আর সখী বানানটা দেখে নিয়েন।

শুভ কামনা রইলো। :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

কল্লোল পথিক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
কেউ নেই বলে নয়

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

আরণ্যক রাখাল বলেছেন: চরম হয়েছে লেখাটা|
চে গুয়েভারা আর সিরাজ শিকদার! একই কম্পানির প্রডাক্ট| একমত

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই আরণ্যক রাখাল।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার তবে নতুন করে লিখতে হবে

(শফিকুলের)
টং চায়ের দোকানের আড্ডাটা আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালি সন্ধ্যা গুলো সেই ;)

=p~ =p~ =p~ =p~

খুব সাবলীলতায় উঠিয়ে এনেছেন অনুভবকে। ++

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই।অনেক শুভ কামনা আপনার জন্য ।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

ধুসর কাব্য বলেছেন: চমৎকার , তবে "স্টাইল আইকন হয়ে উঠে নাই" কেমন খাপছাড়া লাগলো

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

কল্লোল পথিক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ধুসর কাব্য।
এখন যেমন "চো" (ছবি)কে (টি-শার্ট, ক্যাপ) বিজ্ঞাপনের মডেল
হিসেবে ফেরী করা হচ্ছে।
আমাদের সময় কিন্তু "চো" মানে দ্রোহ "চো" মানেই বিপ্লব।
একটু খোয়াল করে দেখুন বর্তমান প্রজন্মের কাছে
চো মানে আজিজ সুপার মার্কেটে ঝোলানো টি-শার্ট।
তাই ঐ রুপক টুকু দিয়েছিলাম আরকি।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

তুষার কাব্য বলেছেন: আমাদেরও কফি হাউজের গল্প নেই কিন্তু আছে অনেক টং দোকানের চায়ের গন্ধের গল্প।

ভাললাগা কবিতায় ।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই
আপনিও ভাল থাকবেন পাশে থাকবেন।
এই কামনা করি।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:

কফি হাউসের আড্ডা দেয়ার মানুষ কই, সবাই তো সমস্যায় আছে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

কল্লোল পথিক বলেছেন: ঠিক বলেছন ভাই।ধন্যবাদ পড়ার জন্য।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

সাাজ্জাাদ বলেছেন: office e aci. bangla-i comment dea jai na.
khub valo laglo. sablil ar porte bes aram lagcilo.

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

কল্লোল পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮

নুরএমডিচৌধূরী বলেছেন: অসাধারণ লিখা
সাহিত্যে ভরপুর
লিখায়+++

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নুর এমডি চৌধুরী ভাই।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: কল্লোল ভাই, অসাধারণ লাগল লেখাটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

কল্লোল পথিক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১১

রুদ্র জাহেদ বলেছেন: মুগ্ধপাঠ। খুব ভালো লাগলো এই আড্ডার কবিতা

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই। অনেক শুভ কামনা রইল।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩২

সুলতানা রহমান বলেছেন: চাওয়া গুলো এভাবে পূরণ হয়, কখনো বা আমাদের মাধ্যমে, কখনো বা সন্তানের মাধ্যমে।
ভাল লাগলো।
ভাইয়া, আপনি কমেন্ট এ রিপ্লে না করে আবার কমেন্ট করছেন। এই ভুলটা প্রথম অবস্থায় আমি ও করেছি।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আপু সুন্দর পরামর্শের জন্য।অনেক শুভ কামনা আপনার জন্য

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২

জনম দাসী বলেছেন: আমি হয়তো আমার খোকার মুখেই আড্ডার গল্পটা শুনবো... জি ম্যাগাইভার... ভাল থাকুন, সুস্থ্য থাকুন তত দিন অবধি।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দিদি, আপনিও অন ভাল থাকবেন।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

দেবজ্যোতিকাজল বলেছেন: কফি হাউজে সেই আড্ডাটা আজ আর নেই,আজ আর নেই………

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

কল্লোল পথিক বলেছেন: আমার কোন কালেই কফি হাউজের আড্ডাটা ছিল না ভাই।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

নেক্সাস বলেছেন: লিখাটায় ভিন্ন মাত্রিক একটা স্বাদ ও টোন পেলাম। ভালো লাগলো

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

কল্লোল পথিক বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

বনমহুয়া বলেছেন:


দারুন লেখা

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

কল্লোল পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বনমহুয়া

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

কিবরিয়াবেলাল বলেছেন: " শুনেছি শফিকুলের ছেলে নাকি ওখানেই
"কফি হাউস" বানাবে।
আমি হয়তো আমার খোকার
মুখেই আড্ডার গল্পটা শুনব।"আমরা আশাদাদী হতে চাই ।পৃথিবী পরিবর্তন করেছে আড্ডাবাজেরা । আমিও তার সঙ্গী হোটে চাঈ ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

কল্লোল পথিক বলেছেন: অন্তর নিংড়ানো ভালবাসা টুকু নিবেন কিবরিয়াবেলাল ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।

১৯| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৮

কালনী নদী বলেছেন: সত্যি দিনে দিনে আমরা সবকিছু হারিয়ে ফেলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.