![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
এই পার্বতীদিদি
তোকে বলি
তুই কেন মুখুয্যেদের দেবদাস কে
ভালোবাসতে গেলি?
তুইতো জানিস রে দিদি
ও ছেলে ভালো নয়
ষন্ডা গুন্ডা নেশা ভাং করে।
কেন জমিদারপুত্র তাই বুঝি।
তোকে না ছেলেবেলায় কত প্যাদিয়েছিল।
কোলকাতায় গেল দাদা
তবু পিছু ছাড়লি না।
আর যখন তোর মা কে ফিরিয়ে দিলো
দেবদার বাবা।
অমনি ভাব নিলি।
কেন রে দিদি
ইগোতে লেগেছিল বুঝি!
দাদার রাগটা দেখেছিস
অভিমান টা বুঝিসনি।
তোর চেয়েতো চন্দ্রমূখী
বেশী বুঝেছিল দাদাকে।
হ্যা রে দিদি
একবার ভেবেছিস
কতটা কষ্ট নিয়ে
দাদা চুনীলালের পথে নেমেছিল!
কি পেয়েছিলি রে দিদি
হাতিপোতার জমিদার না ছাই
ঐ বুড়ো ভামটার কাছে?
দাদা যখন তোর বিরহে ঘর ছাড়া।
তুই তখন ঘর সাজাতে ব্যাস্ত এক গৃহিনী।
দানছত্র খুলে বসেছিস তুই
দাদা দেনার দায়ে দেউলিয়া!
মাইরি দিদি
তোর লাস্ট শর্ট টা যা হয়েছিল না!
দেবদা যখন শেষকালে
তোর দুয়ারে মরেছিল।
তুই তখন একদিন পর দাসীর কাছে
শুনে কি ন্যাকা কান্না টাই করেছিস।
সত্যি ট্রাজেডি!
কি বলেছিস রে দিদি?
ঐ বুড়োভাম টা কে
দাদা না বয়ফ্রেন্ড!
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সাধু মন্তব্যের জন্য।
দুঃখিত আমি আপনার সাথে একমত হতে পারলাম না।
আমার সহানুভুতিতে পুরোটাই জুড়ে আছে দেবদাস।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮
প্রামানিক বলেছেন: আপনার কবিতার ছোট্ট কয়েক লাইনেই দেবদাসের পুরো কহিনী মনে পড়ে গেল। চমৎকার লাগল কবিতা। ধন্যবাদ
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। অনিঃশেষ শুভ কামনা জানবেন। স্রষ্টা আপনাকে দীর্ঘজীবি করুক এই কামনা করি ।ভাল থাকবেন।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগালো। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ দীপংকর দাদা।আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭
রক্তিম দিগন্ত বলেছেন: আবারো দেবদাস-পার্বতী।
ভাল লাগছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
কল্লোল পথিক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রক্তিম দিগন্ত।অনেক শুভ কামনা জানবেন।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭
নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল ভ্রাতা
সহজ সরল ভাষায় প্রাণবন্ত হয়েছে
পারবতী কে নিয়ে আমার একটা কবিতা ছিল
=============
দেবদা গো-
দেখ । কত রক্তঝরে প্রাণে,
তুষের অনল পুরে পুরে ছাই হৃদয়ের মাঝখানে ।
নয়ন প্রপাতে অগ্নিবারি দুঃখ গুলো সারি সারি
দেখ দুরনি- দূর্বাতাসে-
আকাশসম স্মৃতিকষ্টরা স্মৃতিরকষ্টকাশে ভাসে ।
রোজদেখি নয়নপটে সরাপছিটাও হৃদয়টাতে
ঘুঙ্গুর পায়ীর নিত্য দেখ বাতায়ন ঝরা রাতে,
আর আমার নিত্যরা কূরেকূরে মরে আমার দেহটাতে ।
দেবদা গো-
বুঝবেনা অবলার কষ্টকথা হৃদয় ভরা দুঃখ ব্যথা
গাথলেনা মালা কঠিন সমরে করলেনা মাল্যদান,
ভাংলেনা সমাজ প্রেমিক হৃদয়ে রাখলেনা অবদান ।
সেই থেকে তুমি তোমার ভুবনে-
আমি পার্বতী আরেক জীবনে,খেলছি তাসের খেলা,
হৃদয়পাড় যে ভাঙ্গিছে গড়িছে কখন যে ফুরাবে বেলা ।
দেবদা গো-
কেন এত জ্বালা দেহমনে, কেন এতো ঝড় বহে হৃদয় গগনে
কেন মন না বুঝে,অহরনিশি কেন দেবদা তোমায় এ মন খোঁজে
আসবে কি তুমি আর অবেলার ভুবনে,
রাখবেকি দু,টি চোঁখ বেদনার নীল চোঁখ পানে
না পাওয়ার অভিসারে চোট আকবেনা আর এ কপালে ?
ভুলেছ কি সিপ-খানা দেব ? যে সিপে ঝরালে রক্ত অকালে ।
শুনেছি তুমি অধিক আহত,রক্ত ঝরাও মুখে
আমিও যে পারিনা সইতে জ্বালা মরন সম দুঃখে ।
বলেছিলে পারূ মরার আগে হলেও দেবে আমায় দেখা
কোথায় তুমি এলেনা আজও এই কি নিয়তির লেখা ।
অবশেষে সেই এলে কাক ডাকা ভোঁরে
নিশিথ রজনী তখনও কিছুটা জাঁগি,
চেয়েছিনু কি আর পেয়েছিনু কি যে,
তাই ভাবনাকে আজো মাগি।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১
কল্লোল পথিক বলেছেন: বাহ! চৌধুরী সাহেব
আপনিতো আমার চেয়েও ভাল কবিতা লিখেছেন।
ধন্যবাদ নিরন্তর শুভ কামনা জানবেন।
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৯
রুদ্র জাহেদ বলেছেন: পার্বতী-দেবদাস আখ্যান।ভালো লেগেছে
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই।অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
তানজির খান বলেছেন: বাহ দারুণ। ভাল লাগা রেখে গেলাম ভাই
২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তানজির খান ভাই।অনিঃশেষ শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: পার্বতীর কোন দোষ দেখিনা অামি । দোষ ছিলো দেবদাসেরই । সময় থাকতে তার জ্ঞান হয়নি ।