![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
গল্পটা যদি ভাল লাগে তবে লিখে
রাখেন কবি
এই জীবনে অনেক লিখেছেন কল্পচিত্রের
ছবি।
কল্পচিত্র মোটেই নয় বলছি বাস্তবের
কথা
গল্পের ছলে ফুটে উঠেছে জীবনের
কিছু ব্যাথা।
আজকের কথা নয়,বলছি হে মহাজ্ঞানী
দেশটা তখন শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানী।
বালকের নাম মহিদুল,বালিকা সূরয বালা
দরিদ্র বলে গল্পটা কেউ শোনেনি,করেছে অবহেলা।
বালক ছিল হতভাগা দরিদ্রের সন্তান
সেটাও কিছু না,আসল সমস্যা ধর্মে মুসলমান।
বালিকার বাবাও দরিদ্র বটে,তবে কেরানী
ঠাট বাঁট ঠিক রেখেছে আদিম সনাতনী।
পাঠশালে পড়ে বয়স বারো নাম মহিদুল
যবনের ছেলে হিন্দুর মেয়ে প্রেমে পড়ছে এটাই তার ভুল।
মহিদুলের নামে বিচার ঠুকিল বালিকার
বাবা বৃন্দাবন
কোম্পানী তারে দিয়ে দিল অর্থদন্ড সহ
বিশ বছরের নির্বাসন।
বালকের বাবা নাদের আলী কাঁদে ব্রিট্রিশের
কাছে গিয়ে
সাহেব "ক্ষমা করেন একটা মাত্র ছেলে আমার বাকীটা জীবন
কাটাবো কারে নিয়ে"।
নাদের আলী অনেক ঘুরলেন কোম্পানীর
কুঠিরে
অবশেষে মনের দুঃখে বিষপান করলেন
নিজের ঘরে।
মহিদুলের মা পড়লেন দূরারাগ্য ব্যাধিতে
সেই ব্যাধি তারে নিয়ে গেল শেষ সমাধিতে।
বৃন্দাবন মেয়ের বিয়ে ঠিক করলেন ফাল্গুনের
দুপুর বেলা
পরদিন খবর আসলো,মহিদুলের বিরহে আত্মঘাতী হয়েছে
সূরয বালা।
কণ্যা শোকে পাগল হয়ে ঘোরে বৃন্দাবন
হঠাৎ একদিন মরে গেলেন করে বিষপান।
সূরয বালার মা বিনোদীনি ছিলেন সতী নারী
শোক সইতে না পেরে তিনিও একদিন দিলেন পরাপরে পাড়ি।
নির্বাসন শেষে ঘরে যেদিন ফিরলেন যুুবক মহিদুল
গায়ের লোকে তারে দেখে কেঁদে হলেন আকুল।
কিছু দিন পর মহিদুুল ঘর ছেড়ে পথে,পথে ঘোরে
সূরয বালার জন্য যে তার মনটা এখনও পোড়ে।
এর পর মহিদুলের খবর কারও নেই জানা
বুঝেছেন হে কবি?
গল্পটা আমার নয়,দাদুর মুখে শোনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাইয়া।
নিরন্তর শুভ কামনা জানবেন।
অবশ্যই চা পাবেন।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
রাইসুল ইসলাম রাণা বলেছেন: অসাধারণ শোনা!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রাণা ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২
পার্থিব লালসা বলেছেন: বিয়োগান্ত কাহিনী। ধন্যবাদ কল্লোল ভাই। ২য় হইছি চা দেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ পার্থিব লালসা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
অবশ্যই চা পাবেন।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩
পার্থিব লালসা বলেছেন: Hoite hoitei ৩য়
কি করি ??????
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ পার্থিব লালসা। ভাল থাকবেন।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
আরাফআহনাফ বলেছেন: দাদুর মুখে শোনা গল্পতো দারুনই হবে।
হতে হতে ৩য় স্হানও গেলো, ৪র্থ কী চা পাবে ? কবি?
অশেষ ভালো লাগা গ্রহন করুন (চা ছাড়াই)।
ভালো থাকুন সবসময়, লিখে যান অযুত, নিযুত......।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আরাফ আহনাফ ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
আলোরিকা বলেছেন: কবিতায় গল্পকথন ! খুব বেশি ভাল লেগেছে
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আলোরিকা।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা অনিঃশেষ।
ঘোড়ে - টাইপো?
+
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রাজপুত্র ভাইয়া"।
সর্বদা পাশে থাকার চির কৃতজ্ঞ।
আপনার প্রেরনা আমার লেখার উৎস।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
সর্বদা ভাল থাকবেন।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
তার আর পর নেই… বলেছেন: কবিতায় গল্প ভাল হয়েছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ" তার আর পর নেই"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: একে একে সবাই মারা গেলো ......
করুণ কাহিনী।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮
মহা সমন্বয় বলেছেন: ছন্দে ছন্দে অনেক কিছু জানিতে পারিলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ "মহা সমন্বয়"।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
বিজন রয় বলেছেন: আপনি খুব মেধাবী।
++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ" বিজন দা"।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
আমি মোটেও মেধাবী নই।আমি এক জন বাউন্ডুলে।
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৩
ফেরদৌসা রুহী বলেছেন: দাদুর মুখে শুনা কাহিনী, কিন্তু আপনার লেখায় তা পূর্ণতা পেয়েছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ"রুহী "।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
নুরএমডিচৌধূরী বলেছেন: বিয়োগান্ত কাহিনী
ভাল লাগা জানবেন
ধন্যবাদ কল্লোল ভাই।
+++++++++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "চৌধুরী সাহেব"।
সর্বদা পাশে থাকার চির কৃতজ্ঞ।
আপনার প্রেরনা আমার লেখার উৎস।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
সর্বদা ভাল থাকবেন।
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
রাবার বলেছেন:
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ "রাবার"।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
খোলা মনের কথা বলেছেন: ভাল লাগলো ভাই। ধন্যবাদ
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই "খোলা মনের কথা"।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
সুমন কর বলেছেন: ছন্দ দিয়ে পুরো একটি গল্প তুলে ধরেছেন।
ভালো লাগা রইলো। প্লাস।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "সুমন ভাই"।
সর্বদা পাশে থাকার জন্য চির কৃতজ্ঞ।
আপনার প্রেরনা আমার লেখার উৎস।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
সর্বদা ভাল থাকবেন।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর গল্প আর শাব্দিক ছন্দে চমৎকার হয়েছে আপনার গল্প বলা ।
অনেক ভালো লাগলো
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ গুলশান কিবরীয়া।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
নীলপরি বলেছেন: বাহ! খুব সুন্দর । অসাধারণ লাগলো পড়তে। +
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ নীলপরি।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনেক শুভ কামনা জানবেন।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
কোন কারণে, নাম সুরয বালা খুবই পরিচিত মনে হচ্ছে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাইয়া।
পাঠে ও মন্তব্র্যে কৃতার্থ।
হতে পারে আমাদের দেশেতে সূরয বালা নামের অভাব নেই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: ফাটায় দিলেন বস্....
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭
রিভানুলো বলেছেন: দাদুর মুখে শোনা গল্পে মন বিষন্ন
++++++++্
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ রিভানুলো।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর ভাবে কবিতায় তুলেধরেছেন ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সার্চম্যান ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
রানার ব্লগ বলেছেন: বাহ, সুন্দর !!!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই।
সতত শুভ কামনা জানবেন।
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
অর্ধ চন্দ্র বলেছেন: দারুন বলেছেন ভাই, ধন্যবাদ,
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
কল্লোল পথিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৯
ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল হয়েছে কল্লোল ভাই, পড়ার সময় মনে হল আমি ব্রিটিশ আমলে ফিরে গেছি!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।
আপনাদের ভাল লাগা আমার লেখার প্রেরনা জোগায়।
সর্বদা পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
অনেক অনেক শুভ কামনা জানবেন।
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
প্রলয় নীল বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। অভিনন্দন।
+++++++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রলয় নীল ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
আবু শাকিল বলেছেন: গল্প কবিতায় দারুন মুগ্ধ । দূর্দান্ত লিখেছেন দাদা।
প্লাস এবং লাইক বাটন চেপে গেলাম।
৭ নাম্বার লাইক আমার
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিরন্তর শুভ কামনা জানবেন।
২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
মুসাফির নামা বলেছেন: দারুণ++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় স্বজন মুসাফির ভাই।
অনেক অনেক ভালোবাসা জানবেন।
২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বাহ্ কবিতায় গল্প......... ! বেশ ভালো লাগলো !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ঈস্পিতা চৌধুরী।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
মিজানুর রহমান মিরান বলেছেন: "ক্ষমা করেন একটা মাত্র ছেলে আমার বাকীটা জীবন কাটাবো কারে নিয়ে"। নাদের আলী অনেক ঘুরলেন
কোম্পানীর কুঠিরে অবশেষে মনের দুঃখে বিষপান
করলেন নিজের ঘরে। মহিদুলের মা পড়লেন দূরারাগ্য
ব্যাধিতে সেই ব্যাধি তারে নিয়ে গেল শেষ সমাধিতে।
হৃদয় বিদারক... লেখাটা অনেক অনেক ভালো হয়েছে। শুভেচ্ছা নিবেন কল্লোল ভাই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মিরান ভাই।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
সর্বদা পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ লাগলো। উপস্থাপনা চমৎকার হয়েছে। শুভেচ্ছা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ তনিমা আপু।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১
সোজোন বাদিয়া বলেছেন: দাদুর গল্পকে কবিতা বানিয়েছেন, দাদু ধন্য হবেন নিশ্চয়ই। আপনার নাতি-পুতিদেরকে অবশ্যই নিজমুখে আবৃত্তি করে শোনাবেন কিন্তু। অভিনন্দন রইল।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।
দোয়া করবেন যেন তাই হয়।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা নিয়ে আপনার দুটি কবিতা খুব খুব ভাল লাগলো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কান্ডারি ভাই।
আপনাদের ভাল লাগা আমার লেখার অনুপ্রেরণা।
অনেক শুভ কামনা জানবেন।
৩৪| ১৬ ই মে, ২০১৬ সকাল ১১:৪৯
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব ভাল লাগল , অনেক সুন্দর কবিতা ,,,
৩৫| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: বিয়োগান্তক!
"বালিকার বাবাও দরিদ্র বটে,তবে কেরানী
ঠাট বাঁট ঠিক রেখেছে আদিম সনাতনী।" এই ব্যাপারগুলো লক্ষ্য করে আজকাল মনে প্রশ্ন জাগে, "ধর্মের জন্য মানুষ না মানুষের জন্য ধর্ম?
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
প্রামানিক বলেছেন: বিয়োগান্ত কাহিনী। ধন্যবাদ কল্লোল ভাই। ১ম হইছি চা দেন।