![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছন্ন ছাড়া মানুষ।
বহু দিন পর বিষন্ন মনে ফিরে এলাম
হিসেব রাখিনি এই শহরে
কি পেয়েছিলাম কি হারালাম।
রাস্তাঘাট দোকান পাট বাড়ীঘর সব
যেন অচেনা
জন্মভূমি অভিমান করে আজ আমার নিকট
হয়েছ অজানা।
রাস্তাটা ছিল ইট বিছানে সেটা
এখন পিচডালা
সিনেমা হলটা কই?
চিনতে পারছি না বয়স বেড়েছে
একি ভীষণ জ্বালা।
আবুল মিয়া ব্লাকে সিনেমার টিকেট
বিক্রেতা
সে এখন কেমন আছে?
আমি ছিলাম যার প্রতি রবিবারের
বিশ্বস্ত ক্রেতা।
ষ্টেশন চত্বরে পেলাম না কোন
পরিচিত জন
অথচ এককালে লাল পতাকাওয়ালারা ছিল আমার
সবচেয়ে বড় স্বজন।
কমরেড আজিজের বাড়ী পেরিয়ে এলাম
গোরস্থানে
সামনে দোতালা সরকার বাড়ী
আমি এক দিন বাড়ী ছেড়েছিলাম যাকে হারানোর
অভিমানে!
তার বারান্দায় ঝুলছে একটা নীল রংয়ের শাড়ী।
রিকশাওয়ালা ধীরে চলে
মুখ ফিরিয়ে আমায় বলে।
"কোথায় যাবেন বলি"
বললেম"যেদিকে ইচ্ছে চলি"।
বাড়ীতে যাবো মিয়া বাড়ীর ছেলে
আমি
মুখ ফিরিয়ে তাকিয়ে দেখে সেই কি
আপনি!
ঐ বাড়ীর এক ছেলে ঘর ছাড়া হয়েছে
এক যুগ ধরে।
রিকসাওয়ালা বলে তবে এলেন এত
দিন পরে।
রিকশার পিছন থেকে একটি বালিকার
ডাক শুনে
আমার কানে বাজলো সুর শুন্য
বাঁশী বিনে।
আজ এত বছর পর আমি থমকে
যাই
রিকসাওয়ালারে বলি ভাই একটু
দাড়াই।
বালিকারে কাছে ডাকি "শোন মা মনি"
এমন মধুর কন্ঠ আমি কতদিন শুনিনী।
কখনও তোমায় দেখিনি আমি
জানিনা বাছা কে তুমি?
তবে হলফ করে বলতে পারি কে
তোমার জননী
বালিকা তখন অবাক চোখে আমার দিকে চায়
তবে কে আপনি?
আমি বললেম যে তোমার মা মণি
আমি যে তারে এতটুকু থেকে চিনি!
এখন কোথায় আছে তোমার গর্ভ ধারিনী
আমি কত দিন তারে একটি বার দেখিনি।
বালিকা বলে বলতে হবে আপনি
আমার কে?
জানি না আমি,জানে যে তোমায়
জন্ম দিয়েছে সে।
বালিকা তখন ছলছল চোখে ডাকে আমায় আসেন
আমাদের ঘরে
ফেরার সময় ভাবি এই শহরে কি কেউ ডেকছিল আমায়
এমন আপন করে!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।অবশ্যই একদিন পাবেন।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৬
প্রামানিক বলেছেন: চমৎকার স্মৃতিচারণমূলক কাব্যকথা। ধন্যবাদ
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্।
সুন্দর।
তবে শেষ সম্পর্কটা কিন্তু ধরতে পারি নি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ "রাজপুত্র ভাইয়া"।
সর্বদা পাশে থাকার জন্য চির কৃতজ্ঞ।
আপনার প্রেরনা আমার লেখার উৎস।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
সর্বদা ভাল থাকবেন।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
মিজানুর রহমান মিরান বলেছেন: বয়স বেড়েছে একি ভীষণ জ্বালা।
নষ্টালজিয়া মাঝে মাঝে খুব ভোগায়।
দারুন লিখেছেন কল্লোল ভাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় মিরান ভাই।
আপনাদের প্রেরনা আমার লেখার উৎস।
সর্বদা পাশে থাকবেন এই প্রত্যাশা করি।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩
অগ্নি কল্লোল বলেছেন: অনেক ভাল হয়েছে।।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ অগ্নি কল্লোল ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
জুনজুন বলেছেন: চমৎকার কাব্যকথা, অনেক ভাল লাগল...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ জুনজুন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নস্টালজিক কাব্য। ভালো লেগেছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ শামীম ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞ।
নিরন্তর শুভ কামনা জানবেন।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
নুরএমডিচৌধূরী বলেছেন: ভালো লেগেছে চা না টা দেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চৌধুরী সাহেব।
শুধু চা নয় ইচ্ছে একদিন আপনার সঙ্গে কাটাবো এক বেলা।
ভাল থাকবেন সুপ্রিয় ভাই বন্ধু।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
আবু শাকিল বলেছেন: পথিক দা -আপনার কবিতায় হারিয়ে যাওয়া অনেক কিছুর খোঁজ পাওয়া যায়।
নস্টালজিক ।
আবুল মিয়া ব্লাকে সিনেমার টিকেট
বিক্রেতা
সে এখন কেমন আছে?
আমি ছিলাম যার প্রতি রবিবারের
বিশ্বস্ত ক্রেতা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় শাকিল ভাই।
আপনাদের ভাল লাগা আমার লেখার উৎস।
সতত শুভ কামনা জানবেন।
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বিষণ্ণ মন অারও বিষণ্ণ হয়ে গেলো!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় সাধু।
বুঝতে পারছেন ভাই আমি কতটা বিষন্ন মন নিয়ে পড়ে আছি।
নিরন্তর শুভ কামনা জানবেন।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
নেক্সাস বলেছেন: অনেক ভাল লেগেছে প্রিয় কল্লোল ভাই
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় নেক্সাস ভাই।
আন্তরিক শুভ কামনা জানবেন।
ভাই এ শুধু আমার কবিতা নয়।
এই আমার বাস্তব জীবনের খন্ডচিত্র।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
এতো এক কাব্য! কবির স্বপ্নের জাল, নাকি বাস্তব?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।
কাব্য জুড়ে অনেক খানি বাস্তবতা বিদ্যমান।
শুভ কামনা জানবেন।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই কত স্মৃতি হারিয়ে যায় নিত্যতায়
খবর দেবার নেবার কেউ নেই..
তবুও ভাল আপনি অনেক খবর জানিয়ে গেলেন
স্মৃতির পাতায় জ্বলজ্বলে রুপকথা যেন
+++++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় বিদ্রোহী ভাই।
আপনাদের ভাল লাগা আমার লেখার উৎস।
সতত শুভ কামনা জানবেন।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১
খায়রুল আহসান বলেছেন: মন স্পর্শ করা কবিতা।
জানিনা ঘটনাটি বাস্তব, নাকি কবির কল্পনা, নাকি দুটোর সংমিশ্রণ। যেটাই হোক, কবির সুগভীর অনুভব থেকে এ লেখা উঠে এসেছে, তাতে সন্দেহ নেই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কবি আহসান ভাই।
কাব্য জুড়ে অনেক খানি বাস্তবতা বিদ্যমান।
শুভ কামনা জানবেন।
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কবিতায় এই স্মৃতি ধারণটা ভাল লাগে খুব।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় কান্ডারি ভাই।
আপনাদের ভাল লাগা আমার লেখার উৎস।
অনেক শুভ কামনা জানবেন।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: কল্লোল পথিক ,
রোমন্থনের ভেতর দিয়ে বিশেষ একটি স্মৃতিই যেন কল্লোলিত হয়ে উঠতে দেখলুম ।
এরকমটাই হয় , কারো কারো মুখখানাই বড় বেশী স্মৃতি হয়ে রয় ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ।সুপ্রিয় সুহৃদ আহমেদ জী এস ভাই।
ঠিক বলেছেন।
আপনাদের ভাল লাগা আমার লেখার উৎস।
অনেক শুভ কামনা জানবেন।
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫২
আহা রুবন বলেছেন: এটা কি কবিতা, না গল্প, না ডাইরির পাতা? না কি সবই? স্মৃতিকাতর হয়ে গেলাম। ছোট্ট একটা ব্যথা জাগল বুকে, তবু আনন্দের।
২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
কল্লোল পথিক বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
১৮| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা পুনরায় পড়লাম । কেমন যেন লাগলো । এত বিরহ নিয়েও আমরা বেঁচে থাকি...
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
প্রামানিক বলেছেন: ১ম হইছি চা দেন