নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায়

নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায়

কালো পাখি

স্বপ্ন গুলো দুঃস্বপের কাছে হোচট খায় বারবার, তবু দুঃস্বপ্নের দুয়ারেই আমি স্বপ্নের জাল বুনে যায় প্রতিদিন প্রতিক্ষণ .................

কালো পাখি › বিস্তারিত পোস্টঃ

পানসে ঈদ

১৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৬

বাড়ী যেতে পারিনি এবার ঈদে, আমার আক্ষেপ তো আছেই, সেই সাথে মায়ের খুব আক্ষেপ। অবশ্য সব মায়েরা এমনই হয়। কেন যেতে পারলাম না তার বিষদ ব্যাখ্যা দাঁড় করানো কঠিন আজকের এই শহুরে যান্ত্রিকতার হুটো হুটির মাঝে বাস করে। যাই-ই বলি না কেন, এবারের ঈদটা কেমন যেন পানসে হয়ে গেল। কোথায় যেন কে বলেছিল, মানুষ শুধু বাবা মা'র সাথে দেখা করতে এতো ঝক্কি ঝামেলা ঠেলে ঈদ করতে বাড়ি ফেরে না। মা-বাবা, আত্মীয় স্বজন এর সাথে আরও আছে , তার চেনা পথ, গাছ , তার শৈশব স্মৃতি মাখা উঠোন, গলি, বিল , ডাঙা, ক্ষেত, সব সবকিছু। আজ আমার তো তাই মনে হচ্ছে, এগুলো মা বাবা'র চেয়ে কোন অংশে কম নয়।
আমার অতিবও প্রিয় মগরা বিল আমায় খুব মিস করছে, সেটা আমিও টের পাচ্ছি, কারণ আমিও তোমায় না দেখার বিরহে কাতর। বাড়ীর ওঠোনে মস্ত শিমুল গাছটা - দূর থেকে তোমার দিকে আগে চোখ ফেলি- ঠিক তুমিও। যেন প্রিয়জনের অপেক্ষার তৃষিত চোখ। আর বাবলা গাছ তোমার রাঙা ফুল এবার আমার দেখা হলনা, পরেরবার আসলে তুমি সাজবে তো ? বাড়ীর নিচের ডাঙাতে সবজি ফসল ভরা , পটল, ঢেড়স, চিচিঙঙা, কাকরুল, লাউয়ের মাচা, ঝিঙে, স্যাত স্যাতে সরু আলপথ আর সবথেকে প্রিয় ভেজা মাটির আঁশাটে গন্ধ ভরা দমকা বাতাস। পৃথিবীর কোথাও মিলবে কি এমন বুক জুড়ানো বাতাস?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১:০৭

(একজন নিশাদ) বলেছেন: আল্লাহ বাঁচাইলে কোরবানির ঈদে যাবেন ইনশাল্লাহ

২০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০২

কালো পাখি বলেছেন: ইনশাল্লাহ ভাই দোয়া করবেন। ধন্যবাদ।

২| ১৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৩

সুমন কর বলেছেন: যেতে পারেননি শুনে খারাপ লাগল। আসলে অনেক কিছুই আমাদের হাতে থাকে না।

অামা করি, কোরবানির ঈদে যেতে পারবেন।

২০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৩

কালো পাখি বলেছেন: ঠিক ভাই চাইলেও অনেক কিছু করতে পারিনা আমরা। ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.