![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি দেশকে,তাই দেশের জন্য কিছু করতে চাই।
420 বা ৪২০, সংখ্যার থেকে গালি বা অপভাষা হিসেবেই আমাদের সমাজে বেশী পরিচিত। বিশেষ করে কিশোর ও যুবক বয়সী ছেলেদের ক্ষেত্রে গালি হিসেবে 420 হরহামেশাই ব্যবহৃত হয়। জীবনে কোনদিন কাউকে 420 বলেনি বা কারো কাছে থেকে 420 শব্দটি শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কষ্টকর। কিন্তু কেন 420 একটি গালি হিসেবে ব্যবহৃত হচ্ছে বা কিভাবে হল এর উৎপত্তি সে বিষয়ে একটু ধারণা পেলে নিশ্চয়ই মন্দ হয় না।অনেকে নিজেদের মত করে নানাভাবে 420 কে সংজ্ঞায়িত করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে 420 সংখ্যা থেকে শব্দে রূপ নেয় ১৯৭১ সালে সান রাফায়েল হাই স্কুল হতে। সেখানে সংখায় ছোট এমন একটা স্টুডেন্টদের গ্রুপ যারা নিজেদের “অলডোস” নামে পরিচয় দিত, তারা একটি নির্দিষ্ট সময়ে বিকাল 4:20 মিনিটে সবাই দলবদ্ধ ভাবে নেশা করার উদ্দেশ্যে ক্যাম্পাস অবস্থিত “লুই পাস্তেউর” এর মূর্তি পাশে গাঁজার আসরে মিলিত হত। তখন থেকে তারা গাঁজার আসরে যাওয়ার সাংকেতিক ভাষা হিসেবে 420 কে ব্যবহার করত। যেহেতু কিছু দুষ্ট ছেলের দল প্রাথমিকভাবে 420 শব্দের প্রচলন শুরু করে, সেহেতু পরবর্তীতে সময় হতে আজঅব্দি কোন কিশোর বা যুবককে দুষ্ট বলে আখ্যায়িত করার জন্য বিশেষভাবে 420 শব্দটিকেই ব্যবহার করা হয়।মতান্তরে অনেকেই ধারণা করে থাকেন হয়ত হিটলার এর জন্ম এপ্রিলের ২০ তারিখে অর্থাৎ ৪/২০ সংখ্যায় হওয়াতে 420 কে দুষ্টদের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা, মূলত সান রাফায়েল হাই স্কুলের সেই দুষ্ট ছেলের দল হতেই 420 শব্দের উৎপত্তি ঘটে।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৩
শার্লক বলেছেন: আচ্ছা তাই তাহলে ১৯৫৫ সালে রাজ কাপুর একটা মুভি বানায় তার নাম ছিল শ্রী ৪২০, এটার ব্যাখ্যা কি?
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫২
সঞ্জয়ওঝা বলেছেন: আমি এই ঘটনাটা একটা ম্যাগাজিনে পড়ছিলাম।ভালো লাগলো তাই দিয়েছিলাম।সত্য মিথ্যা জানি না ভাই।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৭
চুক্কা বাঙ্গী বলেছেন: শার্লক বলেছেন: আচ্ছা তাই তাহলে ১৯৫৫ সালে রাজ কাপুর একটা মুভি বানায় তার নাম ছিল শ্রী ৪২০, এটার ব্যাখ্যা কি?
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৩
সঞ্জয়ওঝা বলেছেন: কোন ব্যাখ্যা আমার জানা নাই ভাই।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২২
*কুনোব্যাঙ* বলেছেন: উহু হইলনা !! ৪২০ হইল ব্রিটিশদের তৈরী করা আইন ব্যবস্থার একটি ধারা যা কমনওয়েলথ দেশ সমূহ থেকে শুরু করে পৃথিবীর অধিকাংশ দেশের আইনে রয়েছে। সাধারণত বিভিন্ন ধরনের প্রতারণা ঠক, জোচ্চুরির মামলা সমূহ ৪২০ ধারায় ফেলা হয়। এর শাস্তি সর্বোচ্চ ৭ বছরের জেল সাথে আর্থিক জারিমানা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৪
সঞ্জয়ওঝা বলেছেন: হতে পারে ভাই।আমি সত্য মিথ্যা জানি না ভাই।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩০
রুমকিন বলেছেন:
আজাইরা কথা . . . আসল ঘটনা অনেক বেশীই সরল এইটা পড়লেই বুঝবেন . . . আর আপনার কাহিনিটা অন্য আর এক ঘটনা . . . গুগোল করলে যে কেউ জেনে নিতে পারবেন। এখন ৪২০ কৈ থেকে আসলো জেনে নিন. . .
Criminal acts in India are defined and made punishable under the Indian Penal Code, 1860. Sections 415-420 deal with the crimes 'of cheating' committed against property. While sections-415 and 416 define 'cheating' and 'cheating by impersonation' respectively, it is made punishable under other sections ranging from 417 to 420. Of these, section 420 provides the maximum punishment i.e. 7yrs and fine. It has been headed as 'cheating and dishonestly inducing delivery of property' and hence, the term cheat is synonymous with the figure 420.
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৫
সঞ্জয়ওঝা বলেছেন: হতে পারে ভাই।আমি সত্য মিথ্যা জানি না ভাই।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৬
ইসপাত কঠিন বলেছেন: কুনোব্যাং আর রুমকিন সঠিক তথ্যটাই দিয়েছেন।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৫
চারশবিশ বলেছেন: আমার জানা মতে কুনোব্যাং আর রুমকিনের তথ্যই ঠিক
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৫
রাতুলবিডি বলেছেন: ৪২০ আইনের একটি ধারা, ফ্রড কেসের, একটু কষ্ট করে গুগুল করেন, মানুষরে ভুল বলেন কেন???????????????
Indian Penal Code (IPC)
Section 420. Cheating and dishonestly inducing delivery of property
Whoever cheats and thereby dishonestly induces the person deceived any property to any person, or to make, alter or destroy the whole or any part of a valuable security, or anything which is signed or sealed, and which is capable of being converted into a valuable security, shall be punished with imprisonment of either description for a term which may extend to seven years, and shall also be liable to fine.
CLASSIFICATION OF OFFENCE
Punishment—Imprisonment for 7 years and fine—Cognizable—Non-bailable—Triable by Magistrate of the first class—Compoundable by the person cheated with the permission of the court.
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০০
মনাপাগলা৪২০ বলেছেন: আামর লেজ লইয়া এত গভেষনা ক্যানরে ভাই? আমি আপনার কি ক্ষতি করছি?
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৭
তামিম ইবনে আমান বলেছেন:
ভুল তথ্য
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০২
নেংটি ইদুর বলেছেন: আমার হুমায়ুন আহমেদের মুভির ডাউনলোড লিঙ্ক লাগবে
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩১
কে এম শিহাব উদ্দিন বলেছেন: আঁতেল বলেছেন: আপনার তথ্যর ভিত্তি কি? B:-) B:-) B:-) |
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৬
মন মরা বলেছেন: কুনোব্যাং আর রুমকিন সঠিক বলেছেন। আর এই পোস্ট ভিত্তি হীন।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১০
আঁতেল বলেছেন: আপনার তথ্যর ভিত্তি কি?