নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!!!!!!

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : আলপিন

কামরুল আহসান খান

রহস্য শোন সেই সে লোকের আত্মা যথায় বিরাজে, ওরে মানব! নিখিল সৃষ্টি লুকিয়ে আছে তোর মাঝে । তুই-ই মানুষ,তুই-ই পশু,দেবতা দানব স্বর্গদূত, যখন হতে চাইবি রে যা হতে পারিস তুই তা যে। -ওমর খৈয়াম

কামরুল আহসান খান › বিস্তারিত পোস্টঃ

দ্যা হেডিং

২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৩

পত্রিকার হেডিংটার দিকে কিছুক্ষন ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন মিসকিন সাহেব।হেডিংটা কি যেন মনে করিয়ে দিতে চাইছে তাকে। মনে না করতে পেরে বিরক্ত দৃষ্টিতে বাইরের দিকে তাকালেন তিনি । বাইরে বিশাল ছড়ানো সবুজ খামার বাড়িটার দিকে তাকাতেই তার মনটা আনন্দে ভরে গেলো ।এই বিশাল খামার তার জীবনের সবচে উজ্জল অধ্যায়ের নিদর্শন।ভাবতে ভাবতে সেই পুরোনো দিনের চিন্তায় বিভোর হয়ে পরলেন মিসকিন সাহেব। এক দোর্দণ্ড প্রতাপশালী সেনা শাসকের উপদেষ্টার কাজ করেছেন তিনি বহুদিন।সেই প্রভাবকে কাজে লাগিয়েই তিনি আজ এই বিশাল সম্পত্তির প্রভু হয়ে বসেছেন। কি উপভোগ্যই না ছিলো সেইসব দিন ।রোজ এমন শত শত পত্রিকায় তাকে হেডিং করা হত,জয়জয়কার গাওয়া হত ,সেই শাসকের আশীর্বাদে তার মত বহুজনের বিশাল সম্পদ হয়েছে ,বিত্তের শিখর ছুতে পেরেছে; আর আজকাল তাকে আর তার পতিত প্রভুকে গাল দেয় কিনা কিছু পুচকে ছোঁড়া !বলে কিনা তারা নাকি বেঈমান,চেতনার সাথে বিশ্বাসঘাতকতাকারি! 'যত সব মূর্খের দল' ।



কিন্তু এসব কথায় মিসকিন সাহেবের কিছুই যায় আসে না আজ।আজ দিনটা তিনি কাজে ব্যাস্ত থাকতে চান।

তার গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে কি জানো সমস্যা হচ্ছে কিছুদিন।এমনিতে বড় একটা যান না তিনি অফিসে,বহু মানুষের ঘামের গন্ধে তিনি অসুস্থ বোধ করেন তিনি; কিন্তু আজ যাবেন।শ্রমিক গুলো নাকি কাজে আসতে চাইছে না।তাদের কথা হল তার ফ্যাক্টরি বিল্ডিং নাকি ঝুঁকিপূর্ণ ।ধসে পরবে যেকোন সময় ।বোকার দল।প্রয়োজনে পিটিয়ে কাজে আনবেন।



সিদ্ধান্ত নেয়া হতেই উঠে দাড়ালেন তিনি ,পাঞ্জাবির ভাঁজ ঠিক করতে করতে চায়ের কাপটার দিকে চাইলেন এক মুহুর্ত।তারপর ঝড়ের বেগে দড়জা খুলে বাইরে বেরিয়ে গেলেন মিসকিন সাহেব।গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা গেলো অস্পষ্ট।





পেছনে বন্ধ দরজার এপারে ,চায়ের টেবিলে ভুলে যাওয়া চায়ের কাপের পাশে ভাঁজ করা পত্রিকায়,লাল হরফে জ্বলজ্বল করতে থাকে আজকের হেডিংটা...



'ভবন ধসে এগার শতাধিক শ্রমিক নিহত'











মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.