| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পানি আর সূর্যের আলো থেকেই এখন তৈরি হচ্ছে অফুরন্ত হাইড্রোজেন জ্বালানি । আবার জ্বলা শেষে হয়ে যাচ্ছেপানি । আসলে সূর্যের আলোর শক্তি কেই রূপান্তরিত করা হচ্ছে মাত্র।
আগে শুধুমাত্র রকেটে ব্যবহৃত হলেও বর্তমানে ক্রমশ সবকিছুতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহৃত হচ্ছে। আরও কিছুদিন পর বাণিজ্যিক ভাবে এর ব্যবহার শুরু হবে। পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটি তৈরি করা যায়। মানে এ জালানির প্রধান কাঁচামাল পানি। এ প্রক্রিয়াটি এখনও ব্যয়বহুল। তবে নতুন প্রযুক্তিতে শুধুমাত্র সূর্যের আলো ব্যবহার করে পানি থেকে হাইড্রোজেন প্রস্তুত করা হয়। সূর্যের আলোর প্রভাবে ফটো সেলে যে ইলেকট্রন নির্গত হয় সেই ইলেকট্রন দিয়ে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন প্রস্তুত করা হয়।
হাইড্রোজেন জ্বালানি পাওয়ার জন্যে অন্য তেমন কোন পরিশ্রমের দরকার নেই। রাস্তার পাশের একটি প্ল্যান্টই হাইড্রোজেন প্রস্তুত এবং বিক্রয় করতে পারে। শুধু দরকার পানি আর সূর্যের আলো।
জাহাজে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের জন্যে অনেক বড় কোন কিছুর দরকার নেই। দরকার শুধু লবনাক্ত পানি আর সূর্যের আলো।
জাহাজে এই প্ল্যান্ট ব্যবহারে বাড়তি হিসেবে সোডিয়াম হাইদ্রক্সাইড পাওয়া যায় যার বাজার মুল্য ব্যপক। তারমানে একটি জাহাজ এই প্ল্যান্ট বসানোর মাধ্যমে ভ্রাম্যমান কারখানায় পরিনত হয়।
হাইড্রোজেন জ্বালানি পরিবেশ বান্ধব জ্বালানি । তেলের জন্যে খুনোখুনি বন্ধ করার জন্যে এর ব্যাপক ভুমিকা থাকবে।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
কামরুল আলম চাদপুরী বলেছেন: তেমন কিছুই না, .সহজ প্রযুক্তি। এখনও অনেক ব্য্যবহুল, তবে অতি শিগ্রই সস্তা হবে। মোবাইল ও তো এক সময় ব্য্যবহুল ছিল।
২|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০
বিষণ্ণ বালক বলেছেন: চমৎকার শিক্ষামূলক পোস্ট। তবুও যদি পেট্রলের জন্য মধ্যপ্রাচ্চে মার্কিন পশ্চিমাদের আগ্রাসন বন্ধ হয় !
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
কামরুল আলম চাদপুরী বলেছেন: হবে হয়ত।
৩|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
পাস্ট পারফেক্ট বলেছেন: খরচার জন্যেই আপাতত মার্কেট পাচ্ছে না।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
কামরুল আলম চাদপুরী বলেছেন: তা সত্যি। সবাই যখন ব্যবহার শুরু করবে তখন আর তেমন খরচ হবে না।
৪|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
রুথলেস রাস্টস বলেছেন: সম্ভব না ভাই। আমি এটা নিয়ে পড়েছিলাম বেশকিছুদিন। যা মনে হল অনেক বেশি কস্টলি আর এটা মূলত সাইন্স ফেয়ার টাইপ প্রজেক্ট হয়েই থাকবে। বানিজ্যিকভাবে ব্যাবহার সম্ভব হবে না কখনও।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
কামরুল আলম চাদপুরী বলেছেন: হ্যা, এখনও অনেক কস্টলি ।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭
মামুন্ বলেছেন: কেমনে কি?