![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে বিশেষায়িত করার জন্য লিখতে চাই। সুতরাং আমার এই মুহূর্তেরর পরিচয় আমি একজন ছাত্র। এ জন্যই বলছি আমার লেখা পড়ে ভাল লাগুক আর খারাপ লাগুক, আপনার মতামত জানাতে ভুলবেন না।
দেশের বেশিরভাগ শিক্ষার্থী কোন রকম পরীক্ষায় আটেন্ড করেই A+ এর বন্যা বইয়ে দিচ্ছে।
তারপরও খেয়াল করে দেখেছেন কি দেশে শিক্ষিত মানুষের ভীষণ অভাব পড়েছে। আগের মানুষদের কথা না বললেই না। তারা বেশিরভাগই সশিক্ষায় শিক্ষিত ছিল। ছিল কোন প্লাসের ছরাছরি। তাতে কি হয়েছে, তাদের মধ্যে ছিল মানবিক গুন। মানুষের প্রতি ছিল তাদের সহানুভবতা। সেই সাথে তাদের কর্মে ছিল শক্ত বাক্তিত্তের ছাপ। আফসোস শিক্ষা এখন আর আমাদেরকে শিক্ষিত করে তোলে না।
©somewhere in net ltd.