![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে বিশেষায়িত করার জন্য লিখতে চাই। সুতরাং আমার এই মুহূর্তেরর পরিচয় আমি একজন ছাত্র। এ জন্যই বলছি আমার লেখা পড়ে ভাল লাগুক আর খারাপ লাগুক, আপনার মতামত জানাতে ভুলবেন না।
বহুকাল আগে গানবাজনা ছিল শুধুমাত্র রাজা বাদশা এবং জমিদারদের উপভোগ্য জিনিস। তারা গান বাজনার জন্য দূর দুরান্ত থেকে গানের দল নিয়ে আসতো। রাজা বাদশার বাড়িতে একটা নির্দিষ্ট সময় গানের আসর বসতো। গায়ক তার কণ্ঠে রাজা বাদশার মন জয়ের প্রতিযোগিতায় মগ্ন থাকতো। বাদশার পাশে থাকতো বড় বড় তাল পাখা। যা দিয়ে তাকে বাতাস করা হত। সব মিলিয়ে ব্যাপারটা কঠিন ছিল।
কিন্তু এখন দিন বদলে গেছে, আমরা চাইলেই যেকোনো ধরনের গান, যখন ইচ্ছে তখন শুনতে পারি।
গরমে অতিষ্ঠ হলে সুইচ চেপে শীতল বাতাস উপভোগ করতে পারি।
আবার চাইলেই পৃথিবীর এপার থেকে ওপার উরে বেড়াতে পারি। আর সেকেন্ডের মধ্যেই জেনে জেতে পারি পৃথিবীর পূর্ব পশ্চিমের খবর।
রাজা বাদশারা কিন্তু এসবের কিছুই পারতো না।
সেই সেন্স থেকে আপনাকে মানতেই হবে আমরা রাজা বাদশার থেকে অনেক ভাল আছি
©somewhere in net ltd.