নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার কান্না

সমাজকর্মী

কনক বর্মন

সমাজকর্মী

কনক বর্মন › বিস্তারিত পোস্টঃ

দাবিগুলো আপনারও, তাহলে কেন গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন?

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

জানি হরতালের মধ্যেও হয়তো অনেকে গাড়ি বের করবেন রাস্তায়, কারন আপনি নিশ্চিত করে জানেন যে এই হরতাল আহ্ববানকারীরা কোনভাবেই আপনার সম্পদ বা দেশের সম্পদের ক্ষতি করবে না। আঘাত করবে না আপনার শরীরে। বড়জোড় আমরা আপনাকে বুঝিয়ে বলবো। কিন্তু ভেবে দেখুন তো আমরা যে দাবিগুলো নিয়ে হরতাল আহ্ববান করেছি, সেই দাবিগুলো কি আপনার নয়? দাবিগুলো তো আপনারও। এই দেশ রাজাকারমুক্ত হোক, সেটা তো আপনিও চান। তাহলে কেন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন?



হরতাল এর আগেও হয়েছে, ভাংচুর-অগ্নিসংযোগ হয়েছে গাড়িতে! আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে মানুষকে! কারন ঐ হরতালগুলো ছিল আপনার সম্পদ নষ্ট করার, রক্ষা করার নয়। ঐ হরতালগুলো ছিল আপনাকে জীবন্ত পুড়িয়ে মারার, আপনাকে বাঁচাবার নয়। কিন্তু আজকের হরতালে সেইসবের কিছুই হবে না। আমরা শান্তিপূর্ণভাবে থাকবো রাজপথে। কারন আজকের হরতাল আপনাকে হত্যা করার জন্য নয়, আপনার সম্পদ নষ্ট করবার জন্য নয়....আজকের হরতাল আপনার-আমার প্রিয় মাতৃভূমিকে রাজাকারমুক্ত করার। পাশে থাকুন, আমরাও আপনার পাশেই আছি। জয় বাংলা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

আশিকুর রহমান ১ বলেছেন:

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

নাজ_সাদাত বলেছেন: হিন্দু সম্প্রদায়ের মানুষগুলানের এত চুলকানি কেন ইসলাম নিয়ে?? হাজার চেষ্টা করে ও ইসলামকে মুছে দিতে পারবেন কি আপনারা????

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

শিব্বির আহমেদ বলেছেন: একটি সহজ সুত্রঃ রাজাকারের সমর্থক রাজাকার হলে নাস্তিকের সমর্থক নাস্তিক ।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

জানপরী বলেছেন: পুলিশি পাহারায় হরতাল পালন না করে স্বাভাবিক ভাবে হরতাল পালন করুন দেখেন প্যান্ট খুজে বের করার জন্য হারিকেন লাগবে।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

জানপরী বলেছেন: পুলিশি পাহারায় হরতাল পালন না করে স্বাভাবিক ভাবে হরতাল পালন করুন দেখেন প্যান্ট খুজে বের করার জন্য হারিকেন লাগবে।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

নাজ_সাদাত বলেছেন: বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি করাই হল সাম্প্রদায়িকদের মুললক্ষ্য। আমাদের এই ভাইটি সেই চক্রান্তের শরিকদার। জাতিভাইদের আহব্বান অস্বীকার করেন কি করে।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

বাহাদুর বাপ্পী বলেছেন: হরতাল এর আগেও হয়েছে, ভাংচুর-অগ্নিসংযোগ হয়েছে গাড়িতে! গত ৪ বছরের সব সাধারন মছিলেও পুলিশ ছিল মারমুখী অবস্থানে আর তাদের হাতে ছিল বুলেট বা সাউন্ডগ্রেনেড থেকে শুরু করে ক্ষতিকার স্প্রে পর্যন্ত আর তার ব্যাবহার হয়েছেও প্রচুর, আর আপনাদের মিছিলে ছিল পুলিশের পাহারা , আরে ভাই পুলিশের পাহারায় কি ভাংচুর-অগ্নিসংযোগ সম্ভব !! এর আগের এক আধা বেলা হরতালেত পুলিশ নিজে পিকেটিং করেছিল আর আগুন জ্বালিয়েছিল! মনে নাই বুঝি ! দুস্টু কোথাকার ,

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

তিক্তভাষী বলেছেন: কোন হরতালই সমর্থনযোগ্য নয়। সব হরতালই সমভাবে দেশের ক্ষতি করে। সমস্যা সমাধানের জন্য অন্য চেষ্টা করা উচিত। আপনি আমরণ অনশন বা আত্মাহুতির মতো অপশন বিবেচনা করতে পারেন। আপনার ঐ উদ্যোগে আমার অগ্রিম সমর্থন জানালাম।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

মেঘ বলেছে যাব যাব বলেছেন: জানপরী বলেছেন: পুলিশি পাহারায় হরতাল পালন না করে স্বাভাবিক ভাবে হরতাল পালন করুন দেখেন প্যান্ট খুজে বের করার জন্য হারিকেন লাগবে


সহমত
পুলিশি পাহারা না থাকলে শুধু শাহাবাগের মোরটুকুতেই হরতাল করতে পারতেন না।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩

আলোকন বলেছেন: জানপরী বলেছেন: পুলিশি পাহারায় হরতাল পালন না করে স্বাভাবিক ভাবে হরতাল পালন করুন দেখেন প্যান্ট খুজে বের করার জন্য হারিকেন লাগবে

=p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.