নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার কান্না

সমাজকর্মী

কনক বর্মন

সমাজকর্মী

কনক বর্মন › বিস্তারিত পোস্টঃ

অপরাধীদের শাসিত চাই কিন্তু হরতাল এই মুহুর্তে কাম্য নয়!

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

সাভার হত্যাকান্ডের অপরাধীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে হরতালের ডাক দিয়েছেন বাসদ ও সিপিবি। অপরাধীদের গ্রেফতার এবং শাস্তি আমরাও চাই, তবে এই রকম একটি মুহুর্তে আপনাদের এই হরতালকে সমর্থন করতে সত্যিই খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে এই ভেবে যে, এখনো যেখানে জীবিত এবং মৃত আরো অনেক মানুষকে উদ্ধার কাজ অব্যাহত আছে....সেখানে যার যার জায়গায় তাকে থামিয়ে দেয়ার জন্য এমন একটি কর্মসূচী দিলেন কি করে! আপনারা কি ভেবে দেখেন নি যে...স্বজনহারা মানুষ তাঁদের প্রিয়জনের লাশের জন্য, চিকিৎসার জন্য সাভার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে কিভাবে হন্যেহয়ে খোঁজাখুজি করে বেড়াচ্ছেন? আপনারা কি ভেবে দেখেন নি যে...চাঁপাপড়ে এখনো যাঁরা বেঁচে আছে তাঁদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস-পত্র এবং যাঁদের চিকিৎসা চলছে তাঁদের জন্য ঔষধ-খাবার সংগ্রহ করার জন্য এবং সেগুলো সাভারে পৌঁছে দেয়ার জন্য সবাই দৌড়ে বেড়াচ্ছে? প্রতিমুহুর্তই এখন গুরুত্বপূর্ন সবার কাছে। আমরা মনেকরি, আপনারাও এই কাজগুলোর মধ্যদিয়ে নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিপদগ্রস্থ মানুষগুলোকে সহযোগীতার। তাহলে কেন এই বিপদের দিনে হরতাল দিয়ে একটি সমস্ত দিন সবার চলাফেরায় ব্যাঘাত ঘটাবেন? আশাকরি হরতালের বিষয়টি আপনারা পূনর্বিবেচনা করবেন। শত শত মানুষ হত্যাকারী রানা এবং রানা প্লাজায় অবস্থিত গার্মেন্টস মালিকদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে এই মুহুর্তে অন্য যেকোন কর্মসূচী দিন সাথে আছি। দয়াকরে শ্রমিকদের আবেগকে পুঁজি করে উলটো রাজনীতি করবেন না। যেটা আওয়ামীলীগ-বিএনপি'র রাজনীতি, বিশ্বাসকরি সেটা আপনাদের নয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

আকাশ বন্ধু বলেছেন: View this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.