নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতার কান্না

সমাজকর্মী

কনক বর্মন

সমাজকর্মী

কনক বর্মন › বিস্তারিত পোস্টঃ

নির্দয় হবেন না প্লিজ, আরেকবার ভাবুন!

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

শাহিনা মারা গেছে কেন সেটা ধরে নেয়া হচ্ছে? বেঁচেও তো থাকতে পারে! কোনভাবেই কি মৃত্যু কিংবা বেঁচে থাকার বিষয়টা নিশ্চিত হওয়া যায় না? প্লিজ আরেকবার চেষ্টা করে দেখুন না। আরো তো কেউ বেঁচে থাকতে পারে। কেন ভারি যন্ত্রপাতি ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছেন? আরো দুই-তিনদিন চেষ্টা করার পর ভারি যন্ত্রপাতির ব্যবহার করলে তো তাতে ক্ষতির কিছু নাই। বরং একজন মানুষকে বাঁচাতে পারলে সেটাই বা করবো না কেন! দয়াকরে সংশ্লিষ্টরা আরেকবার ভাবুন। নির্দয় হবেন না প্লিজ!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

অদ্ভুত স্বপ্ন বলেছেন: ভাই, তাঁর বেঁচে তাঁর সম্ভাবনা নেই বললেই চলে। কারণ সম্ভবত সে যেইখানে ছিল ঐ জায়গার আশেপাশে আগুন লেগেছিল। এতে উদ্দারকারী দলই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর ঐ বোন তো পাঁচদিন থেকে না খাওয়া।

আর ভারী যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে আপনার ধারণা অমূলক। এখনই বুলডোজার ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে না। উদ্ধার করার জন্য বিশেষ কিছু লিফটিং ম্যাকানিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করা হবে বা হচ্ছে এই উদ্ধার কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে এসে। এগুলো ব্যবহারে যদি কোনো প্রান থেকেও থাকে (যদিও তাঁর সম্ভাবনা একেবারে নেই বললেই চলে) তাহলে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

অদ্ভুত স্বপ্ন বলেছেন: ভাই, তাঁর বেঁচে তাঁর সম্ভাবনা নেই বললেই চলে। কারণ সম্ভবত সে যেইখানে ছিল ঐ জায়গার আশেপাশে আগুন লেগেছিল। এতে উদ্দারকারী দলই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর ঐ বোন তো পাঁচদিন থেকে না খাওয়া।

আর ভারী যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে আপনার ধারণা অমূলক। এখনই বুলডোজার ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হবে না। উদ্ধার করার জন্য বিশেষ কিছু লিফটিং ম্যাকানিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করা হবে বা হচ্ছে এই উদ্ধার কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে এসে। এগুলো ব্যবহারে যদি কোনো প্রান থেকেও থাকে (যদিও তাঁর সম্ভাবনা একেবারে নেই বললেই চলে) তাহলে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

ঢাকাইয়া০০৭ বলেছেন: অদ্ভুত স্বপ্ন-এর সাথে সহমত। তাছাড়া আরো একটি কথা যোগ করতে চাই, তাহলো আরো ২/৩ দিন অপেক্ষা করলে মৃতদের লাশগুলির অবস্থা কী হবে ভেবে দেখেছেন ? সবচেয়ে বড় কথা হ্যাভী ইকুইপমেন্ট ব্যবহার হলেও জীবীতদের উদ্ধারের ব্যবস্থা কিন্তু থাকছেই।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

ঢাকাইয়া০০৭ বলেছেন: অদ্ভুত স্বপ্ন-এর সাথে সহমত। তাছাড়া আরো একটি কথা যোগ করতে চাই, তাহলো আরো ২/৩ দিন অপেক্ষা করলে মৃতদের লাশগুলির অবস্থা কী হবে ভেবে দেখেছেন ? সবচেয়ে বড় কথা হ্যাভী ইকুইপমেন্ট ব্যবহার হলেও জীবীতদের উদ্ধারের ব্যবস্থা কিন্তু থাকছেই।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

ঢাকাইয়া০০৭ বলেছেন: অদ্ভুত স্বপ্ন-এর সাথে সহমত। তাছাড়া আরো একটি কথা যোগ করতে চাই, তাহলো আরো ২/৩ দিন অপেক্ষা করলে মৃতদের লাশগুলির অবস্থা কী হবে ভেবে দেখেছেন ? সবচেয়ে বড় কথা হ্যাভী ইকুইপমেন্ট ব্যবহার হলেও জীবীতদের উদ্ধারের ব্যবস্থা কিন্তু থাকছেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.