![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদমই নজিরবিহীন এক প্রেম! বিপরীত লিঙ্গের নয়, বরং সমলিঙ্গের দু’জন মানুষ জড়িয়েছে পরস্পরের প্রেমে। শুধু কি প্রেম, সে প্রেম রীতিমতো পরিণয়ে গড়িয়েছে। হ্যাঁ, মালাবদল করে দুই তরুণী, সানজিদা আর পূজা, ঘরও বেঁধেছেন গোপনে। এরপর এ নিয়ে হয়ে গেল কতো না নাটক--- থানা-পুলিশ, লোক জানাজানি!
পশ্চিমা সমাজে হলে খুব একটা অবাক হতো না কেউ। কেননা সেখানে নারী সমকামিতা বা লেসবিয়ান প্রেমের নজিরও ভুরি ভুরি। কিন্তু ব্যাপারটা যে ঘটেছে বাংলাদেশের মতো রক্ষণশীল সমাজে। সমাজের ট্যাবু ভাঙ্গা এই বিরলতম ঘটনাটি তাই ভুরু কপালে তুলে দিয়েছে সংশ্লিষ্টদের।
পিরোজপুর জেলার দুই তরুণী শ্রাবন্তী রায় পূজা (১৬) ও মোছাম্মৎ সানজিদা (২১)। টানা ক’বছর ধরে প্রেম করে গেছেন দু’জনে—নিভৃতে, গোপনে। তাদের পরিচয়টা হয়েছিল মোবাইল ফোনের সূত্র ধরে। দিনে দিনে তাদের সখ্য রূপ নেয় প্রেমে। তারপর তারা সিদ্ধান্ত নেয় দূরে কোথাও পালিয়ে গিয়ে ঘর বাঁধবে। যেমন বলা তেমনই কাজ।
গত ১৪ জুলাই ঘর ছেড়ে পিরোজপুর থেকে ঢাকায় চলে আসেন দু’জন। রাজধানীর মোহাম্মদপুরের মোহম্মদীয়া হাউজিংয়ের ৫ নম্বর রোডের ১১ নম্বর বাসা ‘ময়না ভিলা’য় ‘সুখের ঠিকানা’য় ভাড়া নেন।
এদিকে শ্রাবন্তী রায় পূজার বাবা কৃষ্ণকান্তি শীল মেয়েকে না পেয়ে গত ২০ জুলাই পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কৃষ্ণ অপহরণকারীকে গ্রেফতারের জন্য সোর্স নিয়োগ করেন। তিনি জানতে পারেন পূজাকে ‘অপহরণকারী’ আর কেউ নন, তিনিও আরেকজন নারী। তার নাম মোছা. সানজিদা ।
তাদের মোবাইল ট্র্যাকিং করে তিনি জানতে পারেন তারা রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় অবস্থান করছেন। পরে র্যাব-২ এর সহযোগিতায় সানজিদা ও পূজাকে মঙ্গলবার দুপুরে ময়না ভিলা থেকে আটক করা হয়। উদ্ধারের পর তাদের প্রেমের বিষয়ে জানা যায় চাঞ্চল্যকর তথ্য।
সানজিদা পিরোজপুর গভর্নমেন্ট সোহরাওয়ার্দী কলেজের অনার্সের ছাত্রী। সানজিদা র্যাবকে জানান, তারা একে অপরকে দীর্ঘ দিন ধরে ভালোবেসে আসছিলেন। শেষমেষ ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পিরোজপুর থেকে ঢাকায় পালিয়ে আসেন দু’জনে।
পূজাও র্যাব কর্মকর্তা লে. সাজ্জাদকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে বলেছেন, ‘একটা ছেলে যদি একটি মেয়েকে ভালো বাসতে পারে, তবে একটা মেয়ে কেন আরেকটা মেয়েকে ভালোবাসতে পারবে না?’
‘ঘর বাঁধার স্বপ্ন নিয়ে আমরা ঢাকায় এসেছি। হিন্দুশাস্ত্র মতে সোমবার সন্ধ্যায় ওই বাসায় সিঁদুর পরিয়ে সানজিদা আমাকে বিয়ে করেছে।’
পূজা নিখোঁজ হওয়ার পর তার বাবার দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বাদল কৃষ্ণ হতবাকই হয়েছেন শুধু। কারণ এমন অদ্ভুতুড়ে কাণ্ড তিনি কস্মিনকালেও দেখেননি বা শোনেননি।
এসআই কৃষ্ণ বাংলানিউজকে তার বিস্ময় মেশানো প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘প্রথমে আমি মনে করেছিলাম পূজাকে কোনো প্রেমিক এসে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু তদন্ত করে গিয়ে দেখি, এতো আরেক নারী সানজিদা। আর সেই হলো কিনা পূজার প্রেমিক!’
তিনি বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা যখন তাদের সন্ধান পাই তখন র্যাব-২ এর সহায়তায় তাদের আটক করি।
র্যাব-২ এর লে. সাজ্জাদ জানান, ‘তাদের উদ্ধার (আটক) করার পর তাদের কথাবার্তা শুনে অবাক হয়েছি। কারণ একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে এটাই স্বাভাবিক। কিন্তু একটি মেয়ে আরেকটি মেয়েকে বিয়ে করে ঘর বেঁধেছে---এমনটা তো এদেশে স্বপ্নেও বিরল।’
উদ্ধারের পর দু’জনকে র্যাব-২ শিয়া মসজিদ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শেষে পূজার বাবার করা মামলার সূত্রে তদন্তকারী কর্মকর্তা এসআইর বাদল কৃষ্ণের কাছে সোপর্দ করা হয়।
বাদল তাদের নিয়ে পিরোজপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সানজিদার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায় ও পূজার বাড়ি পিরোজপুর সদর থানার কুমুড়িয়া গ্রামে।
সুত্রঃ দুই তরুণীর মালাবদল!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৬
আমি কানিজ বলেছেন: কৈ ভায়া, মেরে তো দি নি!! নিজে তো দিয়ে দিয়েছি কোথা হতে নেয়া হয়েছে।। একটু চোখ খুল্লেই দেখতে পেতেন ঃ)
২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৬
নতুন বলেছেন: দুই তরুনীর ছবি দেওয়া কি ঠিক হলো?
এরা কারুর কোন ক্ষতি তো করতেছে না.... এদের ছবি সরিয়ে দিন..
সমাজে ক্রাইম অসামাজিক কার্যকলাপ আগেও ছিল পরেও থাকবে।উন্নত দেশ গুলোতে ক্রাইমারের ছবি দেয়া হয় না। আজকে যদি ধর্মীয় মৌলবাদীরা এই মেয়ে দুইটাকে মেরে ফেলে তার দায়িত্ব কে নেবে??
দু'জন প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় একত্রে বসবাস করলে দেশের কোন আইনটি ভঙ্গ হয় ? তাঁরা কার কোন ক্ষতিটা করেছে ??
আমি মুক্ত, আমি স্বাধীন। মুক্ত চিন্তা আমার ধর্ম।
এই হইলো মুক্ত চিন্তার ফল?
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩২
আমি কানিজ বলেছেন: যান ভায়া ছবিখানা সরিয়ে ফেললাম।। তবে এরা যা করেছে তা কি ঠিক করছে??
আপনি যদি এটাকে মুক্ত চিন্তা বলেন মানতে পারলাম না!! এটা বিকৃত মানুষিকতা ছাড়া আর কিছু না।।
আর ছবিটা আগেই প্রকাশ করা হয়েছে বলে দিয়েছিলাম। পুরো ফেসবুকে আজ এই ছবি, তাই আমার এই দেয়া দিয়ে খুব একটা ক্ষতি মনে হয় না হবে...
৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১
নিকষ বলেছেন: একটা তো নিতান্তই বাচ্চা (আইন অনুযায়ী আরকি)। ধর্ষণ মামলা হবে কি জানার ইচ্ছা রাখি। আশা করি উক্ত পত্রিকা জানাইতে থাকিবে।
৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১২
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: @নতুন ভাই, একটা মেয়ে (পূজা) কিন্তু অপ্রাপ্তবয়ষ্ক। এই কাজে তাই সমর্থন দিতে পারলাম না।
৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬
নতুন বলেছেন: ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: @নতুন ভাই, একটা মেয়ে (পূজা) কিন্তু অপ্রাপ্তবয়ষ্ক। এই কাজে তাই সমর্থন দিতে পারলাম না।
সমকামিতাকে আমি ভাল মনে করিনা.... কিন্তু এটা তাদের ব্যাক্তিগত ব্যপার...
তাই তাতে আমি নাক গলাবোনা...
আমি বলেছি তাদের ছবি দেওয়ার বিষয়....
৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭
সাইফুল বাতেন টিটো বলেছেন: আনার কাছে দুনকে ই প্রাপ্তবয়স্ক মনে হয়? @ নতুন আপু
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
আমি কানিজ বলেছেন: চামচামি করেন কেলা?? ভালা হয়ে যান .।
৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:২০
নতুন বলেছেন: @ সাইফুল বাতেন টিটো আমি আপু না....
সমকামিতাকে আমি ভাল মনে করিনা.... কিন্তু এটা তাদের ব্যাক্তিগত ব্যপার...
তাই তাতে আমি নাক গলাবোনা...
আমি বলেছি তাদের ছবি দেওয়ার বিষয়.... ছবি দিলেন ... এখন যদি কেউ তাহার উপরে হামলা করে... ক্ষতি করে...সামাজে হেয় করে তার জন্য কি আপনারা দায়ী না...
৮| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নাউজুবিল্লাহ !!!
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
আমি কানিজ বলেছেন: নাউজুবিল্লাহ !!!
৯| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৮
সাইফুল বাতেন টিটো বলেছেন: @ নতুন ভাইয়া সরি ভাইয়া, বাংলাদেশে নতুন নামে এক সময় একজন নায়িকা ছিলেন তো.....। আমি আপনার কথা বুঝতে পেরেছি এবং একমত ও বটে। কিন্তু আপনি কিন্তু এও বলেছেন যে ''দু'জন প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় একত্রে বসবাস করলে দেশের কোন আইনটি ভঙ্গ হয় ? তাঁরা কার কোন ক্ষতিটা করেছে ??'' অথচ তাদের একজন কিন্তু অপ্রাপ্ত বয়স্কা। ধন্যবাদ।
১০| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৪
নতুন বলেছেন: ঠিক আছে অপ্রাপ্ত বয়স্কা বলে তার প্রতিবাদ আমি করবো... কিন্তু তাদের কাউকে সমাজের চোখে খারাপ বানাবো না...
এটা তাদের একটা চয়েস... তার জন্য সবাই মিলে তাদের জীবন নস্ট করতে পারিনা...
আমি এই ভাবে অপ্রাপ্ত বয়সকো কারুর সাথে সম্পকে সমথ`ন করিনা... কিন্তু সবাই যেইভাবে এইটা নিয়ে শুরু করেছে সেটা অবশ্যই বাড়াবাড়ী...
১১| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৪
নষ্ট ছেলে বলেছেন: বাংলাদেশের আইনে কি সমকামিতা সমর্থন করে? নাকি এমন কোন আইনই নাই?
বাংলানিউজ ছবিটা পরিবর্তন করেছে।
১২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৮
নতুন বলেছেন: @ টিটো .. ব্লগের ভাষা ব্যবহার করেন প্লিজ...
১৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৭
সাইফুল বাতেন টিটো বলেছেন: @ নতুন- সরি দাদা। আমি চেষ্টা করেছিলাম যথেষ্ট। এই মেয়েটা আবার লিখে রেখেছে আমি মুক্ত, আমি স্বাধীন। মুক্ত চিন্তা আমার ধর্ম।
এইটা কি তার মুক্ত চিন্তার ফল? আপনি বলেন.......
১৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১
নতুন বলেছেন: আমি তার মুক্ত চিন্তা নিয়ে প্রশ্ন করেছি...
কিন্তু বাজে ভাষার ব্যবহার কখনোই সমথ`ন করতে পারিনা...
আপনি বাজে ভাষা ব্যবহার করলে আপনার পারসোনালিটিই প্রকাশ পায়... তাই অবশ্যই বাজে শব্দ ব্যবহার থেকে দুরে থাকতে হবে...
একজন যদি আপনাকে গালি দেয় আর আপনিও তাকে গালি দেন তাতে দুজনের মাঝে তফাত কোথায়???
১৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩০
সাইফুল বাতেন টিটো বলেছেন: আমি দু:খিত এবং ক্ষমা প্রার্থী।
১৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬
লিঙ্কনহুসাইন বলেছেন: একজন ধর্ষক বা খুনির চাইতে কি তারা ভালো নয় ? তার পরেও আমরা তাদের খারাপ চোখে দেখি হয় তো একজন খুনি বা ধর্ষক কে নিয়ে এভাবে নিউজ করা হতোনা । এই নিউজে সব নিউজ পেপার ভরে গেছে । আর আমরা ঘৃনায় থুথু মারছি , অথচ একজন ধর্ষক বা খুনি চরিত্রের চাইতে তাদের চরিত্র অনেক ভালো । তার পরেও তাদের নিয়ে হাসাহাসি করি ।
একটা নিউজ দেখলাম । কুষ্টিয়ায় কওমী সমকামী শিক্ষকের সাথে ঘুমাতে রাজী না হওয়ায় ৯ বছরের শিশুকে বেদম মারপিট এর পর শিশুটি জ্ঞান হারায় , এই নিউজটা কি এই দুই মেয়ের নিউজের চাইতেও জঘন্য নয় ?
১৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৯
আল ইফরান বলেছেন: ৩৭৭ ধারায় ধরা খাওয়া এবং তারপর কোনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে পলিটিক্যাল এসাইলাম পাওয়া ১০০% নিশ্চিত
১৮| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০০
মোহাম্মাদ রাকিবুল হাসান বলেছেন: বাংলাদেশে আইন হয়েছেতো শুনছিলাম,,,
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
বুনিয়াদি ভ্রমঘাতিকা বলেছেন: আমি সমকামি সম্পর্কে যতটা জানি এখানে একটু বলি।
১. পৃথিবীর প্রায় ৪০০এরও অধিক প্রজাতির প্রাণী আছে জাদের মধ্যে সমকামিরা আছে। যেসব প্রাণীদের মধ্যে সমকামিতা আছে তাদের সংখ্যা প্রায় ১০%। মানুষও এই প্রাকৃতিক নিয়ম বজার রেখেছে। জরিপ বলে মানুষের মধ্যে ৩.৭% সমকামি।
২. সমকামিতার পিছনে জিন কাজ করে। আর যে বিষয়ের উপর বেশি মনোযোগ দেয় মানুষ মানে "সবাই যদি সমকামি হত" সেটা আদৌ সম্ভব না।
৩। সমকামিরা ইচ্ছাকৃতভাবে এমন পথ বেছে নেয় না। তারা প্রাকৃতিকভাবে বিপরীত লিঙ্গের প্রতি অনাসক্ত। আপনি ধার্মিক হিসেবে এটাকে রোগ বলেন বা যাই বলেন এর জন্য তাকে শাস্তি বা ভুল বলা অযৌক্তিক।
৪। সমকামিরা সাধারনত সন্তান দত্তক নেয়। এটা খুবই মহৎ কাজ। প্ৃথিবীতে অনেক শিশুই এতিম হওয়ার মত দুর্ভাগ্য বহন করে। সমকামিদের এই মহৎ আমাদের দৃষ্টিগোচর করা উচিত না।
৫। ইসলামিক বিশেষজ্ঞ ডঃ জাকির নায়েক আরও কিছু স্কলাররা ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এই বলে যে অবাধ যৌনতা মানুষকে সমকামি করে তুলে। বিষয়টা খুবই ভুল ও অনৈতিক যুক্তি চয়ন। কেননা এমন অগণিত সমকামীজুগল আছে যারা সারাজীবন একই সঙ্গির সাথে থাকে। ছেলে-মেয়ে জুগলের মতও তাদের মাঝে ভালবাসা ও কমিটমেন্ট আছে এটা স্বাভাবিক।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩
সাইফুল বাতেন টিটো বলেছেন: কিছু না বলে ই এভাবে মেরে দিলেন দিদি!!!