![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মসদ ইউনূস সরাসরি রাজনীতিতে আসছেন। দলের নাম দিয়েছেন ‘গ্রামীণ পার্টি বাংলাদেশ’(জিপিবি)। আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন বলে তার একটি ঘনিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী এই রাজনৈতিক দলের কার্যালয় হবে রাজধানীর মিরপুরে অবস্থিত ‘ইউনূস সেন্টার’। দলের আত্মপ্রকাশের পরই নিবন্ধনের জন্য আবেদন করা হবে নির্বাচন কমিশনে।
ড. ইউনূসকে নিয়ে যখন পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনা হচ্ছে তখন তিনি তার অনুসারীদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া প্রায় চুড়ান্ত করে ফেলেছেন। দলে তিনি চেয়ারম্যান হিসেবে থাকবেন। মহাসচিব ও প্রেসিডিয়ামসহ ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থাকবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম হবে ২১ সদস্যের প্রেসিডিয়াম।
এদিকে দল গঠনের পরই আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা ১০টি দল নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করবেন ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষে তিনি অনেকদূর এগিয়ে গেছেন। আলোচনাও করেছেন কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে।
সূত্র জানায়, ড. ইউনূসের নতুন রাজনৈতিক দল ‘গ্রামীণ পার্টি বাংলাদেশ’(জিপিবি)’র সাথে যোগ দিয়ে জোট গঠনের প্রস্তুতি নিচ্ছেন, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের গণফেরাম, বি চৌধুরীর বিকল্পধারা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ, মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য পরিষদ ও আ স ম আব্দুর রবের জাসদসহ সমমনা ১০টি দল।
ইতিমধ্যে উল্লেখিত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে জোট গঠনের ব্যাপারে আলাপ আলোচনা শুরু হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সূত্র জানায়।
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক-জনতা লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় শেষে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, দেশে অশান্তি দূর করতে ও সামগ্রিক অগ্রগতির জন্য নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, দেশে অশান্তির কালো মেঘ ঘনিয়ে এসেছে। এ অশান্তি দেশের মানুষের প্রাপ্য নয়। কারও কারও ইচ্ছার কারণে, কোনো দল বা দলসমূহের ইচ্ছার কারণে যদি অশান্তির সৃষ্টি হয়, তাহলে দেশের মানুষ তাঁদের ক্ষমা করবে না।আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আকুল আবেদন করছি, আপনারা সমঝোতায় আসুন। আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করুন। নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে।
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, বৈঠকে আমরা একমত হয়েছি। এসময় তাঁর দল কৃষক-শ্রমিক-জনতা লীগ গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের পাশে থাকবে এবং গ্রামীণ ব্যাংকের ক্ষতি হতে দেবে না। গ্রামীণ ব্যাংক ধ্বংসে সরকার যে পাঁয়তারা করছে, তা রুখে দিতে তাঁরা বদ্ধপরিকর।
এদিকে তত্ত্ববধায়ক ইস্যু নিয়ে ড. ইউনুসের বক্তব্যের তীব্র সমালোচনায় সরকারী দলের এমপি মন্ত্রী ও সিনিয়র নেতারা।
বৃহস্পতিবার সিলেটে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, অধ্যাপক ইউনূস অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ। তবে তিনি রাজনীতির পোষাকটা পরতে চান না। এখন তিনি যা করছেন তা একান্তই রাজনীতিবিদদের কাজ এবং সম্পূর্ণ নীতিবর্জিত এবং গ্রামীণ ব্যাংকে ধ্বংস করার উদ্যোগ।
কুষ্টিয়া মিরপুর উপজেলার কাকিলাদহ এলাকায় জাস্টিস রাধা বিনোদ পাল মডেল ভিলেজ স্মৃতি ফলক ও চক্ষু শিবির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ড. ইউনূসের দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তিনি দীর্ঘদিন পর ঘোমটা খুলে রাজনীতিতে এসেছেন, এজন্য আমরা তাকে অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
ড. ইউনূসের রাজনৈতিক দলের সঙ্গে জড়িত এমন একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বাংলাদেশ গ্রামীণ পার্টিই হবে বৃহৎ রাজনৈতিক প্লাটফরম। চিহ্নিত কতিপয় রাজনৈতিক নেতা ছাড়া দেশের সৎ ও যোগ্য নাগরিকরাই এ দলের সদস্য হতে পারবেন।
জোট মহাজোটের বাইরে ড. ইউনূস, ড. কামাল, বি চৌধুরী, রব, মান্না ও কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোটই হবে দেশের সবচেয়ে আদর্শিক রাজনৈতিক জোট এমন দাবি ড. ইউনুসের ঘনিষ্টদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এজোট ৩শ’ আসনে যোগ্য প্রার্থী দাড় করানোর চেষ্টা করবে
সুত্রঃ অবশেষে রাজনীতিতে ড. ইউনূস
২| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫১
ভিটামিন সি বলেছেন: আপনার ধারণা যদি সত্যি হয় তাহলে "ডঃ মুহম্মদ ইউনুসকে জানাই লাল সেলাম।" আমি নিজে সে দলে যোগ দেব। প্রচলিত পরিবার কেন্দ্রিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া থেকে দেশকে উত্তরণের এক মোক্ষম হাতিয়ার হতে পারে এই দল।
৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০১
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: একাত্তরের রাজাকাররা তো ভালোই ছিলো,ওরা দুটো দেশকে এক সাথে করার চেষ্টায় ছিলো,কিন্তু এই রাজাকারতো নিজের দেশটাকে হাজার টুকরো করার জন্য মার্কিনীদের দালাল হয়ে আসতেছে।
এই লোকের জন্য শুধু ঘৃণা।
৪| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০২
েবনিটগ বলেছেন: বহি লয়ে অতীতের সকল বেদনা ,
ক্লান্তি লয়ে , গ্লানি লয়ে , লয়ে মুহূর্তের আবর্জনা ,
লয়ে প্রীতি ,
লয়ে সুখস্মৃতি ,
আলিঙ্গন ধীরে ধীরে শিথিল করিয়া
এই দেহ যেতেছে সরিয়া
মোর কাছ হতে ।
সেই রিক্ত অবকাশ যে আলোতে
পূর্ণ হয়ে আসে
অনাসক্ত আনন্দ - উদ্ভাসে
নির্মল পরশ তার
খুলি দিল গত রজনীর দ্বার ।
নবজীবনের রেখা
আলোরূপে প্রথম দিতেছে দেখা ;
কোনো চিহ্ন পড়ে নাই তাহে ,
কোনো ভার ; ভাসিতেছে সত্তার প্রবাহে
সৃষ্টির আদিমতারা - সম
এ চৈতন্য মম ।
ক্ষোভ তার নাই দুঃখে সুখে ;
যাত্রার আরম্ভ তার নাহি জানি কোন্ লক্ষ্যমুখে ।
পিছনের ডাক
আসিতেছে শীর্ণ হয়ে ; সম্মুখেতে নিস্তব্ধ নির্বাক্
ভবিষ্যৎ জ্যোতির্ময়
অশোক অভয় ,
স্বাক্ষর লিখিল তাহে সূর্য অস্তগামী ।
যে মন্ত্র উদাত্ত সুরে উঠে শূন্যে সেই মন্ত্র— ‘ আমি ' ।
রবি ঠাকুর
৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪
আহলান বলেছেন: ওনার গ্রামীণের সফলতা কতখানি? সবাইকে দিয়ে সব কিছু হয় না।
৬| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩
রাহুল বলেছেন: কেউ পাকিস্তানের দালাল আর কেউ আমেরিকার দালাল...ভালোতো,ভালোনা?
৭| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৭
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: রাহুল বলেছেন: কেউ পাকিস্তানের দালাল আর কেউ আমেরিকার দালাল...
৮| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫১
কুহক' বলেছেন: হাহ্... হাসিনা এই পর্যন্ত আম্রিকার লগে আলোচনায় বইলো না বইল্ল্যা আর কত ভাবে চাপ দিবো?
কুত্তার সামনে বরাবর হাড্ডি রাখাই শ্রেয়।
৯| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩
আদরসারািদন বলেছেন: ঐ আম্লিকার দালালের মুখে জুতার বাড়ি
এই আমাদের, মানে বাংলাদেশের জনগণের কপালটাই খারাপ
১০| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩
দখিনা বাতাস বলেছেন: মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য পরিষদ- এইটা কোন মাহমুদুর রহমান? আমার দেশের চোরটা? উত্তরা আর্টিসান কেলংকারির শুয়োরটা? ঐ মাহমুদ হইলে তো কামই সারছে। ইউনুস ভাই নিজেই ইলেকসনে জামানত হারাইবো- ইনশাল্লাহ।
নোবেল পাওয়া পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু নোবেল প্রাইজ আনতে গিয়া বিমান ভইরা বিরাট আয়োজন কইরা লোকজন নিয়া যখন গেলো, তখনই বুজা গেছিল লোকটার মাথা আউলাইয়া গেছে নোবেল পাইয়া।
১১| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
দখিনা বাতাস বলেছেন: উপরে যারা ইউনুস সাবের দলে যোগ দিবার চাইতাছেন, তাদের কাছে একটা অনুরোধ করি, আপনার উনারে একটু বুঝান যে, আমেরিকা যার বন্দু- তার শত্রু লাগেনা।
১২| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪
মেহেদী হাসান মানিক বলেছেন: ভাইয়েরা খাড়ান, সরকার কইতাছে গ্রামীন নামটা নাকি ইউনুসের জন্য
অবৈধ "ব্র্যান্ড"
এই নামে দল নিবন্ধন করতে পারে কি না সেটাই দেখার বিষয়???
১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৮
জহির উদদীন বলেছেন: আমি যত টুকু জানি ড. মুহাম্মদ ইউনূস একবার বলেছিলেন নেড়া বেল তলায় একবারই যায়।
ড. মুহাম্মদ ইউনূসকে কৌশলে বিষোদগার করার জন্য এটা একটা রিউমার কারণ অনেকেই আছেন যারা ড. মুহাম্মদ ইউনূসকে নিরপেক্ষ ভাবে পছন্দ করেন এবং প্রথম বাংলাদেশী নোবেল বিজয়ী বলে গর্ববোধ করেন কিন্তু এই খবর যখন তাদের কান পর্যন্ত পৌছবে তখনই এই নিরপেক্ষ তার রাজনীতিতে আশাটা ভাল ভাবে নিবে না এবং তখনই ড. মুহাম্মদ ইউনূস বিপক্ষে অবস্থান বা তার রাজনীতিতে আশাকে সমালোচনা করবেন।
এতেই ড. মুহাম্মদ ইউনূস এর জনপ্রয়িতা ক্ষুন্ন করার একটা আওয়ামী ষড়যন্ত্র বলে আমি মনে করি.....
১৪| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৫
মো: আতিকুর রহমান বলেছেন: আমার পক্ষ থেকে স্বাগতম....
১৫| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মেমননীয় বলেছেন: আবার একটা রিওমার ছড়ানো হচ্ছে!
http://www.eimatro.com/17665.php
১৬| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
স্বপন সরকার বলেছেন: রাজনীতিতে স্বাগতম
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯
খেয়া ঘাট বলেছেন: উনাকে রাজনীতিতে স্বাগতম। উনার জন্য মনপ্রাণে কাজ করতে চাই।
উনার দল ১০ কোটি ভোট পেলেও সাথে আছি, উনার দল ১ ভোট পেলেও সাথে আছি।