![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে ওয়েবমাষ্টার হিসেবে র্কমরত আছি। কম্পিউটার নিয়ে আমার কাজ সারাদিন। ওয়েবসাইট বানাই, ব্লগ লিখি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি … দিন কেটে যায়। সার্চ ইঞ্জিন, বিশেষ করে গুগল, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্লগিং আর ইন্টারনেটে আয়ের উপায় নিয়ে পড়তে ও লিখতে ভালবাসি। আর অর্জিত জ্ঞানগুলো ঝাড়ি বিভিন্ন ব্লগে।
ব্লগ লেখায় বাংলার ব্যবহার প্রশংসনীয়, কিন্তু ভুল বানান আজকাল খুবই পীড়া দিচ্ছে, তার উপর যুক্তাক্ষর তো আছেই। তাই কিছু বহুল লিখিত বাংলা বানান লিখে দিচ্ছি। পন্ডিতম্মন্যতা ফলাচ্ছি না, কাউকে ছোটও করছি না, কেবলমাত্র ভুল সংশোধনের জন্য হলেও বানানের প্রতি নজর দেয়া উচিৎ।
অন্যরাও মন্তব্যের খাতায় বানান নতুন নতুন শব্দের বানান লিখে ব্লগটিকে সমৃদ্ধ করুন।
জ্ঞান = জ + ঞ
গন্ধ = ন + ধ
আত্মীয় = ত + ম
ক্ষতি = ক + ষ
গন্তব্য = ন + ত
স্থান = স + থ
সম্মুখীন = ম + ম
ধন্যবাদ সবাইকে, ।
২| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
হাসান বলেছেন: ণ = হরিণ কোণ (ত্রিভূজের কোণ),
ন = কোন (প্রশ্নের ক্ষেত্রে)
আরেকটা কথা, যতদূর মনে পড়ে যেকোন ইংরেজী শব্দ বাংলায় লিখলে সেটা সবসময় 'ষ' দিয়ে হবে। যেমনঃ ঘোষ্ট, পোষ্ট, লাষ্ট।
প্রতিষ্ঠান = ষ + ঠ ( ভুল ষ + ট / স + ট )
আপাতত এটাই মনে পড়ছে। আমারও ভূল হতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
৩| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
অতিথি বলেছেন: হাসান ভাই মোরে কবিতা লেখার আইডিয়া দিলেন একখান!
৪| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
হাসান বলেছেন: মুখফোড়ঃ কবিতা লেখার আগে কয়েকটা সঠিক বানান মন্তব্যের ঘরে পোষ্ট করে আমাকে বাধিত করেন।
৫| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
অতিথি বলেছেন: উঁহু, মূর্ধ্য ষ এর খেইল শেষ বিদেশী শব্দের বেলায়। বাস্ট, লাস্ট, টেস্ট, চেস্ট ... সব দন্ত্য স দিয়ে।
৬| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
হাসান বলেছেন: বিদেশী শব্দে স এর ব্যবহার কি প্রচলিত হিসেবে নাকি ব্যকরণের হিসেবে?
৭| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
হাসান বলেছেন: ভুল----------------ঠিক
ব্যাবসা----------ব্যবসা
দারিদ্রতা----------দরিদ্রতা
৮| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
অতিথি বলেছেন: তবে বাংলা বানানে হ্রস্ব ই আর দীর্ঘ ঈ নিয়ে একটা বিশাল ক্যাচাল লেগে গেছে, যার ভুক্তভোগী আমার মতো আমপাবলিক। বিদেশী নাকি বিদেশি? পশ্চিমবঙ্গের দাদাবৃন্দ দেদারসে হ্রস্ব ই ব্যবহার করেন, যেমন রানি, দেশি, মাগি ... কিন্তু আমরা লিখি রানী, দেশী, মাগী ...। আমাদের বাংলা একাডেমীর বানান বিষয়ক সর্বশেষ ফতোয়াটি আমার গোচরে আসেনি, আমিও কিছুটা পুরনো বানানরীতিতে লিখে অভ্যস্ত।
এছাড়াও ক আর মূর্ধ্য ষ এর আলিঙ্গনে যে ক্ষ-এর উৎপত্তি, তার পরে য ফলা লাগাবো নাকি ফলা ছাড়াই তাকে ছুঁড়ে মারবো, সেটা নিয়েও বিবাদ বর্তমান। লক্ষ্য নাকি লক্ষ? আমি তো লিখতাম লক্ষ্য মানে উদ্দেশ্য, আর লক্ষ হচ্ছে লাখ। পরে শুনি এখন আর ক্ষ-এর পর ফলা যোগ করা জায়েয নয়। অভিলক্ষ পালেট ফেললাম তখন।
করলো, নাকি করল? এই ঢলোঢলো ল-এর দু'পাশে সান্ত্রী হিসেবে েআর া যোগ করবো কি? কেউ লিখছেন দেখল, কেউ দেখলো। আপদ।
তবে ভাই ব্লগবন্ধু হাসান, বিজয়ের মজ্জাগত কিছু সমস্যার কারণে এখানে অনেকের পোস্টেই ছাপাখানার মামদো হানা দেয়। এই জব্বারিক জটিলতা থেকে মুক্তির উপায় কী?
৯| ১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
অতিথি বলেছেন: হাসান পাঁচটাকায় বাংলা একাডেমি প্রমিত বানানের রীতি বিক্রি করে। সেটি কিনে নিয়ে এখানে দিলে অনেকের সুবিধা হবে।
১০| ১৮ ই মার্চ, ২০০৬ বিকাল ৩:০৩
হাসান বলেছেন: আমি কিন্তু '্য' ফলা কিংবা ''ি -'ী' নিয়ে বানান ভুল বলিনি, আমার প্রথম কয়'টা বানান দেখুন। খুবই সহজ কিন্তু প্রতিদিনের ব্লগগুলো পড়ুন। প্রায় সবগুলোতেই এই বানানগুলো ভুল। এই বানানগুলো তো জব্বারের কী-বোর্ডেও সঠিকভাবে লেখা যায়।
বাংলা একাডেমী কথা বাদই দিলাম। বেশ ক'মাস আগে খবরের কাগজে পড়েছিলাম, ওরা শুদ্ধ বানানের নামে যে অভিধান বের করছে সেটাই ভুল বানানের আখড়া। সম্পূর্ণ বাংলা বানান ওলোট-পালোট করে ফেলবে না।
আমার কাছে বাংলা বানানের ধর্মগ্রন্থ হিসেবে, মাধ্যমিক শ্রেনীর হলুদ রংয়ের বাংলা ব্যকরণের একটা চটি বই ছিল এককালে সম্ভবত মুনীর চৌধুরীর সম্পাদিত, ওইটাকেই এখনও মানি। যদিও বইটা এ মুহুর্তের আমার কাছে নেই।
১১| ১৮ ই মার্চ, ২০০৬ বিকাল ৫:০৩
অতিথি বলেছেন: হাসান, আপনার উপরের "ঘোষ্ট/পোষ্ট/লাষ্ট" নিয়ে বলছি ...
ছোট বেলায় আমাদের শেখানো হয়েছিল (হয়েছিলো?) 'ট' বা 'ঠ'-এর আগে 'স' বা 'ন' থাকলে ষ-ত্ব/ ণ-ত্ব বিধান খাটবে। যেমন, কষ্ট, কাষ্ঠ, ঘণ্টা, কণ্ঠ ইত্যাদি। কিন্ত, যদি শব্দটি হয় বিদেশি (বিদেশী?) তবে ব্যতিক্রম হবে এবং 'স'/'শ'/'ন' বসবে। যেমন, মাস্টার (মাষ্টার নয়), ক্যান্টিন (ক্যাণ্টিন নয়)। আমার ধারণা, আপনার ঢাকা শহরে "ইষ্টার্ণপ্লাজা" (হবে ইস্টার্ন) দেখে দেখে ভুল জিনিসটা মাথায় ঢুকে গিয়েছে। ... এই নিয়মটি অনেকেই ভুল করেন। আরো (আরও?) ভুল করেন 'কি' ও 'কী' -এর ব্যবহারের ক্ষেত্রে। কেউ কেউ এ বিষয়ে প্রমিত বানানের কথা বলছেন যে দুটোই নাকি ঠিক তবে আমি একমত নই।
১২| ১৯ শে মার্চ, ২০০৬ রাত ২:০৩
লুনা রুশদী বলেছেন: হাসান - ক্ষ, ক্স ইত্যাদি যুক্তাক্ষর যদি ওয়ার্ড থেকে কাট পেষ্ট করে ব্লগে তোলা হয়, তাহলে এইখানে আসলে রূপ বদল করে ফেলে। ক্ষ তো উধাও হয়ে যায় আর ক্স হয়ে যায় ঙ। আর বানান ঠিক করতে গেলে আবার পুরা পোষ্টের প্যারাগ্রাফ ঠিক করতে হয়, এইসব ঝামেলার জন্য অনেক সময় মনে হয় যে যা খুশী থাকুক এত কষ্ট কে করে!
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০০৬ দুপুর ২:০৩
:) বলেছেন: আরো কঠিন কিছু দেন...এগুলো পারি।
যেমন:
কোনটায় ন আর কোনটায় ণ