নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পেশাল ক্যারেক্টার

করাত

স্পেশাল ক্যারেক্টার

করাত › বিস্তারিত পোস্টঃ

ঢাকা সিটি কলেজ ও কিছু কথা...

১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪০

আজ ১১ টা ৩৬ এ কলেজ এর নিচে নামলাম ক্যান্টিন থেকে কিছু খাব বলে। হটাত অনেক গুলো চিৎকার শুনলাম । তারাতারি গেট এর কাছে যেয়ে দেখি দারোয়ান রা চিৎকার করছে আর কাকে যেন বাঁচানোর চেষ্টা করছে। আমি ভিতরে থাকায় বাইরে কি হচ্ছে টা দেখতে পারছিলাম না।। পরে শুনলাম ঢাকা কলেজ এর ছেলেরা নাকি কোন ছাত্র কে মারতে গেলে স্যার বাধা দেন তাই তারা স্যার কে মেরেছে। অইখান থেকে তখন এক ছাত্র কে দারোয়ান রা দেখি হাতে নাতে ধরে অফিস রুমে ঢুকিয়ে ফেলে যাতে কলেজ এর ছেলেরা মারতে না পারে ।শুনলাম ও নাকি উদায়ন কলেজ এর ছাত্র.........।



স্যার এর গায়ে হাত তোলার খবর ক্লাস এ যেতে না যেতেই সব ছাত্র নেমে আসে স্যার রাও নেমে আসে। ( সিটি কলেজ এর গেট এ সব সময় ১২ থেকে ২০ জন স্যার থাকে যাতে কেও কিছু করতে না পারে) আমি দেখলাম সব ছাত্র রড এবং লাঠি নিয়ে রাস্তায় নেমে গেল আর গাড়ি ভাঙতে গেল । যারা গাড়ি ভাঙতে গিয়ে ছিল তারা সব জুনিয়র । স্যার এবং আমি সহ্য কয়ক জন মিলে তাদেরকে বাধা দিলাম যাতে গাড়ি না ভাঙ্গে। আমি ১০০ ভাগ নিশ্চিত যে কলেজ এর সামনে কোন গাড়ির গ্লাস ভাঙ্গে নাই। একটা গাড়িতে রড এর বারি লাগতে পারে।। আমরা সব গাড়ি পার করে দেই। আক্রমন কারি ছাত্র রা তখন পপুলার এর বিল্ডিং এ আশ্রয় নেয় তাই কয়কজন সেইখানে আক্রমন করে কিন্তু কাও কে না পাওয়ায় আর কিছু হয় নাই।। (পপুলার এর কাঁচ এত শক্ত যে রড দিয়ে বারি দিয়েও ভাঙ্গা যায় নাই):((:((:((:((:((:((:((:((

এর কিছুক্ষণ পর মেইন রোডে ২ টা বাস ( মৈত্রী ) ২ টা বাস এর কাঁচ ভাংগা হয় ও একটা থ্রী হুইলের কাঁচ। স্যার রা বাধা দিলে সবাই আবার কলেজ এর সামনে চলে আসে। পরে স্যার রা সবাই কে কলেজ এর ভিতর ঢুকায় দিলে তারা পিছনের গেট দিয়ে মেইন রোডে যেতে চাইলে পুলিশ একটা টিয়ার শেল্ল মারে কিন্তু শব্দ শুনে সবাই আবার গেট এ ধুকে পরে ।আর স্যার রা গেট টা লাগায় দেয়।( সময় টিভি তে এই ভিডিও টা আছে)



আক্রমন কারিরা ঢাকা কলেজ এর ছিল কিনা আমি জানি না কারন যাকে হাতেনাতে ধরা হয়ে ছিল সে উদয়ন এর ছাত্র ছিল। তার এত সাহস হবে না যে কলেজ এর ভিতর স্যার কে মারবে ঢাকা কলেজ এর ছাত্র দের ছাড়া।



আর কোন গাড়ি ভাঙ্গা হয় নাই। ( প্রাইভেট কার) । ১ টা cng এবং ২ টা মৈত্রী বাস এর কাঁচ ভাঙ্গা হইসে যা স্যার রা অনেক চেষ্টা করেও থামাতে পারে নাই।

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫৩

অয়ন আহমেদ বলেছেন: হায়রে পোলাপান। আমরা ৯৫ সালে যখন ঢাকা সিটি কলেজে পড়তাম প্রায়ই ঢাকা কলেজের উচ্ছৃঙ্খল কিছু ছেলে পেলেদের সাথে ঝামেলা হত। তখন ঐ পিটানো চলত পর্যন্ত কেউ রাস্তার মানুষের ক্ষতি করত না। একটা বাস, গাড়ী ভাংচুর হত না।

১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০১

করাত বলেছেন: আমার ৩ বৎসর এর মধ্যে এই প্রথম'। তাও আমি বলব আমরা কোন গাড়ি ভাঙতে দেই নাই ।

২| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৬

জিসসান বলেছেন: আচ্ছা রাস্তার গাড়িগুলো বা মানুষগুলো কি আপনাদের কোন ক্ষতি করেছিলো?? বা সেই বাস ২টার কেউ কি আপনাদের কোন ক্ষতি করেছিলো? হুদাই তাহলে তাদের বাসের কাচ কেন ভাংচুর করলেন? অর্থহীন

বুঝলাম না, আপ্নারা কিছু হলেই রাস্তার গাড়ি কেন ভাংচুর করতে নেমে পড়েন। গাড়ির দোষ টা কোথায়?

৩| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৫

সক্রিয় বলেছেন: vai colg uni ar ganjama dui akta gari bus vanga porboi ai ta khub shavabik;

৪| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৫

বিদেহী বলেছেন: সিটি কলেজের সেই আগের দিন নাই। আমি এই কলেজ থেকে ১৯৯৮ এ HSC এবং ২০০৭ এ MBA পাস করি। কিন্তু এরকমটা কখনোই দেখিনি। হাফিজ sir এর চলে যবার সাথে সাথে কলেজটাও শেষ হয়ে গেছে........

৫| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৪

রাতুল রেজা বলেছেন: ভাই কোন ডিপার্টমেন্ট এর? আমি বিবিএ এর। আজকে ক্লাস ছিলনা, তাই জানতে পারলাম না ঘটনা টা কি।

৬| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৫

সাহাদাত উদরাজী বলেছেন: হাফিজ sir এর চলে যবার সাথে সাথে কলেজটাও শেষ হয়ে গেছে........ কথা সত্য...

৭| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৮

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: 'Sokrio' bekub marka comment marte aiso..bekuber dol

৮| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪০

পৃথ্বীরাজ সৌরভ বলেছেন: হায়রে আমার সিটি কলেজ রে :(

৯| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৪

গাধা মানব বলেছেন: B:-) B:-) :(

১০| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৪৯

হাসিবুল আলম বলেছেন: খালি ছিটি কলেজের দোষ দেবেন না। আমি বলব তারা যথেষ্ট সংযত। এই কলেজে পড়ার সময় ২০০৭ সালে এই একই ঘটনা ঘটছিলি যে ঢাকা কলেজের ছেলেরা আমাদের কলেজের গেটে এসে মারামারি করে গেছে সে সময় কিন্তু হাফিজ সার ছিল। একবার চিন্তা করেন যে তাদের কত বড় বুকের পাটা হলে অন্য কলেজের গেটে এসে মারামারি করে। আর সেটা যে প্রটেস্ট করা হবে না সেটা কিন্ত ঠিক না

১১| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫২

রমি12 বলেছেন: খালি ঢাকা কলেজের দোষ দিয়েন না.....সিটি কলেজের পোলাপানদেরও এত সাধু ভাবার কোন কারন নাই.... #:-S

১২| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৩

johanbd বলেছেন: ঢাকা কলেজের এক ছাত্রের মৃতু্যর খবরে কলেজের বেশকিছু শিক্ষার্থী আজ মঙ্গলবার সিটি কলেজে ইট-পাটকেল ছোড়েন। এর প্রতিবাদে সিটি কলেজের একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরির সামনের সড়ক অবরোধ করে একটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআাই) মিজানুর রহমান জানান, গত রোববার ঢাকা কলেজের দুজন ছাত্রকে অ্যান্টি কাটার দিকে আঘাত করেন সিটি কলেজের কয়েকজন ছাত্র। এতে গুরুতর আহত হন ওই দুই ছাত্র। তঁাদের মধ্যে আজ একজন মারা গেছেন বলে খবর ছড়ালে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের ৩০-৩৫ জন ছাত্র সিটি কলেজে ইট-পাটকেল ছোড়েন।
এর প্রতিবাদে সিটি কলেজের অর্ধশতাধিক ছাত্র রাস্তায় বের হয়ে আসেন। তঁারা সায়েন্স ল্যাবরেটরির সামনের রাস্তা অবরোধ করে একটি গাড়ি ভাঙচুর করেন। এতে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ একটি কঁাদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরথম আলু

১৩| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৯

রিয়াদ চৌধুরী বলেছেন: আমার সময় একবার ঢাকা কলেজের কিছু পুলাপাইন সিটি কলেজের ভিতর ঢুকে গুন্ডামি করছিল । আমাদের তখন ক্লাস চলছিল ।

১৪| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১০

শার্লক বলেছেন: রাস্তায় যারা গাড়ি ভাংচুর করে ওদের ধইরা পাকিস্তান, ইন্ডিয়া পাঠায় দিয়া উচিত কত পারস গাড়ি ভাংচুর কর। বাপ-মা কি এই জন্য কলেজে পাঠাইছে? গজাল কাঠ দিয়া পিটানো উচিত এদের।

১৫| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৮

এসএমআর বলেছেন: ঢাকা কলেজে গুটি কয়েক ছাত্র বাদে সবাই দেখি বদমায়েশ, মাতাল, বাটপার, বখাটে টাইপের।


আমি মিরপুর-১ থেকে মতিঝিল অফিসে আসার সময় প্রায়ই ঢাক কলেজের একটি স্টুডেন্ট বাসের সংগে সাক্ষাত হয় তখন দেখি ঐ কিছু বখাটে টাইপের কিছু বখাটে আইনের তোয়াক্কা না করে রং সাইডে বাস চালাতে ড্রাইভাকে বাধ্য করে। ঐ স্টুডেন্ট বাসের সামণে কোন বাস বা কার থাকলে ওরা সাইড দিতে বলে। যদি সাইড দেয়ার মতো কোন পরিস্থিতি না থাকে তখন ঐ বখাটের দলেরা এক সংগে চিৎকার করে বলতে থাকে ঐ সালারে ধর, ঐ সালারে মার, ঐ সামনের গ্লাস ভেঙ্গে দে ইত্যাদি ইত্যাদি।

যারা ভবিষ্যতের চালিকা শক্তি তারাই যদি এমন হয় তাদের কে কি বলবো।

আমার তো বদমায়েশ, মাতাল, বাটপার, বখাটে ছারা আর কোন ভাষা আসেনা।

১৬| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২০

রাজনীতি বলেছেন: আইনের সঠিক শাসন থাকলে এটা কখনোই হত না।

১৭| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২২

রাজনীতি বলেছেন: একমাত্র বাংলাদেশেই জনগনের ক্লাসিফিকেশন অনুযায়ী আইন প্রয়োগ করার কারনে দেশের এই যাচ্ছেতাই অবস্থা। আজ সিঙ্গাপুরের সফলতার স্টোরী পড়লাম। আশ্চর্য কি চিন্তা নিয়ে তারা এত উন্নত হয়ে গেল। আর আমরা!

১৮| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৩

মেলবোর্ন বলেছেন: কি হইলো আবার আমাদের প্রিয় কলেজে, ৯৮-২০০০ সেশনে ছিলাম হাফিজ স্যার এর ডরে সবাই দৈরের উপর থাকতাম এখন কি হইলো।

বিদেহী বলেছেন হাফিজ sir এর চলে যবার সাথে সাথে কলেজটাও শেষ হয়ে গেছে........

১৯| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৯

তারেক বলেছেন: :-< :-< :-< :-< :-<

২০| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

বেকার মানুষ বলেছেন: পপুলার এর কাঁচ এত শক্ত যে রড দিয়ে বারি দিয়েও ভাঙ্গা যায় নাই। কেন ভাই,খুব শখ ছিলো নাকি ভাঙ্গার?আরেকজনের জিনিস ভাঙ্গতে খুব মজা লাগে তাই না??নিজের ঘরের জিনিস ভাঙ্গেন গিয়া।ফালতু। X(( X((

২১| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৩

চারশবিশ বলেছেন: ১৯৮৯-১৯৯০ তে একবার একবার ঢাকা কলেজ ও সিটি কলেজের মারামারি, ধাওয়া পাল্টা হয়েছিল কিন্তু কোন গাড়ি বা অন্য কিছু ভাংচুর হয় নাই

২২| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১০

রাষ্ট্রপ্রধান বলেছেন: এরাই একদিন নেতা হইয়া পদ্মা সেতু বানাইবো =p~

২৩| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৩

তামিম ইবনে আমান বলেছেন: মারামারি ভালু না

২৪| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:১৬

ফারজুল আরেফিন বলেছেন: ছাত্র নামের কলঙ্ক

২৫| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৩

সাদমীর বলেছেন: আগামিকালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট + ঢাকা কলেজের ১৭১ বর্ষ পুর্তির আয়োজন +অনার্স ১ম বর্ষ এর ফরম ফিল আপ + টাকা জমাদান ;আর আজকে কিনা মারামারি /:)/:)/:)

২৬| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:২৫

মাহিরাহি বলেছেন: ১৯৮৫ সালের কথা।
আমি তখন সিটি কলেজের ছাত্র।
রেগ? ডেতে কোন এক পক্ষ (সম্ভবত ঢাকা কলেজ) রং ছোড়ে মারে।

শুরু হয় মারামারি।

আমরা তখন দোতলায় ক্লাস করছি।

কয়েকজন সিনিয়র ছাত্র তখন ক্লাসে এসে শাসালো, তোরা সাথে নামবি, নাকি তোদের আগে কোপাব।
হাতে তাদের ভোতা রাম দা।

পাল্টা ধাওয়া পাল্টায় পুরো এলাকাটা রনক্ষেত্রে পরিনত হয়। টিয়ার গ্যাস পরে সিটি কলেজের ভেতর।


২৭| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

ভাঙ্গা হৃদয় বলেছেন: এই ধরনের ছাত্রদের তো আমিনবাজারের মত কাহিনী করা উচিত। ভাল ছাত্র জীবনে ঝামেলা করে না ঝামেলাতে যায়ও না। হোক সে ঢাকা কলেজ বা সিটি কলেজ।

২৮| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

ধূর্ত শিকারি বলেছেন: :( :( :(

২৯| ১৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

সজীব ভাই বলেছেন: আপনারাইতো জাতির কর্ণধার। আপনারাই তো এগুলা করবেন... আপনারা ছাড়া আর কারা করবে বলেন!!! চালিয়ে যান... ভবিষ্যতে SHINE করবেন

৩০| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:১০

ইমাম হাসান রনি বলেছেন: এখন একটা রীতি হইয়া গেছে কিছু হইলেই রাস্তায় নেমে যাওয়া , গাড়ি ভাঙচুর ,মানুযের ক্ষতি করা । দোষ দুই পক্ষেরই আছে তয় সিটি কলেজের পুলাপানদের সাধু ভাবার কোন কারন আমি দেখতাছিনা !


জিসসান বলেছেন: আচ্ছা রাস্তার গাড়িগুলো বা মানুষগুলো কি আপনাদের কোন ক্ষতি করেছিলো?? বা সেই বাস ২টার কেউ কি আপনাদের কোন ক্ষতি করেছিলো? হুদাই তাহলে তাদের বাসের কাচ কেন ভাংচুর করলেন? অর্থহীন

বুঝলাম না, আপ্নারা কিছু হলেই রাস্তার গাড়ি কেন ভাংচুর করতে নেমে পড়েন। গাড়ির দোষ টা কোথায়?

সহমত

৩১| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:১৮

দরিদ্র তারা বলেছেন: আমি মনে করি যারা এই গাড়ী ভাঙ্গে তাদের পক্ষে কখনো সম্ভব না একটা গাড়ীর গ্লাসের দাম দেওয়া. আর এখনকার পোলাপানদের যত রাগ সব গাড়ীর উপর!!!

এমন কি পেয়েছে আজ পর্যন্ত একটা জিনিস ভাংচুর করে???

৩২| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৪

শুক তারা বলেছেন: সিটি কলেজ, ঢাকা কলেজ এদের থেকে এসব অসভ্যতা ছাড়া কিছু আশাও করা যায় না। এত রক্ত গরম থাকলে নিজের বাবার টাকায় আগে একটা গাড়ি কিনুক পরে সেটা হকি স্টিক, রড,নিজের মাথা যা পায় সব দিয়ে বাড়ি মেরে ভাংগুক....মানুষের কষ্টের টাকার গাড়ি ভাংগার অধিকার এই ছাত্র নামের কলংকদের কে দিয়েছে? X( X( X( X( X(

৩৩| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:২১

রবিনহুড বলেছেন:
আপনাদের রক্ত অনেক গরম।
তাই নিজের বাপের ঘরের কাচের জানালা রেখে পাবলিকের গাড়ীর কাচ ও পপুলারের জানালা ভাংতে গেলেন।

এই গাড়ী ওয়ালাদের কি অপরাধ ছিল বলতে পারেন? X(

আপনারাকি সেই গাড়ী ওয়ালাদের ক্ষতিপূরন দিবেন?

কাল যদি এই গাড়ী ওয়ালা রাস্তায় ধরে ধরে সিটিকলেজের প্রত্যেকটা ছাত্রকে বপের নাম ভূলানো মাইর দেয় তখন আপনদের কিছু বলার কি আছে?

আপনি এমন একটা ভাব নিয়ে কথা গুলো বলছেন যেন, ২/১টা গাড়ী ভাংঙ্গার চেষ্টা হয়েছিল, আর পপুলারের গ্লাস তো ভাংতেই পরিনি... তাতে আমারা কারোই তেমন ক্ষতি করি নি... X((

আপনি ভূলে যা্চ্ছেন, আপনারা যেতটা করেছেন ও করতে চেয়েছিলেন তার পূরোটাই বেআইনী ও নীতি বিবর্জিত কাজ।

এই ধরেনর কাজের সাপের্টে আর কোন দিন ব্লগে এসে কথা না বলার অনুরোধ রইল....

অপরাধ সব সময়ই অপরাধ। সেটা যার প্রতিই করেন না কেন।



এসব করে আপনারা কি সিটি কলেজের কোন ভাবমূর্তির উন্নতি করতে পেরেছেন?

৩৪| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:২২

ইকরাম উল্যাহ বলেছেন: টিভিতে দেখলাম সিটি'র পোলাপাইন যেভাবে পুলিশরে রড মারছে :(

এদের প্রত্যেক রুমে রুমে কাঁদানে গ্যাস মারা উচিত ছিল। এবং সবগুলারে বাইন্ধা বাঁশডলা দেওয়া উচিত।

৩৫| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৫

ইমাম হাসান রনি বলেছেন: শুক তারা বলেছেন: .মানুষের কষ্টের টাকার গাড়ি ভাংগার অধিকার এই ছাত্র নামের কলংকদের কে দিয়েছে?

সহমত

৩৬| ১৭ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৪

শার্লক বলেছেন: এই সমস্ত ছাত্রদের আসলে বেতের ওপর রাখা উচিত। রক্ত যখন বেশি গরম হয়ে যাবে বেত পিটায়ে ঠান্ডা করতে হবে। কিছু হইলে ভাংচুর। যা না পারলে পলিটিশিয়ানদের গাড়ি গুলা ভাংচুর কর দেখি।

৩৭| ১৭ ই জুলাই, ২০১২ রাত ১০:০৪

নোবল হুড বলেছেন: ঢাকা কলেজ আর সিটি কলেজ দু কলেজেই বন্ধুরা আছে। এসব ঘটলে নিজেদের মধ্য দুরত্ব বাড়ে । পূবেও দেখেছি এবার ও দেখবো মনেহয়।

৩৮| ১৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৪

লুকার বলেছেন:
রড-লাঠি পাইল কই? এইগুলার স্টক রাখে নাকি কলেজে? দুই কলেজ তো ১ কিলোমিটারের মধ্যে। ছাদের উপর ইন্ডিয়ান বা চাইনিজ শর্ট রেঞ্জ মিসাইল ফিট করলেই তো ভাল হয়।

যাদের নিজেদের গাড়ী কেনার সামর্থ্য নাই, তারাই এভাবে সুযোগ পাইলেই ভাংচুর করে। পড়াশোনা করে শিক্ষিত হইতে আসছে, বাপ-মায়ের কষ্টের পয়সা খরচ করে, আর এইসব করে- এটা হলো হীনমন্যতা। লজিকাল চিন্তাভাবনার ক্ষমতা এদের নাই। এরাই কর্মজীবনে ঘুষখোর চাকুরীজীবী, অসৎ ব্যবসায়ী, স্মাগলার বা দূর্নীতিবাজ রাজনীতিবীদ হবে।

মারদাঙ্গা কলেজ-বিশ্ববিদ্যালয়গুলা শহরের বাইরে সরিয়ে নেয়া খুবই দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.