![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেস্ট,টি-টুয়েন্টির তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ এখন অনেক বেশি পরিপক্ব।আর সে পরিপক্বতার প্রমাণই আবার পাওয়া যাচ্ছে লংকানদের বিপক্ষের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে।মিরপুরে ম্যাচের শুরুতেই দারুণ কিছুর আভাস দিচ্ছে টাইগাররা।সানি-রুবেলদের বোলিং তোপে শুরুতেই ৮ উইকেট খুইয়ে বসেছে লংকানরা।।দলীয় ২৮ রানের মধ্যেই তাদের দু ওপেনারকে ফিরিয়ে দেন রুবেল।এরপর দশম ওভারে আল-আমিন ফিরিয়ে দিয়েছেন ভয়ঙ্কর সাঙ্গাকারাকেও।আল-আমিনের পর সাকিব এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন আহসান আহসান প্রিয়াঞ্জনকে।১৫তম ওভারে ওই সাকিবের দুর্দান্ত ফিল্ডিংয়ের বলি হয়ে সাজঘরে ফিরেছেন চান্দিমাল।এক ওভার বাদেই অর্থাৎ ১৭তম ওভারে ম্যাথিউসকে বোল্ড করে বিদায় করে দিয়েছেন অভিষিক্ত সানি।১৯তম ওভারে আবার আঘাত হেনেছেন সানি।বোল্ড হয়ে ফিরে গেছেন কুলাসেকারা।সানির পরই দৃশ্যপটে এসেছেন অধিনায়ক মুশফিক।ভিথানাগেকে ডিরেক্ট থ্রোতে রানআউট করে রসাজঘরের ফিরিয়েছেন তিনি।কশেষ খবর পাওয়া পর্যন্ত 40 ওভারে 10 উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ 180 রান।
খেলাটি অনলাইনে দেখতে এখানে ক্লিক করুন
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭
হাবিব শিমন বলেছেন: কিন্তু ফলাফল শেষে কি দাড়াল? অবাক করার মতোই!
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
সূচিপত্র বলেছেন: এখানেও অনেকটা নিখুতভাবে লাইভ দেখতে পারেন