![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টি-টুয়েন্টি সিরিজের দু ম্যাচ শেষ বলে হেরেছে বাংলাদেশ।তবে ওয়ানডেতে সিরিজে টাইগাদের কাছ থেকে ভিন্ন রকমের প্রত্যাশা ছিল ভক্তদের।সোমবার প্রত্যাশামতই প্রথম ওয়ানডের শুরুটা ভাল করেছিল মুশফিকবাহিনী।কিন্তু লংকান ইনিংসের শেষদিকে ক্যাচ মিসের মহড়া ও নিজেদের ব্যাটিং ব্যর্থতার কারণে শেষটা শুরুর মত হয়নি তাদের।ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।তবে এগুলো সবই অতীত।বুধবার দ্বিতীয় ওয়ানডের আগে শেষ সংবাদ সম্মেলনে এসে শামসুর রহমান শুভ জানালেন, ভুল শুধরে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় তার দল।
শুভ বলেন,ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে, এটা ক্রিকেটের অংশ। এমনটা হতেই পারে। আমার মনে হয় আমরা সবাই বিষয়গুলো পজিটিভভাবে নিয়েছি। এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। গত ম্যাচে তারা ভুল করেছেন জানিয়ে শুভ বলেন,আমরা ছোট ভুলগুলো বেশি করছি। ওটাই সমস্যা। ওগুলো কমিয়ে আনতে হবে। ক্যাচ মিস করলে ব্যাটসম্যানরা আরও বড় ইনিংস খেলে ফেলে। তাই ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি আমরা।কালকের ম্যাচ এবং শেষ ম্যাচটিতে পজিটিভ ফল আসবে, ইনশাল্লাহ।
প্রথম ম্যাচে ইনজুরির কারণে তামিম ও মাশরাফিকে পায়নি বাংলাদেশ।তবে দ্বিতীয় ম্যাচে এদুজন একাদশে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন শুভ।তিনি বলেন,ওনারা খেলতে পারেন। কোচ, ফিজিও অধিনায়ক মিলে সিদ্ধান্ত নেবেন। টিম মিটিংয়ের পরই ব্যাপারটা নিশ্চিত হবে।তবে আমার মনে হয় ওনারা খেলবেন। এদিকে,প্রথম ওয়ানডেতে ফিল্ডার ও ব্যাটাররা ব্যর্থ হলেও শুভ হারের জন্য ভাগ্যকেই দুষেছেন।বলেছেন,শ্রীলংকা একশর নিচেই অলআউট হয়ে যেত।কিন্তু আমারা কয়েকটি ক্যাচ মিস করেছি। এছাড়া মাহমুদউল্লহও আউট হয়ে গেল। আমার আউটটাও দুর্ভাগ্যজনক ছিল।সবই ভাগ্য।
খেলাটি অনলাইনে দেখতে এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.