![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ পর্যন্ত শেষ দৃশ্যে বীর-জারা। মানে, শাহরুখ খান ও প্রীতি জিনতা। কলকাতা নাইটরাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচ দিয়েই আজ পর্দা নামবে আইপিএল সেভেনের।
শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার যেন আগুনে ম্যাচে রূপ নিয়েছিল। ছয় ওভারে ১০০। সুরেশ রায়না ২৫ বলে ৮৭। তবু ম্যাচ শেষে পরাজিতের কাতারে রায়না। যার সম্পর্কে শোনা যাচ্ছে, বলিউডে নবাগতা শ্রুতি হাসানের প্রণয়ের বাউন্সারে বোল্ড হয়েছেন। কিন্তু রায়না নন, শুক্রবার ছিল শেবাগের দিন। তার ঝড়ো শতক পাঞ্জাবকে প্রথমবারের মতো পৌঁছে দিল ফাইনালে। সেই সঙ্গে প্রথমবার আইপিএলের শিরোপা জয়েরও হাতছানি তাদের সামনে। যার কৃতিত্ব প্রাপ্য ৫৮ বলে ১২২ করা শেবাগের।
সেই শেবাগ, যার ছেলেকে স্কুলে বন্ধুদের খোঁচা হজম করতে হতো, তোমার বাবা তো রানই করতে পারে না। শুধু কি ছেলের বন্ধুরা? কম রান করে আউট হলেই স্ত্রীর ফোন, তোমার হলটা কী! ছেলে বলেছিল, বাবা, তুমি ভালো ক্রিকেটার না।
সন্তানের সেই আক্ষেপ ঘুচিয়ে শেবাগ পৌঁছে গেলেন ফাইনালে। বাঙ্গালোরে আজ রবিবাসরীয় দ্বৈরথ আরেকটি বলিউড ফাইনাল। কলকাতার দ্বিতীয়, না পাঞ্জাবের প্রথম? আজ উত্তর জানা যাবে এই প্রশ্নের।
এদিকে আজকের ফাইনালে কলকাতার পক্ষেই খেলার সিদ্ধান্ত নিলেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। আজও কলকাতার স্পিন-জুটি সাকিব-নারিন। তবে নারিন যে আইপিএল ফাইনাল খেলার জন্য থেকে গেলেন, এজন্য চড়া মাশুল দিতে হচ্ছে তাকে। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বেঁধে দেয়া সময় অনুযায়ী ১ জুনের মধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে না-পারার জন্য নারিনের এই বঞ্চনা।
গৌতম গম্ভীরের দল সাকিবের দিকেও তাকিয়ে। দুরন্ত ফর্মে থাকা এই বাংলাদেশী অলরাউন্ডার আজও ব্যাটে-বলে চমক দেখালে শাহরুখের আনন্দের সীমা থাকবে না। ওদিকে প্রীতি জিনতা তাকিয়ে আছেন আরেকটি শেবাগের ঝড়ের দিকে। শেবাগের সঙ্গে ম্যাক্সওয়েল ও মিলার ব্যাট পাঞ্জাবের বড় ভরসা। লড়াইটা হবে কলকাতার স্পিন এবং পাঞ্জাবের ব্যাটিংয়ের মধ্যে।
নাইট রাইডারস বনাম পাঞ্জাবের খেল দেখুন সরাসরি অনলাইনে HD মাত্র ১৫০ KBPS স্পীডে
অনলাইনে খেলাটি HD কোয়ালিটিতে দেখতে এখানে ক্লিক করুন
আপনার ইন্টারনেট স্পীড কম হলে এখানে দেখুন
©somewhere in net ltd.