![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভি দেখতে কে না পছন্দ করে বলুন? কিন্তু যখন পছন্দের অনুষ্ঠানটি দেখতে টিভির সামনে বসেন আর সেই মুহূর্তেই আপনার মা অথবা বোন ভারতীয় জি বাংলা কিংবা স্টার জলসার মত বিরক্তিকর চ্যানেলগুলো দেখার জন্যে আপনার হাত থেকে টিভির রিমোর্টটা কেড়ে নেয় তখন হয়ত আমার মত আপনার ও মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে । না……… আর আপনাকে চুল ছিঁড়তে হবে না…। যেতে হবে না টিভির সামনেও……
কিভাবে দেখবেন?
অনলাইনে বাংলাদেশের সকল টিভি চ্যানেল দেখতে হলে এখানে ক্লিক করুন
আপনার পছন্দের টিভি চ্যানেলটি সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করুন। এরপর একটি নতুন উইন্ডো ওপেন হবে। ২০-৩০ সেকেন্ড এর মধ্যে ওই উইন্ডোতে চলতে শুরু করবে আপনার কাঙ্ক্ষিত চ্যানেলটি।
যা যা লাগবেঃ
একটি কম্পিউটার অথবা ল্যাপটপ
একটি ইন্টারনেট সংযোগ (খুব বেশি স্পীড সম্পন্ন ইন্টারনেট সংযোগ না হলেও হবে এখানে অল্প স্পীডেও টিভি স্ট্রিমিং দেখা যাই)
ফ্ল্যাশ প্লেয়ার (আপনার কম্পিউটার এ অবশ্যয় ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল থাকতে হবে নাহলে টিভি স্ট্রিমিং প্লে হবেনা। ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল না থাকলে টিভি দেখার আগে ইন্সটল করে নিন।)
এখন থেকে নিজের ইচ্ছা মত স্বাধীনভাবে দেখুন আপনার পছন্দের বাংলাদেশী টিভি চ্যানেলগুলো আর কেও বিরক্ত করতে আসবে না। আর যারা টিভি কার্ড না থাকার কারনে পিসি / ল্যাপটপ এ টিভি দেখতে পারতেন না তাদেরও সমস্যার কিছুটা সমাধান হল।
©somewhere in net ltd.