![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ব্রাজিলিয়ায় ক্যামেরুনের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচের গুরুত্ব আছে দুটি দলের কাছেই। ক্যামেরুন চাইবে ভালো কিছু করে বিশ্বকাপটা শেষ করতে। প্রথম দু ম্যাচে হারের আত্নগ্লানি ভোলার মোক্ষম ম্যাচ যে এটি। স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে যদি জয় তুলে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলা যায়, তাহলে প্রথম পর্বেই বাদ পরা দলটিই সারাবিশ্বের আলোচনার বিষয় হয়ে যেতে পারে।
এসব হিসাব নিকাশ ব্রাজিলের কাছে আবার গল্পের মতো মনে হতে পারে।
তবে এটা ঠিক ব্রাজিলকে এই ম্যাচেও ভরসা রাখতে হচ্ছে নেইমারেই। ব্রাজিল দলের খেলোয়াড়দের প্রথম দুই ম্যাচ বিবেচনায় আনলে নেইমার ছাড়া খেলায় দ্যুতি কেউ ছড়াতে পারেনি। ক্রোয়েশিয়ার সাথে প্রথম ম্যাচেই দুই গোল পার্থক্য গড়ে দিয়েছে বাকি খেলোয়াড়দের সাথে। নিজে গোল পাচ্ছেন; আবার করাচ্ছেনও। বাকি খেলোয়াড়দের অনেকেই খেলেছে নার্ভাস ফুটবল। ক্রোয়েশিয়াার বিপক্ষে মার্সেলোর আত্নঘাতী গোলের দৃশ্যটা এখনো হয়তো নার্ভাস করে তাদের।
প্রথম ম্যাচের শুরুতে আত্নঘাতী গোল খাওয়া আর মেক্সিকোর সাথে ২ পয়েন্ট হারানো- আর ক্যামেরুনের সাথে জয়ের বিকল্প না থাকা আবার চাপ হয়ে যাবেনাতো ব্রাজিলের জন্য!
অঙ্কের হিসেব-নিকেশে ব্রাজিলের বাদ পড়ার একটা আশঙ্কা আছে বটে। তবে তা নিয়ে কেউই খুব একটা মাথা ঘামাচ্ছে না। বরং ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে সম্ভাবনার সমীকরণ মেলাতে ব্যস্ত সবাই। বিবর্ণ ‘সেলেসাও’ কিভাবে রং ছড়িয়ে জ্বলে উঠবে, প্রতিপক্ষের জালে বল পাঠাবে ক’বার, জয়ে কেমন করে নিশ্চিত হবে গ্রুপ চ্যাম্পিয়নশিপ- সমর্থকদের ভাবনার চৌহদ্দিতে ঘুরে বেড়াচ্ছে এসবই। ছিটকে পড়ার আশঙ্কার বিন্দুমাত্র স্থান নেই সেখানে। তা প্রথম দুই ম্যাচে ব্রাজিলকে যতই ব্রাজিলের মতো না দেখাক!
আজকের ম্যাচ- ব্রাজিল বনাম ক্যামেরুন (রাত ২টা)
মেক্সিকো বনাম ক্রোয়েশিয়া (রাত ২টা)
-----------
যদি হয় এরকম :
১) ব্রাজিল যদি ক্যামেরুনকে হারায় আর মেক্সিকো যদি ক্রোয়েশিয়াকে হারায়--
সে ক্ষেত্রে ব্রাজিল ও মেক্সিকো দুইটি দলের পয়েন্টই হবে সাত... এই দু্ইটি দলই শেষ ষোলোয় উঠবে..সে ক্ষেত্রে গোলের গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে..এখনও পর্যন্ত গোলের গড়ে এগিয়ে ব্রাজিল
২) দুটো ম্যাচই ড্র হল-- তাহলেও ব্রাজিল, মেক্সিকো পরের রাউন্ডে যাবে..বিদায় নেবে ক্রোয়েশিয়া.. সে ক্ষেত্রে গোলের গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে..।
৩) ব্রাজিল, মেক্সিকো দুটো দলই হারে-- সে ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয় পরের রাউন্ডে উঠবে ক্রোয়েশিয়া.. গোল পার্থক্যে ঠিক হবে ব্রাজিল নাকি মেক্সিকো কোন দল পরের রাউন্ডে উঠবে..।
৪) ব্রাজিল হারল, মেক্সিকো ড্র করল-সে ক্ষেত্রে মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬ উঠবে..সেক্ষেত্রে ক্রোয়েশিয়া আর ব্রাজিলের মধ্যে কে দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে উঠবে তা ঠিক হবে গোলপার্থক্য... এখনও পর্যন্ত গোলপার্থক্যে এগিয়ে ক্রোয়েশিয়া।
৫)ব্রাজিল জিতল আর মেক্সিকো ড্র করল..ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে.. গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে উঠবে মেক্সিকো.. বিদায় নেবে ক্রোয়েশিয়া..।
খেলাগুলো দেখতে পারেন অনলাইনেও । অনলাইনে খেলাটি HD কোয়ালিটিতে দেখতে এখানে ক্লিক করুন
আপনার ইন্টারনেট স্পীড কম হলে এখানে দেখুন
২| ২৪ শে জুন, ২০১৪ রাত ১:৪১
নাছির84 বলেছেন: ক্রোয়েশিয়া এবং ব্রাজিলের গোলপার্থক্য এখনো সমান (+২)।
৩| ২৪ শে জুন, ২০১৪ রাত ১:৫৩
আমাদের ভাই বলেছেন: sob somadhan somoy koredibe.
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৪ রাত ১২:৪৮
িজয় বলেছেন: ২০১৪ ফিফা ওয়ার্ডকাপের সকল খেলা সরাসরি দেখুন : Click This Link