![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যা জানি...................................................। আমি তা জানার জন্য লিখি ................।
জীবন খুব সহজ ১টা শব্দ । কিন্তু বাস্তবে কি সত্যি সহজ ?
জীবনের মানে কি? কেনই বা আমরা এই দুনিয়াতে ? শুধুমাত্র বেঁচে থাকা নাকি আরো অন্য কিছু? আমার মতে জীবনের মানে ২ ধরনের। যথাঃ ১) অনেক কিছু এবং ২) কিছুই না ।
১)জীবন মানে অনেক কিছু : > আমরা জন্মেছি। বড় হচ্ছি। সাথে সাথে গড়ে উঠছে ১টা পরিবেশ । সেখানের রয়েছে, অনেক সদস্য-মা,বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, জীবন সাথী এবং সমাজ ! তাদের প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু আশা করে। আর তাদের সেই আশা পূরণ করার জন্যে আমাদের লড়ে যেতে হয় আজীবন। সেই প্রত্যাশার সাথে থাকে আমাদের নিজস্ব কিছু ইচ্ছা-আকাঙ্খা। যারপরনায় আমরা সেই লক্ষ্য বা উদ্দ্যেশ্য অর্জনের জন্যে অনেক কিছু করি। যেমন কেউ সমাজ সেবা, কেউ পরিবার কেন্দ্রীক উন্নয়ন, কেউবা উঠে পাহাড়ের চূড়ায় আবার কেউবা চষে বেড়ায় সারা বিশ্ব !! অর্থাৎ, জীবন হচ্ছে অনেক উদ্দেশ্য পূর্ণ-তথা অনেক কিছু করার সমাহারই জীবন ।
২) জীবন মানে কিছুই না : > আজ যে শিশুটি জন্মালো সে একদিন একদিন করে বড় হবে। বুঝতে শিখবে জীবনের মানে কি ? এবং এর কঠোরতা । করতে হবে অনেক কাজ যাতে ছিল তার অনিচ্ছা-অনিহা। ফলে পাবে না তাঁতে কোন আনন্দ বা শান্তি। বয়সের ভারে একদিন তাকে ছেড়ে দিতে হবে তার এই প্রিয় দেহটি। ছেড়ে চলে যেতে হবে এই বিশ্বসংসারের মায়া। ফলে জীবনের সব অর্জন-কর্ম সব-সবই সাঙ্গ হবে মৃত্যুর সাথে সাথে। কি দরকার ছিল তাহলে…কি দরকার ছিল এই দুদিনের জীবনের ?? পুরোই অর্থহীন… !!
জীবনের মানে তাহলে কি ?
পুরো জীবনটা নির্ভরশীল ব্যক্তিগত উদ্দ্যেশ্যের উপর। যেখানে শুধু আছে নিজস্ব চাহিদা । কিন্তু এই কি জীবন ?
যারা আজ আমাদের মাজে নেই কিন্তু আছে তাদের কর্ম । যার কারনে আজও আমরা তাদের ভালবাসি । তাহলে আজ আমরা কেন তাদের থেকে আলাদা ?
কারন ; আজ আমরা কাজ করি শুধু আমার জন্য । এই ''আমার'' শব্দটাকে যদি আমরা ''আমাদের'' এ আনতে পারি তাহলে আসবে আমাদের জিবনের পুণ্যতা । তাহলে আমরা থাকব সেই মানুষদের মত অমর যাঁদের নাম আজও আমরা সর্বদা ভালবেসে উচ্চারন করি ।
©somewhere in net ltd.