![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে পেতে: https://www.facebook.com/FaridSohaiI
"ফারহান"
আমার সবচেয়ে আদরের পিচ্চি দুষ্ট ভাগিনা, "দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা" বলতে যা বুঝায়, ও হয়তো তাই। ও যতক্ষণ বাসায় থাকে ততক্ষন আমার বিনোদনের জন্য অন্য কিছুর দরকার হয় না, ওর প্রত্যেকটা কাণ্ডই আমাকে আনন্দ দেয়, হাসায়।
চলুন, দেরি না করে আমার সেই ভাগিনা এবং তার কয়েকটি উদ্ভট কাণ্ড ও কথার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই।
গত ৩ দিন আগের ঘটনা,
আমি একটা গল্পের বইয়ে মুখ ডুবিয়ে বসে আছি, ও দেখি একটু পরপর ঘুরে ঘুরে আমার কাছে এসে বলছে "মামা, আমাকে ঈদে কি কিনে দিবা?"(যদিও ওর ঈদের কেনাকাটা সব শেষ)।
গল্পের বইয়ে মনোযোগ থাকার কারনে বারবার ওর প্যানপ্যানানিতে একটু বিরক্ত হয়ে আমি ওকে বললাম "যা, তোকে এবার জাঙ্গিয়া কিনে দিবো"।
আমার কথা শুনে ও কি বুঝল না বুঝল, দেখলাম খুশী মনে চলে গেলো।
সারাদিন পর রাতে দুলাভাই ঘরে ফিরতে না ফিরতেই দেখি ফারহান দৌড়ে দুলাভাইয়ের কাছে গিয়ে বলছে "বাবা, আমাকে জাঙ্গিয়া কিনে দিবা কখন?"
দুলাভাইতো ওর এমন কথা শুনে ঝাড়া ১০ সেকেন্ড থ হয়ে ছিল, তারপর ওকে বলল, কে বলেছে তোমাকে জাঙ্গিয়া কিনে দিবে?
ফারহানের নির্লিপ্ত জবাব, মামা বলছে এবার তাকে জাঙ্গিয়া কিনে দেয়া হবে সুতরাং তাকে জাঙ্গিয়া কিনে দিতেই হবে, না দিলে ভ্যাএএএএএএএএএ।
পরে ওর এ কাণ্ড নিয়ে বাসায় আমরা অনেক হাসাহাসি করি।
যাহোক, এই গেলো একদিনের ঘটনা।
আরেকদিনের ঘটনা,
আমি ঘরে বসে বসে শিঙ্গাড়া, সমুচা খাচ্ছিলাম, আর ঐদিক দিয়ে আমার বাথরুমের দরজার সামনে উনি উনার সবচেয়ে ইন্টারেস্টিং কর্ম সেরে দৌড়ে এসে আমার হাত ধরে টেনে টেনে বাথরুমের সামনে নিয়ে গিয়ে উনার কর্মটি আমাকে দেখিয়ে বলছে "মামা দেখো, আমি শিঙ্গাড়া বানাইছি"। ওর ঐ কাণ্ড দেখে ঐদিনের মতো আমার শিঙ্গাড়া খাওয়ার ১২ টা বেজে গিয়েছিলো। যাহোক এ গেলো আরেকদিনের ঘটনা।
কয়েকমাস আগে আমাদের সবার গ্রামের বাড়ি বেড়াতে যাওয়া হয়,
গ্রামে গিয়ে তো ফারহান বেজায় খুশি, কারন ঢাকায় এমন খোলামেলা জায়গা সহজে পায় না তাই। তো, একদিন দুপুরে দেখি ও খুব কান্না করছে "দম" খাবে বলে। সবাইতো রীতিমতো পেরেশান ওর "দম" শব্দটি নিয়ে, ওর "দম" শব্দটির মানেও কেউ বুঝতে পারছে না আবার এদিক দিয়ে ওর কান্নাও থামছে না, অবশেষে আমি তাকে একটা একটা করে এটা সেটা দেখাতে দেখাতে আবিষ্কার করলাম "দম=কলা", যাহোক শেষমেশ "দম" দিয়ে তাকে ঠাণ্ডা করা হয়েছিল। এ গেলো দুপুরের ঘটনা।
ঐদিনই সন্ধ্যায় আমি বাহির থেকে ঘুরে ফিরে বাসায় ঢুকবো, অমন সময় দেখি উঠোনে একটা কাঠি নিয়ে দাড়িয়ে ফারহান চিল্লায়া চিল্লায়া কিছু একটাকে বলছে "দুক, বাইয়াম" "বুক্কা, বাইয়াম"।
প্রথমে কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণ পর ওর কথার মানে বুঝতে পারলাম যে, আসলে ও মুরগীর বাচ্চাগুলোকে বলছে "দুক" আর মুরগীকে বলছে "বুক্কা" এবং বাইয়াম মানে হচ্ছে "মাইর দিমু"।
ওর এমন কথা শুনে আমি খালি হাসি আর ভাবি করি ও শিঙ্গাড়া বানানোর মতো এমন ব্রিলিয়ান্ট আইডিয়া আর এমন উদ্ভট কথাবার্তা যে কোথেকে আবিষ্কার করে(!)
যাহোক, ভাগিনাকে নিয়ে আর বেশী কিছু লিখবো না,
সবশেষে এইটুকু লিখি, যেই জন্য আমার ভাগিনাকে নিয়ে আমার আজকের ব্লগ লিখা, সেটা হলঃ
আজকে আমার সেই ভাগিনার জন্মদিন, কিন্তু তার শরীরটা বেশী একটা ভালো না। তার জন্য ও তার সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থী।
সব ব্লগারদের ঈদ আনন্দে কাটুক, সবার জন্য রইলো ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক ।
[বি.দ্র: ব্লগে নতুন লিখি, ঘুছিয়ে লেখার অভ্যাস নাই, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই]
১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
কাঠুরে বলেছেন: ধন্যবাদ ভাই, ভাগ্নে আমার এখনো অবুঝ, তবুও আপনার শুভেচ্ছা ভাগ্নেকে জানিয়ে দেব।
ঈদ মোবারক।
২| ১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৩৫
মহসিন আহমেদ বলেছেন: হাসতে ছিলাম সেটাই ভাল ছিল, ভাগিনার জন্য শুভ কামনা।
১৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪১
কাঠুরে বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ঈদে মোবারক।
৩| ২০ শে আগস্ট, ২০১২ রাত ২:১৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: মামা দেখো, আমি শিঙ্গাড়া বানাইছি"
ভাইগ্নার জন্য অনেক অনেক দোয়া
২০ শে আগস্ট, ২০১২ রাত ২:৫০
কাঠুরে বলেছেন: ঐ দিনের পর থেইকা শিঙ্গাড়া খাইতে বসলে ভাইগ্নার কথা মনে পইড়া যায়। :-&
দোয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
৪| ২০ শে আগস্ট, ২০১২ রাত ২:২১
তামিম ইবনে আমান বলেছেন:
আপ্নের ভাইগ্না এহন ভালো আছে তো?
২০ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৬
কাঠুরে বলেছেন: ভাইগ্না (অসুস্থতার জন্য) সন্ধ্যার পর অনেকক্ষণ কান্নাকাটি করে শেষে ঘুমিয়ে পরেছে।
ধন্যবাদ মন্তব্যের জন্যন,
ঈদের শুভেচ্ছা রইলো।
৫| ২০ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৫
মিজভী বাপ্পা বলেছেন:
২০ শে আগস্ট, ২০১২ রাত ৩:১০
কাঠুরে বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভাইগ্নার জন্য দোয়া রাইখেন।
৬| ২০ শে আগস্ট, ২০১২ ভোর ৬:৩৩
কামরুল ইসলাম রুবেল বলেছেন: শুভ কামনা রইল
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:২৭
কাঠুরে বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
৭| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৮
সুপারনোভা ০০৭ বলেছেন: অনেক বেশি আদর আর ভালোবাসা আপনার ভাগিনার জন্য। আমার ভাগ্নি ও অনেক দুষ্টু। ওর দুষ্টামি দেখলে মনে হয় কেন যে বড় হলাম। শুভ জন্ম দিন ফারহান বাবু।ভাল থাক সবসময়।
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:২৮
কাঠুরে বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার ভাগ্নির জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৬
ShusthoChinta বলেছেন: দারুণ ভাগিনা তো! মামা ভাগ্নের মধ্যকার সম্পর্কটাই অন্যরকম তাই না? আপনার ভাগ্নেকে জন্মদিনের শুভেচ্ছা,আপনার জন্য ঈদের শুভেচ্ছা রৈল!